আমরি-কাণ্ডে হুলিয়া স্থগিত আরও ১১ দিন |
ঢাকুরিয়ায় আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডে ফেরার অভিযুক্তদের বিরুদ্ধে জারি হওয়া হুলিয়ার উপরে স্থগিতাদেশের মেয়াদ মঙ্গলবার ফের বাড়ানো হয়েছে। আগামী ১৬ জুন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালত। ওই দিন পর্যন্ত হুলিয়া বলবৎ করা যাবে না বলে আদালত সূত্রের খবর। আমরি মামলার তিন ফেরার অভিযুক্তের মধ্যে প্রীতি সুরেখা ইতিমধ্যেই আলিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। বাকি দুই ফেরার অভিযুক্ত আদিত্যবর্ধন অগ্রবাল ও রাহুল তোদি আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন। গত ৮ ডিসেম্বর রাতে ঢাকুরিয়ার ওই হাসপাতালে অগ্নিকাণ্ডে মারা যান ৯৩ জন। এই নিয়ে দায়ের করা মামলায় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আধিকারিক মিলিয়ে মোট ১৩ জন দফায় দফায় ধরা পড়লেও গা-ঢাকা দেন তিন অভিযুক্ত কর্তা প্রীতি সুরেখা, আদিত্যবর্ধন অগ্রবাল ও রাহুল তোদি। পুলিশের আবেদনক্রমে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। জারি হয় ‘লুক আউট’ নোটিসও। কিন্তু তাতেও কোনও কাজ না-হওয়ায় মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তিন ফেরার অভিযুক্তের বিরুদ্ধে হুলিয়া জারি করেন। পরে অভিযুক্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজের আদালত সেই হুলিয়া বলবৎ করার উপরে স্থগিতাদেশ জারি করে।
|
ফের প্রাণরক্ষা সেই সদ্যোজাতের |
ফের মৃত্যুর মুখ থেকে ফিরল হুসেন আলি মণ্ডল। দিন কয়েক আগে গলায় মার্বেল আটকে যায় ওই সদ্যোজাতের। কাটোয়া মহকুমা হাসপাতাল ও বর্ধমান মেডিক্যাল কলেজ তাকে ফিরিয়ে দেয়। শেষে অস্ত্রোপচার হয় পিজিতে। তার ধাক্কা কাটতে না কাটতেই মঙ্গলবার ফের মৃত্যুর মুখ থেকে ফিরল শিশুটি। এ দিন পিজির নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারেরা দেখেন ওই শিশুর যৌনাঙ্গ কাটা। বিছানা রক্তে ভাসছে। মা জাহিরা বিবি তখন বিছানার পাশে ছিলেন। ডাক্তারদের কোনও উত্তর না দিয়েই বেরিয়ে যান বলে অভিযোগ। সাংবাদিকদের সঙ্গেও কথা বলেননি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে লিখিত ভাবে জানান। ফের হুসেনের অস্ত্রোপচার হয়। সে স্বাভাবিক জীবনে ফিরবে কি না, এখনই বলা যাচ্ছে না। |