টুকরো খবর
প্রতিবাদে পথে হ্যাকাররা
সতর্কবার্তা ছিল আগে থেকেই। তা-ও ঠেকানো গেল না। সাইবার অপরাধ আটকানোর দায়িত্ব যাদের উপর, সেই সার্টইন-এর (কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম ইন্ডিয়া) ওয়েবসাইটে ‘অ্যাননিমাস’-এর হামলায় বেশ কিছুটা সময় অচল রইল সাইটটি। গত ২৯ মার্চ ভারতের পনেরোটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ‘ফাইল শেয়ারিং’ ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয় চেন্নাই আদালত। ই-দুনিয়ায় বাক্-স্বাধীনতা খর্ব করতে উদ্যোগী হয়েছে ভারত সরকার এই অভিযোগে আজ থেকে আন্দোলনের ডাক দিয়েছিল হ্যাকারদের সংগঠন ‘অ্যাননিমাস’। বিশ্বজোড়া এই সংগঠনটির হয়ে ভারতে আন্দোলনের পুরোভাগে রয়েছে ‘সেভ ইয়োর ভয়েস’ সংস্থা। আজ থেকে শুরু হওয়া তাদের এই লাগাতার আন্দোলনে বিভিন্ন সরকারি ওয়েবসাইট হ্যাক করার হুঙ্কার তো ছিলই। পাশাপাশি এ দিন দেশের গুরুত্বপূর্ণ ১৬টি শহরে প্রতিবাদ কর্মসূচীও নেয় তারা। দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদে সামিল হন জনা পঞ্চাশেক সমর্থক। বিক্ষোভ হয়েছে পুণে, মুম্বই, বেঙ্গালুরু, চণ্ডীগড়, কলকাতাতেও। ওয়াল স্ট্রিট দখল আন্দোলনের সময় জনপ্রিয় গাই ফক্সের মুখোশে ঢাকা ছিল বিক্ষোভকারীদের মুখ। তবে শুধু রাস্তায় নেমে প্রতিবাদই নয়, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং ব্লগেও নিজের প্রতিবাদ জানিয়েছেন অনেকে।

পদপিষ্ট হয়ে মৃত ১
বিনামূল্যে হাঁপানির ওষুধ পেতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের মধ্যে মহিলারাও আছেন। সম্প্রতি হায়দরাবাদের কাতেদান স্টেডিয়ামে বিনামূল্যে ওষুধ বিতরণের কথা ছিল। সেই মতো, সকালে সাধারণের জন্য স্টেডিয়ামের গেটও খুলে দেওয়া হয়। তার পরেই শুরু হয় বিপত্তি। অসংখ্য মানুষ স্টেডিয়ামের ভিতর ঢোকার চেষ্টা শুরু করেন। ভিড়ের চাপে মাটিতে পড়ে যান অনেকে।

বরাকে কলেরায় মৃত্যু ৫ জনের
ভরা বর্ষায় পানীয় জলের অভাবে নদী-নালা-পুকুরের জল খেয়ে কলেরায় আক্রান্ত হয়েছে বরাক উপত্যকার ডিমা হাসাও জেলার মাইবাং মহকুমার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। ইতিমধ্যেই আক্রান্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। রাজ্য স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা জানান, হাফলং থেকে চিকিৎসকদের দল পাঠানো হয়েছে।

বিস্ফোরক ভর্তি ট্রাক উদ্ধার
ইন্ডিয়ান এক্সপ্লোসিভস্ লিমিটেডের (আইইএল) ১৫ মেট্রিক টন বিস্ফোরক ভর্তি ছিনতাই হওয়া একটি ট্রাক আজ হাজারিবাগ জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। সরকারি সংস্থার ওই ট্রাকটি বোকারোর গরিমা থেকে ঝাড়খণ্ড হয়ে অসমে যাচ্ছিল। দুষ্কৃতীদের দল ট্রাকটিকে মাঝপথে দখল করে। ট্রাকের বিস্ফোরক মাওবাদী ও সমাজবিরোধীদের বিক্রি করাই তাদের উদ্দেশ্য ছিল বলে জানতে পেরেছে পুলিশ।

প্রবেশিকা নিয়ে ভিন্ন মত আইআইটিগুলির
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রস্তাব নিয়ে মতবিরোধ দেখা দিল আইআইটিগুলির মধ্যেই। মন্ত্রকের ‘এক জাতি এক পরীক্ষা’-র তত্ত্ব মেনে সব আইআইটির জন্য অভিন্ন প্রবেশিকার দাবি মানতে রাজি হয়নি কানপুর আইআইটি। আলাদা প্রবেশিকা পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে তারা। একই পথে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দিল্লি আইআইটি। কিন্তু, কানপুর আইআইটির পথে চলতে রাজি নন খড়্গপুর ও গুয়াহাটির আইআইটি কর্তৃপক্ষ। খড়্গপুর আইআইটির অধিকর্তা দামোদর আচার্য জানিয়েছেন, সব আইআইটির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় তাঁদের কোনও আপত্তি নেই। কানপুর আইআইটির প্রতিক্রিয়ায় ‘বিস্মিত’ গুয়াহাটি আইআইটির অধিকর্তা গৌতম বড়ুয়া। এই বিষয়ে তাঁদেরও কোনও রকম আপত্তি নেই।

