বিকল্প তৈরি পিপিপি-র
প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা পাকিস্তানে
বার আদালতের খাঁড়া।
পাকিস্তানে শীর্ষ আদালতের রায়ে সবেমাত্র গদিচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঠিক করা হয়েছিল মাখদুম সাহাবুদ্দিনের নাম। আজ তিনি মনোনয়ন জমা দিতে যাওয়ার মুহূর্তে খবর এসেছে যে, রাওয়ালপিন্ডির আদালত একটি দুর্নীতির মামলায় সাহাবুদ্দিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
মাখদুম সাহাবুদ্দিন
গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে প্রধানমন্ত্রী হতে সাংবিধানিক বাধা রয়েছে কি? আদালত কি বাতিল করতে পারে মনোনয়ন? সাত-পাঁচ ভেবে দু’দু’টি বিকল্প ভেবে রেখেছেন পাকিস্তান পিপিলস পার্টির নেতা তথা প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। আজই সাহাবুদ্দিনের সঙ্গে দ্বিতীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কামার জামান কারিয়া। তা ছাড়াও সাহাবুদ্দিনের মনোনয়ন বাতিল হলে প্রথম প্রার্থীর জায়গায় ‘বিকল্প’ হবেন রাজা পারভেজ আশরফ।
মঙ্গলবার দুর্নীতি সংক্রান্ত মামলায় আদালত অবমাননার দায়ে ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তানের শীর্ষ আদালত। কালই ভেঙে দেওয়া হয়েছে মন্ত্রিসভা। জারদারি প্রধানমন্ত্রী পদের জন্য বেছেছিলেন মাখদুম সাহাবুদ্দিনকে। আজ যখন তিনি পার্লামেন্টে মনোনয়ন দাখিল করছেন, তখনই খবর আসে মাখদুমের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।
স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন মাখদুম বেআইনি ভাবে বেশ কিছু ওষুধ সংস্থাকে বরাত পাইয়ে দিয়েছিলেন, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে রাওয়ালপিণ্ডির এক আদালত। ওই একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে গিলানির ছেলে আলি মুসার বিরুদ্ধেও। এই পরোয়ানা মাখদুমের প্রধানমন্ত্রী হওয়ার পথে বাধা সৃষ্টি করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবুও কোনও রকম ঝুঁকি না নিয়ে মাখদুম মনোনয়ন জমা দেওয়ার পরেও শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে পার্লামেন্টে মনোনয়ন জমা দেন কামার জামান কারিয়া-ও। মাখদুমের মনোনয়ন বাতিল হয়ে গেলে শূন্যস্থান পূরণ করবেন পারভেজ আশরফ। তবে পিপিপি-র পক্ষে চিন্তার বিষয় হল, গিলানির মন্ত্রিসভার সদস্য থাকাকালীন দুর্নীতিতে জড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধেও। তবে সরকারি ভাবে কিছু জানা না গেলেও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, মাখদুমকে প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরিয়ে দিয়েছে পিপিপি। তাঁর জায়গায় তারা প্রধানমন্ত্রী করতে চাইছে পারভেজ আশরফকে।
বসে নেই বিরোধীরাও। পিএমএল(এন)-এর তরফে সর্দার মেহতাব আব্বাসি মনোনয়ন জমা দিয়েছেন। জামাত উলেমা ই ইসলামের প্রধান মৌলানা ফজলুর রহমানও মনোনয়ন জমা দিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.