গুলিতে জখম হাতি, উদ্বিগ্ন বন দফতর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নেপালের বাসিন্দাদের গুলিতে একটি বুনো হাতি জখম হওয়ার অভিযোগের খবরে উদ্বিগ্ন দার্জিলিং জেলা বন দফতর। দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস ধরে দেড়শো বুনো হাতির পাল নকশালবাড়িতে মেচি নদী লাগোয়া কলাবাড়ির জঙ্গলে ঘাঁটি গেড়েছে। পাকা ভুট্টার লোভে সন্ধ্যা নামলেই বুনো হাতির পাল মেচি পার হয়ে নেপালে ঢুকে পড়ছে। বৃহস্পতিবার রাতে বুনো হাতির একটি দল নেপালের বামনডাঙা এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা গুলি করেন বলে অভিযোগ। সেই সময়ে ওই বুনো হাতি জখম হয়েছে বলে অভিযোগ। যে দাঁতালের ডান দিকের দাঁত ভাঙা সেটিকে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা বায়া গণেশ বলেন। হাতিটির পিছনের বাঁ পায়ে গুলি লাগে বলে জানা গিয়েছে। বন দফতরের কাশির্য়াং বন বিভাগের পানিঘাটা রেঞ্জের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন, “একটি হাতি গুলিতে জখম হয়েছে বলে শোনা গেলেও সেটিকে চিহ্নিত করা যায়নি। দেড়শো বুনো হাতির ভিতরে যদি সেটি মিশে যায় তবে যতক্ষণ না সেটিকে আলাদা করা যাচ্ছে, চিহ্নিত করা সম্ভব নয়। খোঁজ নিচ্ছি।” |
বক্সায় চোরাশিকারি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা রেঞ্জের জঙ্গলে কাঠচোরের দল অত্যাধুনিক অস্ত্র নিয়ে ঢুকেছে বলে বন দফতরের কাছে খবর এসেছে। সম্প্রতি বিএসএফ, এসএসবি-র তরফে বন কর্তাদের এ কথা জানানো হয়েছে। বিষয়টি জানার পরেই জঙ্গলে নজরদারি বাড়ানো হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা (পশ্চিম) বিজয়কুমার সালিমাথ বলেন, “বন্দুক, তীর ধনুক ছাড়া অত্যাধুনিক একে-সিরিজের আগ্নেয়াস্ত্র নিয়ে ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ থেকে কাঠচোরেরা জঙ্গলে ঢুকছে বলে একটি খবর মিলেছে। তা জানার পরেই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু শাল, সেগুন গাছ কাটার প্রমাণও মিলেছে।” |
মায়ের মৃতদেহ পাহারা হাতির
নিজস্ব সংবাদদাতা • ব্রহ্মপুর (ওড়িশা) |
মা মারা যাওয়ার পরও মা-কে ছেড়ে যেতে চায়নি সে। ওড়িশার গঞ্জাম জেলার ভঞ্জনগঢ়ের কাছে কাণ্ডিকোটি জঙ্গলে বনকর্মীদেরও কাছে ঘেঁষতে দেয়নি ছোট্ট হাতিটি। ফলে আজ হস্তিনীটির দেহ উদ্ধার করা যায়নি। উত্তর ঘুমুসার ডিএফও কে সি মিশ্র বলেন, “দেহ উদ্ধার করতে গেলেই বনকর্মীদের তাড়া করছে শাবকটি।” |