পাশের কামরায় রেল সুরক্ষা বাহিনীর দু’জন জওয়ান ছিলেন। তাঁদের ডেকে তো সাড়া পাওয়া যায়নি, তার উপর স্টেশন চত্বর অন্ধকার ছিল। যাত্রীদের এই ‘অসহায়তার’ সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা লুঠপাট চালানোর পরে গা ঢাকা দিতে পেরেছে অভিযোগ। এ দিকে, অবিলম্বে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকালে বোলপুর ব্যবসায়ী সঙ্ঘ ও নাগরিক সমিতি বোলপুর স্টেশন ম্যানেজারের কাছে লিখিত ভাবে জানিয়েছেন। স্টেশন ম্যানেজার প্রণবকুমার সিংহ বলেন, “গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।” প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ বর্ধমান থেকে রামপুরহাটগামী ডিএমইউ ট্রেন যখন বর্ধমানের গুসকরা ও বোলপুরের পিচকুড়ি ঢাল হল্ট স্টেশনের মাঝামাঝি পৌঁছয়, তখন যাত্রী সেজে থাকা দুষ্কৃতীরা ভোজালি দেখিয়ে লুঠপাট চালায়। প্রতিবাদ করায় যাত্রীদের মারধর ও ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, অভিযোগ জানাতে গেলে পিচকুড়ি ঢাল স্টেশনে যাত্রীদের একাংশ ‘প্রহৃত’ হন। বোলপুর বাইপাসের বাসিন্দা রেবতীশঙ্কর সিংহ, বিমল মণ্ডলরা বলেন, “জনা ছ’য়েক দুষ্কৃতী ছিল। তাদের হাতে আগ্নেয়াস্ত্র, ভোজালি ছিল। ভয় দেখিয়ে গয়না, টাকা কেড়ে নেয়।” তাঁদের অভিযোগ, “পাশের কামরায় রেল সুরক্ষা বাহিনীর দু’জন জওয়ান ছিল। তাদের ডেকেও সাড়া পাওয়া যায়নি। প্রতিবাদ করলে শেখ নাজেল নামে রঘুনাথগঞ্জ থানা এলাকার এক বাসিন্দাকে দুষ্কৃতীরা ভোজালি কোপায়।” বোলপুর মহকুমা হাসপাতালের সুপার সুদীপ মণ্ডল বলেন, “শেখ নাজেল নামে ওই যাত্রী ভর্তি আছেন। মাথায় চোট রয়েছে।”
|
পড়শিকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল ১১ জন বাসিন্দার। বৃহস্পতিবার রামপুরহাটের ফাস্ট ট্র্যাক দ্বিতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কুমকুম সিংহ এই রায় দেয়। সাজাপ্রাপ্তরা হলমুনকির শেখ, লিল্টু মাল, দাউদ শেখ, হোদা শেখ, হায়াত শেখ, বদফুল হক, আপেল শেখ, কালিমউদ্দিন শেখ, আলি হোসেন, ফড়িং শেখ, শেখ মোস্তাফা। প্রত্যেকের বাড়ি মুরারই থানার ভুসনা গ্রামে। মামলার অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ভুসনা গ্রামের বাসিন্দা কুদরত শেখের মৃতদেহ ২০০৩ সালে ১৯ নভেম্বর সকালে এলাকার ছোট পাগলা নদীতে ভাসতে দেখা যায়। মৃতের পা দু’টি দড়ি দিয়ে বাঁধা ছিল। তাঁর ছেলে মহম্মদ শেখ মুরারই থানায় অভিযোগ করেছিলেন, তাঁর বাবাকে বালির মধ্যে পুঁতে রাখা হয়েছিল। নদীতে জল বাড়লে দেহটি ভেসে ওঠে। তিনি অভিযোগে আরও জানিয়েছিলেন, ওই বছর ১৫ নভেম্বর রাতে গ্রামের বাসিন্দা আপেল শেখ-সহ আরও অনেকে বাড়ি থেকে তাঁর বাবাকে ডেকে নিয়ে যায়। পূর্ব আক্রোশে প্রাণে মেরে ফেলার হুমকি দিত আপেল। ঘটনার দিনও মদ খাওয়া নিয়ে আপেলের সঙ্গে বচসা হয়েছিল বলে দাবি মহম্মদ শেখের। বাড়ি ফিরছে না দেখে কুদরত শেখের পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। দীর্ঘদিন মামলা চলার পরে এ দিন বিচারক ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ বছর কারাদণ্ডের নির্দেশ দেন। দু’টি সাজা এক সঙ্গে চলবে।
|
চুরি, ছিনতাই যেন রামপুরহাট শহরের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারই ফের একটি ছিনতাই ও একটি চুরির ঘটনা ঘটল রামপুরহাট শহরে। শহরের ব্যস্ত বহুল এলাকার একটি ব্যাঙ্ক থেকে টাকা তুলে অন্য ব্যাঙ্কে জমা করতে যাওয়ার পথে এক ব্যাঙ্কগ্রাহকের টাকার একটি ব্যাগ ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। মাড়গ্রাম থানার শাসপুর এলাকার বাসিন্দা সাগর মণ্ডল-এর অভিযোগ, “মাকে সঙ্গে নিয়ে জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে স্টেট ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলাম। পথে সামনের দিক থেকে আসা একটি মোটরবাইকের পেছনে বসে থাকা এক দুষ্কৃতী আচমকা আমার ব্যাগ ছিনিয়ে ব্যাঙ্ক রোডের দিকে পালায়।” এ দিনই শহরের হোমিওপ্যাথি চিকিৎসক অমর মণ্ডলের ১১ নম্বর ওয়ার্ডের বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এ দিকে জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “রামপুরহাট শহরে সত্যিই একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
|
সরকারি অর্থ তছরুপের অভিযোগ উঠেছিল আগেই। তার উপর প্রধান ও উপপ্রধান দীর্ঘদিন অনুপস্থিত। এই পরিস্থিতিতে কাজ শিকেয় উঠেছে সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতে। বোলপুরের বিডিও অমল সাহা বলেন, “ওই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান দীর্ঘদিন অনুপস্থিত আছেন বলে খবর পেয়েছি। সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” কয়েক মাস আগে সিপিএম পরিচালিত সিয়ান-মুলুক পঞ্চায়েতের প্রধান সোমনাথ মুর্মুর বিরুদ্ধে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিতকরণ প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ উঠেছিল। বিডিও বলেন, “রিপোর্ট পাওয়ার পরে গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বোলপুর থানায় প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল।” উপপ্রধানও ওই মাস থেকে আসছেন না। এর ফলে পরিষেবা না পেয়ে বাসিন্দা ব্লকে লিখিত ভাবে জানিয়েছেন। পঞ্চায়েত সচিব আশিস ভট্টাচার্য বলেন, “জরুরি কাগজপত্রে সই করার জন্য এক কর্মী রোজ প্রধানের বাড়িতে যান।” অভিযোগ অস্বীকার করে প্রধান বলেন, “শরীর খারাপ, বাড়িতেই কাজ করছি।”
|
নেশার ওষুধ পাচার করার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে সিউড়ি লালকুঠি পাড়ার রাস্তা থেকে একটি মোটরবাইক-সহ শেখ মুস্তাক নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। |