লিগে দুই গ্রুপে মোহন-ইস্ট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইউরোর মধ্যেই কলকাতা লিগের দামামা বাজিয়ে দিল আইএফএ। শনিবার ক্লাবগুলির সভা করে ঠিক হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস। বদলে যাওয়া নতুন ফর্ম্যাটে যে সূচি লটারি করে তৈরি হল, তাতে ইস্টবেঙ্গলের গ্রুপে পড়েছে প্রয়াগ ইউনাইটেড, এরিয়ান, কালীঘাট এম এস-সহ দশটি দল। মোহনবাগানের সঙ্গে মহমেডান, ভবানীপুর-সহ নয়টি দল। দুটি গ্রুপ থেকে নয়টি দল পরের পর্বে যাবে। অগস্টের প্রথম সপ্তাহেই শুরু হয়ে যাচ্ছে লিগের খেলা। ওকোলি ওডাফা, র্যান্টি মার্টিন্স, এডে চিডিরা নামবেন অবশ্য ১০ অগস্ট থেকে। গত মরসুমে লিগ নিয়ে ল্যাজে গোবরে হওয়া আইএফএফএ বার প্রায় ছয় সপ্তাহ আগে শুরু করছে লিগ।
|
ফাইনালে ভাল জায়গায় ইস্টবেঙ্গল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিএবি লিগ ফাইনালে স্পোর্টং ইউনিয়নের বিরুদ্ধে ভাল জায়গায় ইস্টবেঙ্গল। শিবশঙ্কর পাল এবং ইস্টবেঙ্গল অধিনায়ক অর্ণব নন্দীর দাপটে ইডেন গার্ডেন্সের ব্যাটিং উইকেটের সুবিধা সে ভাবে নিতে পারেনি স্পোর্টিং। শনিবার প্রথমে ব্যাট করে স্পোর্টিং তুলেছেন ২১৮-৬। মাত্র ২৬ রান দিয়ে দু’টো উইকেট তুলেছেন শিবশঙ্কর। এ দিন শুরুর দিকে অল্প রানের মধ্যে তিন উইকেট পড়ে যায় স্পোর্টিংয়ের। সেখান থেকে টিমকে টানেন অরিত্র চট্টোপাধ্যায় (৬৩) এবং সৌগত দত্ত (৬৯)। সোহম ঘোষ করেন ৩৫। ম্যাচের আরও দু’দিন বাকি। মনে করা হচ্ছে, স্কোরবোর্ডে সাড়ে তিনশো-চারশো না তুলতে পারলে স্পোর্টিংয়ের জেতা মুশকিল হবে।
|
তাইল্যান্ড ওপেন ফাইনালে সাইনা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তাইল্যান্ড ওপেনের ফাইনালে উঠলেন সাইনা নেহওয়াল। শনিবার টুর্নামেন্টের তৃতীয় বাছাই পর্নটিপ বুরানাপ্রসার্টসুককে ২৪-২২, ২১-১১ গেমে হারালেন তিনি। ফাইনালে সাইনার প্রতিপক্ষ তাইল্যান্ডের রাটচানক ইনথানন। যিনি এ দিন চিনের লিন ওয়াংকে ২১-১৩, ২১-১৯ গেমে হারালেন। |