ফের ব্যঙ্গচিত্র-বিতর্কে জড়াল এনসিইআরটি
এই কার্টুন ঘিরেই বিতর্ক।
ফের কার্টুন-বিতর্কে জড়িয়ে পড়ল এনসিইআরটি। দশম শ্রেণির পাঠ্যবইয়ে হিন্দি ভাষা বিরোধী আন্দোলনের এক কার্টুন নিয়ে আপত্তি জানিয়েছেন ডিএমকে নেতা এম করুণানিধি। তাঁর বক্তব্য, ১৯৩৮ ও ১৯৬৫ সালের হিন্দি-বিরোধী আন্দোলন ডিএমকে-র কাছে গর্বের বিষয়। ওই কার্টুনে আন্দোলনকারীদের যে ভাবে দেখানো হয়েছে তাতে তামিলরা ক্ষুব্ধ হবেন।

বেআইনি মদ-ব্যবসায় সমন ৩ বিধায়ককে
অন্ধ্রপ্রদেশের বেআইনি মদ ব্যবসার তদন্তের স্বার্থে তিন বিধায়ককে সমন পাঠাল দুর্নীতি বিরোধী ব্যুরো(এসিবি)। সরকারি সূত্রে জানা গিয়েছে, তিন জনের মধ্যে এক জন শাসক দল কংগ্রেসের এবং অন্য দুই জন প্রধান বিরোধী দল তেলুগু দেশম পার্টির বিধায়ক। আরও ২০ জনকে সমন পাঠিয়েছে এসিবি। এঁদের মধ্যে রয়েছেন বেশ কিছু ব্যবসায়ীও। মাস ছয়েক ধরেই বেনামে মদের দোকানের লাইসেন্স দেওয়ার মতো মদের ব্যবসার বহু অসঙ্গতি নিয়ে তদন্ত চালাচ্ছে এসিবি।

ধসে আটক সব পর্যটকই উদ্ধার
টানা বারো ঘণ্টার রুদ্ধশ্বাস উত্তেজনা। অবশেষে স্বস্তি। সেনা-পুলিশ ও প্রশাসনের তৎপরতায় খারদুং লার ধসে আটকে পড়া সাড়ে চারশো পর্যটককেই এ দিন সুস্থ অবস্থায় উদ্ধার করা হল। ১৮৩৮০ ফুট উচ্চতায় লাদাখের খারদুং লা পৃথিবীর উচ্চতম গিরিপথ, যেখানে গাড়ি চলাচল করে। গত কাল একটানা বৃষ্টি, তুষারপাতে খারদুং লার প্রায় ১০ কিমি অংশ জুড়ে ধস নামে। ওই উচ্চতায় এমনিতেই অক্সিজেনের অভাব বেশ। তার উপরে হিমাঙ্কের নীচে তাপমাত্রায় ১৫৩টি গাড়িতে মহিলা ও শিশু-সহ প্রায় সাড়ে চারশো পর্যটক আটকা পড়ে যান। পর্যটকদের সকলেই এখন নিরাপদ।

কন্নৌজ থেকে জয়ী হলেন ডিম্পল
প্রত্যাশা মতোই কন্নৌজ থেকে জিতলেন ডিম্পল যাদব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের বিরুদ্ধে প্রার্থী দেয়নি কোনও দলই। ফলে, তাঁর জয় নিশ্চিতই ছিল। আজ আনুষ্ঠানিক ভাবে ডিম্পলের জয়ের কথা ঘোষণা করেন জেলা নির্বাচনী আধিকারিক। বিধানসভায় মনোনয়ন পাওয়ার পরে কন্নৌজ আসনটি ছেড়ে দেন অখিলেশ যাদব। তার পরেই উপ-নির্বাচনের কথা ঘোষণা করা হয়। এর আগে কন্নৌজ আসনে মহিলা সাংসদ হিসাবে একমাত্র নির্বাচিত হয়েছিলেন বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত।

সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র
সংরক্ষণ বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। আইআইটি-র মতো প্রতিষ্ঠানগুলিতে অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ২৭ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ওই ২৭ শতাংশের মধ্যে ৪.৫ শতাংশ সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। কিন্তু, সেই প্রস্তাব খারিজ করে দেয় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। তার পরেই সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সিদ্ধান্ত নেয় সরকার। সোমবার কেন্দ্রের আবেদনের শুনানি হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.