গাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার অভিযোগে শুক্রবার রাতে নানুর থেকে সিপিএমের খুজুটি লোকাল কমিটির সম্পাদক জয়নাল শেখের ছেলে মিঠুন শেখ-সহ ৮ জন গ্রেফতার হল। একটি করে মাস্কেট, ওয়ানশটার, দোনলা বন্দুক ও একটি গাড়ি আটক করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। বীরভূমের পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” শনিবার বোলপুর আদালত ধৃতদের ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেয়। সিপিএমের নানুর জোনাল সম্পাদক হাসিবুর রহমানের দাবি, “মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।”
|
সদ্য সমাপ্ত পুরনির্বাচনে ‘সাফল্য’-এর মুখ দেখা বিজেপি নেতৃত্ব আগামী পঞ্চায়েত নির্বাচনে একা লড়ার কথা ঘোষণা করল। বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ শনিবার রামপুরহাটে দলের রাজ্য কার্যকারিণী বৈঠকে বলেন, “পুরনির্বাচনে আমাদের দল ভাল ফল করেছে। আমরা পঞ্চায়েত নির্বাচনে একলা লড়ব। রাজ্যে তৃতীয় শক্তি হিসেবে আমরা উঠে আসছি।” এ দিন হাজির ছিলেন বিজেপি নেতা তথাগত রায়, অসীম ঘোষ প্রমুখ।
|
শ্বশুরবাড়ি থেকে মিলল জামাইয়ের নলিকাটা দেহ। নিহতের নাম লালন মাঝি (৩০)। বাড়ি লাভপুরের বগটোড় গ্রামে। শুক্রবার রাতে নানুরের দাসকল গ্রামের ঘটনা। খুনের অভিযোগ পেয়ে নিহতের স্ত্রী ও শাশুড়িকে আটক করে জেরা করছে পুলিশ। বীরভূমের এসপি হৃষিকেশ মিনা বলেন, “কুড়ুলের মতো অস্ত্র দিয়ে তাঁকে খুন করা হয়েছে। তদন্ত হচ্ছে।” |