টুকরো খবর
প্রণবের মনোনয়নে খুশি বাংলাদেশ
ভারতের রাষ্ট্রপতি পদের জন্য প্রথম বাঙালি হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের নাম মনোনীত হওয়ায় খুশি বাংলাদেশ। সাধারণ মানুষের পাশাপাশি খুশি এই দেশের শাসক গোষ্ঠী আওয়ামি লিগ। বুধবার সংসদে আওয়ামি লিগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরি বলেন, “প্রণব মুখোপাধ্যায়ের মনোনয়নে বাঙালি হিসেবে আমরা গর্ব বোধ করছি।” ৭ জুন থেকে সংসদে বাজেট অধিবেশন চলছে। বাজেট বিতর্কের ভাষণে বেশির ভাগ সময়ই সাজেদা ব্যয় করেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা বলে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথাও তুলে ধরেন তিনি। বলেন, “স্বাধীনতা যুদ্ধে ভারতের অবিস্মরণীয় ভূমিকার কথা সবাই জানি। প্রণব মুখোপাধ্যায়ও বাংলাদেশের বন্ধু। আশা করছি তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার হবে।” ভারতীয় রাজনীতির চাণক্য রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হওয়ায় সাড়া পড়েছে দেশের পড়ুয়াদের মধ্যেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌফিক ইমরানের কথায়, “প্রণববাবু রাষ্ট্রপতি হলে আন্তর্জাতিক মহলে বাঙালির মর্যাদা আরও বাড়বে।” স্কুলছাত্রী কানিজ শরমিন বলেন, “এই সে দিনও দেখেছি আয়লার সময় বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিলেন প্রণববাবু। তিনি ভারতের রাষ্ট্রপতি হলে উপকৃত হবে দুই বাংলা।”

লন্ডনে সু চি-র বক্তৃতায় নেহরুর কথাও
বর্মার স্বাধীনতা নিয়ে ক্লিমেন্ট এটলির সঙ্গে আলোচনায় এসেছিলেন বাবা আউং সান। লন্ডনের প্রবল ঠান্ডা মোকাবিলার জন্য জওহরলাল নেহরু দিয়েছিলেন একটি মোটা আর্মি-কোট। সেটা গায়ে দিয়েই আলোচনায় বসেন সান। ব্রিটিশ পার্লামেন্টে ৩০ মিনিটের বক্তৃতায় এ কথায় জানালেন মায়ানমারের গণতন্ত্রকামী নেত্রী আউং সান সু চি। গত কাল অক্সফোর্ডে সাম্মানিক ডিগ্রি। আর আজ ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতা। সু চি-র লন্ডন সফরে আজকের দিনটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তা ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও দেখা হল তাঁর। যে সাক্ষাতের পরে সাংবাদিকদের সু চি বললেন, “আমরা এমন একটা সময়ে পৌঁছেছি, যখন সব চেয়ে কঠিন চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে। অতীতের সঙ্গে তাই আর নিজেদের বেঁধে রাখতে চাই না আমরা। ২০১৫-য় কী হয়, সেটাই এখন দেখার।” গত এপ্রিল মাসেই ব্রিটেনে এসেছিলেন মায়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন। ক্যামেরনের সঙ্গে বৈঠকও করেছিলেন। গোটা বিষয়টিকে কী ভাবে দেখছেন সু চি? তাঁর কথায়, “সেইনকে আমন্ত্রণ জানিয়ে ক্যামেরন ভুল করেননি।” সমস্যায় জর্জরিত মায়ানমারের সংস্কারের জন্য সেইনের প্রচেষ্টা ‘আন্তরিক’ বলে মনে হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীরও। ক্যামেরনের বক্তব্য, “গণতন্ত্রে পৌঁছতে চাইলে মায়ানমার সরকারের সঙ্গে কাজ করাটাও গুরুত্বপূর্ণ। তাই আমরা সে দেশের উপর চাপানো নিষেধাজ্ঞা শিথিল করেছি, কিন্তু তুলে নিইনি।”

