দামাস্কাস কাবুল ওয়াশিংটন ডি সি পেশাওয়ার কোপেনহাগেন |
• সিরিয়ায় আসাদ সরকারের তরফ থেকে সাধারণ নাগরিকদের উপর হামা শহরে শেষতম ভয়াল আক্রমণটির পর বিশ্বনেতারা উদ্বেল হয়ে উঠেছেন। প্রেসিডেন্ট ওবামা বলেছেন, এখনই যেন আসাদ ক্ষমতার আসন ছেড়ে দেন। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন (ছবি, ডান দিকে) বলেছেন, এই আঘাত মানবতার উপর আঘাত। রাষ্ট্রপুঞ্জের অন্যান্য নেতারাও প্রতিবাদে মুখর। কোনও সরকারের এর পর ক্ষমতায় থাকার অধিকার থাকতে পারে না, সকলেরই মত। কিন্তু মত যতই কঠিন হোক, তা কার্যকর করার উপায় কী?
• পাকিস্তানে পর পর জঙ্গি হানা। বৃহস্পতিবার কোয়েটায় বোমা বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু। আর শুক্রবার উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পেশাওয়ারের কাছে বাসে বোমা বিস্ফোরণে হত ১৮।
•
এটাও কম বড় যুদ্ধ নয় নির্বাচনী প্রচারে ফান্ড সংগ্রহের যুদ্ধ। মার্কিন দেশে প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র পাঁচ মাস, স্বভাবতই এই যুদ্ধও শেষ পর্যায়ে। এই পর্যায়ে কিন্তু স্পষ্টই জিতে গেলেন রিপাবলিকান প্রার্থী মিট রমনি। প্রেসিডেন্ট ওবামার চেয়ে ১ কোটি ৭০ লক্ষ ডলার বেশি সংগ্রহ করেছেন রমনি।
•
নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস। এ বার ডেনমার্ক। সমলিঙ্গ বিবাহ আইনগত ভাবে সিদ্ধ হল। বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বিলটি পাশ হল গত সপ্তাহে। গোটা স্ক্যান্ডিনেভিয়াকেই এখন প্রগতিশীল বলা চলে।
|
• ‘পাকিস্তান বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই বার ধৈর্য হারিয়ে ফেলছে।’ কাবুলের মাটিতে দাঁড়িয়ে বললেন মার্কিন ডিফেন্স সেক্রেটারি লিওন পানেত্তা। কথাটা এত সরাসরি এই প্রথম কেউ বললেন। ইসলামাবাদ রেগে আগুন। তারা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার প্রক্রিয়াটি এই মন্তব্যের ফলে ক্ষতিগ্রস্ত হবে।
|
|
১৯৭৩ থেকে ১৯৯০, দীর্ঘ সতেরো বছর চিলি শাসন করেছিলেন আউগুস্তো পিনোশে (ছবি)। স্বৈরাচারী এই সামরিক শাসকের আমলে তিন হাজারের বেশি নাগরিক ‘হারিয়ে’ যান, বহু মানুষের ওপর নেমে আসে চূড়ান্ত নিপীড়ন। তাঁর সমর্থকরা বলেন, তিনি দেশকে কমিউনিস্টদের হাত থেকে বাঁচিয়েছিলেন। ২০০৬ সালে প্রয়াত এই রাষ্ট্রনেতার জীবন নিয়ে তৈরি একটি তথ্যচিত্র দেখানোর আয়োজন হয়েছে রাজধানী সান্তিয়াগোতে। এবং প্রতিবাদও জমে উঠেছে। প্রতিবাদীদের বক্তব্য: রাষ্ট্রীয় সন্ত্রাসের হোতা স্বৈরাচারীকে সম্মান জানানো হবে, এটা মেনে নেওয়া যায় না। ইতিহাস ও ইতিহাস প্রদর্শনকে কেন্দ্র করেও যে রাজনীতির মঞ্চ কী ভাবে উত্তপ্ত হয়ে উঠতে পারে, দেখা যাচ্ছে চিলিতে। |
