কলিকাতা কবে লন্ডন হইবে, সে বিষয়ে জল্পনার শেষ নাই। এ দিকে শহর যে আক্ষরিক অর্থেই তলে তলে প্রভূত উন্নতি করিয়াছে, তাহার খবর কে রাখে? পূর্ব-পশ্চিম মেট্রোর প্রথম এক কিলোমিটার সুড়ঙ্গ খোঁড়া হইয়াছে মাত্র তিন মাসে। নূতন প্রযুক্তির কল্যাণে। মাটির উপরে যাঁহারা লন্ডনের অপেক্ষায় বসিয়া রহিয়াছেন, তাঁহারা জানিতেও পারেন নাই, ভূগর্ভে কী অশ্বমেধ যজ্ঞ চলিতেছে। বলা বাহুল্য, ইহা প্রতীকী। পশ্চিমবঙ্গে উন্নয়ন সম্পূর্ণ থমকাইয়া আছে বলিয়া যাঁহারা হা-হুতাশ করিতেছেন, তাঁহারা কেবল মাটির উপরে দেখিতে জানেন। তাঁহারা ভাবিতেছেন, ইনফোসিস বা উইপ্রো চলিয়া গেলে বা বিবিধ শিল্পের অন্য সংস্থাগুলি এই রাজ্যে আসিতে নারাজ হইলেই বুঝি পশ্চিমবঙ্গের সাড়ে সর্বনাশ। তাঁহারা টের পান নাই, রাজ্যের প্রশাসন তাঁহাদের জন্য কী ‘সারপ্রাইজ’-এর ব্যবস্থা করিতেছে। জাদুকর যেমন তাঁহার টুপির ভিতর হইতে খরগোশ বার করিয়া আনে, রাজ্যের প্রশাসন তেমনই ‘ভূগর্ভ’ হইতে উন্নয়ন বাহির করিবেন। আচম্বিতেই। হঠাৎই এক দিন দেখা যাইবে, পশ্চিমবঙ্গে ফুলে-ফলে, কৃষিতে-শিল্পে, আমরা-ওরায় ঝলমল করিতেছে। ময়দানবের ইন্দ্রপ্রস্থ নির্মাণের গল্প ভুলিলে চলিবে কেন? |