সেনাবিমান ভেঙে পড়ল বাড়ির ছাদে
বিমানের ধ্বংসাবশেষ দেখছেন বিমানবাহিনীর সেনারা। রয়টার্স
বসতবাড়ির ছাদের উপরে ভেঙে পড়ল সামরিক বিমান। ইন্দোনেশিয়ার রাজধানী শহরে আজ দুপুরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বিমানের ছ’জন কর্মী এবং শহরের তিন জন বাসিন্দা এখনও অবধি মারা গিয়েছেন। বায়ুসেনার একটি টার্বোপ্রপ বিমান, ফক্কার এফ-২৭ এ দিন রুটিন মাফিক মহড়া দিচ্ছিল। বিমানটিও ঠিকঠাক অবস্থাতেই ছিল, পরিষ্কার ছিল আকাশও। প্রায় ৯০ মিনিট ওড়ার পরে ভেঙে পড়ে বিমানটি। কী কারণে এমন হল, তা এখনও স্পষ্ট নয়।জাকার্তার জনবহুল এলাকায় এ দিন দুপুর পৌনে তিনটে নাগাদ হঠাৎ দেখা যায়, বাড়িগুলোর ছাদের উপরে আগুনের গোলা! শিখাগুলো আকাশে অনেক দূর অবধি উঠে গিয়েছে, সঙ্গে কালো ধোঁয়ার কুণ্ডলী। জাকার্তার বায়ুসেনা আবাসের এক বাসিন্দা হেন্ড্রা প্রচণ্ড আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে দেখেন, “নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না! পড়শিদের বাড়িগুলো দাউদাউ করে জ্বলছিল। মহিলা আর শিশুরা আতঙ্কে প্রাণপণ চিৎকার করছিল!” বিমানের আরোহী সাত জনের মধ্যে ছ’জন ঘটনাস্থলেই মারা যান। মারা যান শহরের তিন বাসিন্দাও। আহত আরও অনেকে। সকলেই ঝলসে গিয়েছেন। হেন্ড্রা নিজেই অন্তত পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যান। অন্তত তিনটি শিশুকে গুরুতর জখম অবস্থায় দেখেছেন। সুতরাং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

ইন্দোনেশিয়ার সমুদ্রে নৌকা ডুবে মৃত ৭৫
ভারত মহাসাগরে নৌকা ডুবে ৭৫ জনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার দক্ষিণে ক্রিসমাস আইল্যান্ডের কাছে ঘটনাটি ঘটে। দ্বীপটি ইন্দোনেশিয়ার তুলনায় অস্ট্রেলিয়ার অনেক বেশি কাছে। অস্ট্রেলীয় নৌবাহিনীই উদ্ধার কার্য চালাচ্ছে। ১১০ জনকে উদ্ধার করে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার নিয়ে যাওয়া হয়েছে। মাছ ধরার এই নৌকাটিতে প্রায় ২০০ জন ছিলেন বলে অনুমান। তবে যাত্রীদের পরিচয় এখনও জানা যায়নি। বিগত কিছু বছরের রিপোর্ট বলছে, প্রতি বছরই নানা সময় শ্রীলঙ্কা, ইরান এবং আফগানিস্তান থেকে বহু মানুষ জেলে নৌকায় চেপে ক্রিসমাস আইল্যান্ড হয়ে অস্ট্রেলিয়ায় চলে যান। আয়তনে ছোট নৌকাগুলি অনেক বেশি পরিমাণ লোক তুলে প্রায়শই দুর্ঘটনায় পড়ে।

জুতো ছুড়লেন বিধায়ক
সহকর্মীর ‘কটূক্তি’-র জবাব দিতে জুতো ছুড়ে মারলেন এমএলএ। কাল পাকিস্তানের পঞ্জাবে অ্যাসেম্বলি চলাকালীন এই ঘটনা ঘটেছে। পিএমএল-কিউ -এর সদস্য সিমল কামরান অভিযোগ করেন, অ্যাসেম্বলির আর এক সদস্য শেখ আলাউদ্দিন তাঁকে অশালীন মন্তব্য করেন। তিনি আলাউদ্দিনের দিকে জুতো ছুড়ে মারেন। স্পিকারের নির্দেশ অনুযায়ী বাজেট অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত দু’জনেরই আপাতত বিধানসভায় প্রবেশ নিষেধ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.