জিমি কার্টারের পর মার্কিন যুক্তরাষ্ট্রে একই সঙ্গে এমন উদার এবং এমন অপদার্থ প্রেসিডেন্ট আর হয়নি। বারাক ওবামার বিরুদ্ধে তোপ দেগেছেন ববি জিন্দল (ছবি)। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক লুইজিয়ানার গভর্নর। হোয়াইট হাউসে রিপাবলিকান প্রেসিডেন্ট অধিষ্ঠিত হলে তিনি ভাইস প্রেসিডেন্ট হতে পারেন, এমন জনশ্রুতিও প্রবল। স্বভাবতই নির্বাচনী মরসুমে তিনি সরব হয়েছেন। তাঁর অভিযোগ, ওবামা এবং তাঁর প্রশাসন বেসরকারি উদ্যোগের গুরুত্ব কিছুই বোঝেন না, তাঁরা দেশে ইউরোপীয় মডেলের সমাজতন্ত্র নিয়ে আসতে চান, ফলে মার্কিন অর্থনীতির সর্বনাশ হচ্ছে। |
১৫৭৭ সালে লন্ডনের শোরডিচ এলাকায় উদ্বোধন হয়েছিল কার্টেন থিয়েটার-এর। শতাব্দীর শেষের দিকে কয়েক বছর এখানেই অভিনীত হত শেক্সপিয়রের নাটকগুলি। তার পর গ্লোব থিয়েটার খুলল, কার্টেন থিয়েটার হারিয়ে গেল বিস্মৃতির অতলে। সম্প্রতি প্রত্নসন্ধানীরা মাটি খুঁড়ে খুঁজে পেয়েছেন সেই ঐতিহাসিক সৌধের অবশেষ। যে কোম্পানি সেই সময়ে শেক্সপিয়রের নাটকগুলি অভিনয় করাত, তার নাম ছিল “লর্ড চেম্বারলেন’স মেন”। এই কার্টেন থিয়েটারেই অভিনীত হয়েছিল রোমিয়ো জুলিয়েট কিংবা পঞ্চম হেনরি-র মতো বাঘা বাঘা সব নাটক। লন্ডন শহরের দ্রষ্টব্য তালিকায় তা হলে আরও একটি সংযোজন ঘটতে চলেছে।
|
নয় বছরের ভারতীয় ম্যাক্সিমিলিয়ান ঘোষের ঠাঁই হল লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব আর্টস-এ। ঐতিহাসিক ও সমসাময়িক মহান অঙ্কনশিল্পীর ছবির পাশাপাশি এই কনিষ্ঠতম শিল্পীর ছবি প্রদর্শনের আশ্চর্য সিদ্ধান্ত আশ্চর্যতর ঠেকবে খেয়াল রাখলে যে, এই প্রতিষ্ঠানের ২৪৪ বছরের ইতিহাসে স্কুল-স্তরের কোনও শিল্পীরই জায়গা হয়নি, দশ বছরের কম শিল্পী তো দূরস্থান! তা হলে? এ দিকে ১১০০০ জমা-পড়া ছবির মধ্যে ছিল ম্যাক্সিমিলিয়ানের মা-এর আঁকা ছবিও। সেটি কিন্তু নির্বাচিত হয়নি।
|
স্কুল কামাই করা মানেই পর দিন অনুপস্থিতির কারণ লেখা চিঠি জমা করা চাই। এ দেশেও যেমন, মার্কিন যুক্তরাষ্ট্রেও একই নিয়ম। তাই বলে “প্রেসিডেনশিয়াল পার্ডন”? ক্লাস ফাইভের ছাত্র, এগারো বছরের টাইলার সালিভান গিয়েছিল প্রেসিডেন্ট ওবামার বক্তৃতা শুনতে। বক্তাকে ‘ইনট্রোডিউস’ করার দায়িত্ব ছিল টাইলারের বাবার উপর। সালিভানও সেই সুযোগে কথা বলতে পেল ওবামার সঙ্গে। প্রেসিডেন্ট বললেন, নির্ঘাত স্কুল কামাই করে এখানে এসেছ? তার পর, নিজের প্যাড টেনে প্রিন্সিপালকে চিঠি লিখে দিলেন, ‘টাইলার আমার সঙ্গে ছিল, তাই স্কুল কামাই। কিছু বলবেন না ওকে।’ |