টুকরো খবর |
অধ্যক্ষ নিগ্রহ নিয়ে সরব ওয়েবকুটাও
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হল ওয়েবকুটা-ও। শনিবার ওয়েবকুটার রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ কমিটির আহ্বায়ক ভাস্কর ঝা বলেন, “অভিযুক্তদের পাঁচ জনকে গ্রেফতারের দাবিতে সোমবার থেকে কলেজ চত্বরে অবস্থান বিক্ষোভ শুরু হবে। কলেজের ৪৪ জন স্থায়ী শিক্ষকই ওই আন্দোলনে সামিল হবেন।” এ দিকে কলেজ কর্মচারী সমিতির সহকারি সম্পাদক দেবীপ্রসাদ চক্রবর্তী এ দিনও জানান, তাঁরা যে পাল্টা অভিযোগ করেছিলেন তা তুলে নিতে রাজি আছে সমিতি। তবে, সে ক্ষেত্রে অধ্যক্ষকেও সমিতির পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে হবে।
বৃহস্পতিবার স্নাতক স্তরের ফর্ম বিলির দায়িত্ব বন্টন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গিয়ে ছিলেন কর্মচারী সমিতির সদস্যরা। সেই সময়ে তাঁদের হাতেই আক্রান্ত হন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শত্রুঘ্ন সিংহ। ঘটনার পরে শত্রুঘ্নবাবু পাঁচ জনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। সুব্রতবাবুও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কলেজের শিক্ষক অচ্যুতমোহন রায়চৌধুরীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানান। |
জমি-বিবাদে খুনে গ্রেফতার দুই মহিলা
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
মানিকচকে জমির দখল নিয়ে বিবাদকে কেন্দ্র করে ছাত্র খুনের ঘটনায় অভিযুক্ত দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার রাতে সাহেবনগরের বাড়ি থেকে রেজিনা বিবি ও রোকিয়া বিবি নামে ওই দুই মহিলাকে গ্রেফতার করা হয়। কিন্তু মূল অভিযুক্ত হোমগার্ড কর্মী এখনও অধরা। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ওই ঘটনায় অভিযুক্ত হোমগাড-সহ ১২ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে দু’জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।” পুলিশ জানায়, সাহেবনগর গ্রামে কাঠা খানেক জমির দখল নিয়ে স্থানীয় বাসিন্দা তথা ইংরেজবাজার থানার এক হোমগার্ডের সঙ্গে প্রতিবেশী ফিরদৌস শেখের বিবাদ চলছিল। বৃহস্পতিবার ওই বিতর্কিত জমিতে কর্মী দলবল নিয়ে বাঁশ চাটাই দিয়ে ঘর তৈরি করতে যান বলে অভিযোগ। ওই সময় বাধা দিলে ওই হোমগার্ড ফিরদৌস শেখের উপরে হামলা চালায়। |
দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ, জখম ৫
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
স্নাতক স্তরে ভর্তির ফর্ম বিলি নিয়ে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের সংঘর্ষের ঘটনায় শনিবার উত্তপ্ত হয়ে উঠল কুমারগ্রামের কামাখ্যাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজ। পুলিশ জানিয়েছে, গোলমালে দুই পক্ষের পাঁচজন আহত হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এদিন কলেজের স্নাতকস্তরে ভর্তির ফর্ম বিলি শুরু হয়। ছাত্র পরিষদের অভিযোগ, “ফর্ম বিলির দাবিতে আমাদের মিছিলে তৃণমূলের ছেলেরা হামলা করে। তিন ছাত্র পরিষদ কর্মী জখম হন।” তবে তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, বহিরাগতদের এনে ফর্মের কালোবাজারি করা হচ্ছিল। এতে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা বাধা দিলে ছাত্র পরিষদই হামলা চালায়। ২ জন কর্মী আহত হয়। |
ছাত্র-মৃত্যুর তদন্তে মুখ্যমন্ত্রীকে চিঠি
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র শ্যামসুন্দর কংসবণিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের দাবিতে সরব হলেন কোচবিহারের নাটাবাড়ির বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার রবীন্দ্রনাথবাবু কোচবিহারের সুধাংশুনগর ওই ছাত্রের বাড়িতে যান। তিনি বলেন, “পরিবারের সদস্যদের কাছে ঘটনা জেনে আমারও মনে হচ্ছে শ্যামসুন্দরকে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাব।” শ্যামসুন্দর মুর্শিদাবাদের বহরমপুরের একটি বেসরকারি কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ১৭ মে বহরমপুরে ভাগীরথীর পাড় থেকে তাঁর দেহ উদ্ধার হয়। |
ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় ধৃত ৫
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যঙ্কের মালদহের চাঁচল শাখায় ভল্ট ভেঙে ৫২ লক্ষ টাকা লুঠের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে মালদহের চাঁচল, রতুয়া ও হবিবপুর থেকে ওই দুষ্কৃতীদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ লক্ষ টাকা। গত ২৮ মে রাতে জানালার গ্রিল কেটে দুষ্কৃতীরা ব্যাঙ্কের ভিতরে ঢুকে ভল্ট ভেঙে টাকা লুঠ করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জেনেছে ওই দলে ১০ জন ছিল। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “চাঁচলে ব্যাঙ্কের ভল্ট ভেঙে টাকা লুঠের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। দুষ্কৃতী দলটি চিহ্নিত করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।” |
স্ত্রীকে খুনের অভিযোগ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্ত্রীকে খুনের অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। শনিবার সকালে শিলিগুড়ি থানার পুলিশের সহযোগিতা নিয়ে জলপাই মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম প্রমোদ সরকার। তার বাড়ি নবদ্বীপের ইন্দ্রপল্লিতে। তিনি গত কয়েক মাস ধরে শিলিগুড়ি সংলগ্ন শীতলাপাড়াতে বাড়ি ভাড়া নিয়ে কাঠমিস্ত্রির কাজ করতেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ অগষ্ট প্রমোদবাবুর ছেলে বাবু নবদ্বীপ থানায় খুনের অভিযোগ জানান। স্ত্রী কাঞ্চন দেবীকে খুন করে তিনি পালিয়েছেন বলে অভিযোগ হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে শিলিগুড়িতে পালিয়ে আছেন অভিযুক্ত। এদিন নবদ্বীপ পুলিশের একটি দল শিলিগুড়িতে তাকে গ্রেফতার করে। পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি শিলিগুড়িতেও একটি বিয়ে করেছেন। অভিযুক্ত অবশ্য খুনের অভিযোগ অস্বীকার করেছেন। স্ত্রী’র মৃত্যুর বহু আগেই তিনি বাড়ি ছেড়েছেন বলে তাঁর দাবি। তদন্ত করছে পুলিশ। |
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
নিছকই আড্ডা মারতে বন্ধুরা সকালবেলা ডেকে নিয়ে দিয়েছিল তাঁকে। দুপুরে বাড়ি ফিরে আচমকাই মুখ দিয়ে গ্যাজলা উঠতে শুরু করে শিলিগুড়ির একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিংয়ের কলেজের তৃতীয় বর্ষের ছাত্র পার্থসারথি ঘোষের (২২)। এমনই জানিয়েছেন তাঁর বাবা প্রদীপবাবু। ছেলেকে নিয়ে মালদহ মেডিক্যাল কলেজে ছোটেন তিনি। ভর্তি করে নেওয়া হয় পার্থসারথিকে। দুপুরে সেখানেই মারা যান তিনি। প্রদীপবাবুর অভিযোগ, “আমার আশঙ্কা বন্ধুরাই খাবারের সঙ্গে কিছু মিশিয়ে আমার ছেলেকে মেরে ফেলেছে। পুলিশকে সব কথা বলেছি।” জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “এখনও ওই ঘটনায় কেউ কোনও অভিযোগ করেনি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে কি কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে।” |
ছাত্র সংঘর্ষ, জখম
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
স্নাতক স্তরে ভর্তির ফর্ম বিলি নিয়ে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের সংঘর্ষের ঘটনায় শনিবার উত্তপ্ত হয়ে উঠল কুমারগ্রামের কামাখ্যাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজ। পুলিশ জানিয়েছে, গোলমালে দুই পক্ষের পাঁচজন আহত হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এদিন কলেজের স্নাতকস্তরে ভর্তির ফর্ম বিলি শুরু হয়। |
সংঘর্ষে জখম ২ |
দুই প্রতিবেশীর সংঘর্ষে এক মহিলা-সহ ২ জন জখম হয়েছে। শুক্রবার রাতে প্রধাননগরের চম্পাসারির ঘটনা। এ দিন ফের এলাকায় উত্তেজনা দেখা দিলে স্থানীয় কাউন্সিলর শিখা রায় ঘটনাস্থলে যান। |
|