টুকরো খবর |
পুলিশকর্মীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
লরির ধাক্কায় জিপ উল্টে মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক সাব-ইন্সপেক্টর তপন মণ্ডলের (৪৮)। তপনবাবু খড়্গপুর লোকাল থানায় কর্মরত ছিলেন। আহত হয়েছেন জিপের চালক বিশ্বনাথ পাত্র এবং দুই কনস্টেবল রাজারাম নায়েক ও অনিল মালিয়াদাই।
|
বিধায়ক-পুত্রের জামিন ডেবরায়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ডেবরায় দলের গোষ্ঠী-সংঘর্ষে নাম জড়িয়ে গিয়েছিল স্থানীয় তৃণমূল বিধায়ক রাধাকান্ত মাইতির ছেলে অমিত মাইতি-সহ বিধায়ক-গোষ্ঠীর ৯ জনের। শনিবার সকলে থানায় গেলে পুলিশ ধরে মেদিনীপুর আদালতে পাঠায়। প্রত্যেকের জামিনই মঞ্জুর হয়। বৃহস্পতিবার ডেবরার খাজরি গ্রামে ব্লক তৃণমূল সভাপতি অলোক আচার্যের গোষ্ঠীর সঙ্গে বিধায়ক গোষ্ঠীর সংঘর্ষে ১২ জন জখম হন। |
|