টুকরো খবর
ঠোঙা তৈরির ফাঁকে গবেষক হওয়ার স্বপ্ন দেখেন নন্দিতা
ঠাকুমার সঙ্গে ঠোঙা তৈরিতে ব্যস্ত নন্দিতা। ছবি: সামসুল হুদা।
ছেলেবেলাতেই বাবা ছেড়ে চলে গিয়েছেন। এরপরেই মা কাজ নেন কলকতার বড়বাজারের এক কাপড়ের গুদামে। সংসারে সাহায্য করতে দিদিমা ঠোঙা তৈরি শুরু করেন। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঘোষপাড়ার নন্দিতা নাইয়া বুঝেছিল পড়াশোনা যাতে থমকে না যায় সে জন্য তাঁকেও কাজ করতে হবে। দিনে ৭-৮ ঘণ্টা পড়াশোনা। অবসরে বন্ধুরা যখন গল্পগুজব করে, খেলাধুলো করে সময় কাটাত তখন দিদিমার সঙ্গে ঠোঙা তৈরিতে ব্যস্ত থাকত ক্যানিং দ্বারিকানাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীটি। সংসারের প্রচণ্ড আর্থিক অনটনই ভাল ফল করতে দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছিল তাকে। উচ্চ মাধ্যমিকে নন্দিরা পেয়েছে ৪২৯ নম্বর। কিন্তু মেয়ের এমন ভাল রেজাল্ট রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে মা রাণুদেবীকে। ভূগোল নিয়ে পড়তে চায় নন্দিতা। করতে চায় গবেষণা। কিন্তু মেয়ের সেই পড়ার খরচ কী ভাবে জোগাড় করবেন তা নিয়েই চিন্তায় পড়ে গিয়েছেন রাণুদেবী। তাঁর কথায়, “মেয়ের ভাল ফলে গর্ব হচ্ছে। এত দিন মেয়েকে পড়িয়ে এক ভাবে সংসারটাকে টেনেছি। কিন্তু এ বার পড়াতে আরও টাকা লাগবে। কী ভাবে সব করব বুঝতে পারছি না।”

ছাত্রী খুন, মূল অভিযুক্ত ধৃত
ছাত্রী খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বাদুড়িয়ার আগারপুর গ্রাম থেকে জুম্মান তরফদারকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জেরায় জুম্মান স্বীকার করেছে যে সে-ই তাঁর প্রেমিকা আমেনা খাতুনকে খুন করেছে। তবে ওই ঘটনায় আরও কয়েক জন জড়িত বলে সন্দেহ পুলিশের। ঘটনাটি বিশদে জানার জন্য আদালতে ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। পুলিশ জানিয়েছে, বছর কয়েক আগে বাদুড়িয়ার কুলবেড়িয়া গ্রামেরই জুম্মানের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল আমেনার। কিন্তু দুই পরিবার তাঁদের সম্পর্ক মানতে না চাওয়ায় আমেনা সম্পর্ক বেশি দূর এগিয়ে নিতে রাজি হয়নি। এ বার মাধ্যমিক পাশ করেছে ওই ছাত্রী। গত শনিবার তাকে দেখতে আসার কথা ছিল হঠাৎগঞ্জের এক পরিবারের। অভিযোগ, বিষয়টি জানতে পারে ওই দিন দুপুরে আমেনাকে মোবাইলে ফোন করে গ্রামের পাট খেতে ডেকে নিয়ে যায় জুম্মান। বিকেলে খেতের কাছেই গাছে আমেনার দেহ ঝুলতে দেখেন এলাকার লোক। তার দাদা রবিউল মণ্ডল জুম্মানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

ভাঙচুরের নালিশ
তৃণমূল কার্যলয়ে ভাঙচুরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে সন্দেশখালির জ্যোতিষপুর গ্রামের ঘটনা। সিপিএম নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানায়, ওই গ্রামের ডুগডুগি বাজারের কাছে রাস্তা তৈরির সময় ঠিকাদারেরা একটি ঘর তৈরি করেছিল। পরে সেখানে কার্যালয় খোলে তৃণমূল। অভিযোগ, ওই রাতে সিপিএমের লোকজন ঘরটি ভেঙে দেয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শনাক্ত হল অশোকনগরে উদ্ধার দু’টি দেহ
রেললাইনের ধার থেকে উদ্ধার হওয়া দু’টি মৃতদেহের পরিচয় জানতে পারল পুলিশ। বুধবার অশোকনগরের খোশদেলপুর থেকে উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃত দুই যুবক সুদেব মণ্ডল (৩২) ও মান্টু দে’র (২৫) বাড়ি উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের লেনিনগড়ে। দু’জনের বিরুদ্ধে খুন, তোলাবাজি-সহ নানা অপরাধমূলক কাজের অভিযোগ আছে। দু’জনের গলায় কোপ দিয়ে খুন করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

লরির ধাক্কায় জখম
লরির ধাক্কায় জখম হয়েছেন ১২ জন। বৃহস্পতিবার রাতে বেলডাঙা-আমতলা রাজ্য সড়কের নওদার ত্রিমোহিনীতে একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানে ধাক্কা মারে। আহতদের বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ লরিটিকে আটক করেছে তবে চালক পলাতক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.