গণনা পর্ব মিটতেই নদিয়ার কুপার্স ক্যাম্প নোটিফায়েড এলাকায় গণ্ডগোল পাকানোর অভিযোগ উঠল কংগ্রেস ও তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, কংগ্রেস কর্মীদের হাতে প্রহৃত হয়েছেন কুপার্স ক্যাম্পের ৯ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী দীপক দে-সহ ৬ জন। আহতদের মধ্যে এক জন মহিলাও রয়েছেন। মোট চার জনকে ভর্তি করাতে হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে। এই দিন রাতে ১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সুপ্রিয়া দে’কে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আহত সুপ্রিয়াদেবীকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কংগ্রেস ও তৃণমূল উভয়েই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। দীপকবাবুকে মারধরের ঘটনায় নদিয়ার পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “প্রাথমিক ভাবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই মনে হচ্ছে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপকবাবুর বাড়ির সামনে বাজি পোড়াচ্ছিলেন কয়েক জন যুবক। তা নিয়ে উত্তেজনা তৈরি হয়। সিপিএমের জেলা সম্পাদক সুমিত দে বলেন, “ভোটে জেতার পরে কংগ্রেস কর্মীরা আমাদের এক প্রার্থী-সহ কয়েকজনকে মারধর করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।” তিনি বলেন, “নির্বাচনের আগে নীরব সন্ত্রাস চালাচ্ছিল কংগ্রেস। এখন তা প্রকাশ্যে চলে এসেছে।” অভিযোগ অস্বীকার করে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সর্বদর্শন বন্দ্যোপাধ্যায় বলেন, “মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ওই ঘটনার সঙ্গে আমাদের কেউই জড়িত নন।”
|
কেবলমাত্র অনলাইনে ভর্তির ফর্ম দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের অক্ষধ্যের ঘরে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। তাঁরা ভাঙচুর করে বলেও অভিযোগ। তাঁদের দাবি অনলাইনের পাশাপাশি কলেজেও ভর্তির ফর্ম বিলি করতে হবে। প্রত্যন্ত গ্রাম থেকে যে ছাত্রছাত্রীরা কলেজে আসছেন তাঁদের অনেক সময়েই সমস্যা হচ্ছে বলে দাবি বিক্ষোভকারীদের। কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তৃণমূলের সম্রাট পাল বলেন, “আমরা এক আগেও অধ্যক্ষকে একই দাবি জানিয়েছিলাম। তিনি আমাদের কথায় কর্ণপাত করেননি। আজ ভর্তি হতে আসা পড়ুয়ারাই কলেজে বিক্ষোভ দেখায়।” অধ্যক্ষ জয়শ্রী রায়চৌধুরী বলেন, “ছাত্রছাত্রীদের সুবিধার্থেই অনলাইনে ফর্ম দেওয়া হচ্ছে। যারা আমার ঘরে আজ ভাঙচুর চালিয়েছে তাদের কেউই কলেজের ছাত্র নয়। তাদের আমি চিনিও না।”
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে সম্মানি বাগদি (২৮) নামে এক মহিলার। বাড়ি কান্দির মহিষার গ্রামে। সোমবার সকালে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার রাতে হাসপাতালে মারা যান তিনি। ওই মহিলা আত্মহত্যা করেছেন বলেই পুলিশের অনুমান। অন্য দিকে এ দিনই শিখা ঘোষ (৩৩) নামে আরও এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বাড়ি বড়ঞার শিঙেড্ডা গ্রামের বাসিন্দা তিনি। মঙ্গলবার ভোর রাতে তিনি কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই এ দিন মারা যান তিনি।
|
পারিশ্রমিকের দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শ্রমিক ও ঠিকাদারেরা। বেলডাঙা-১ ব্লকের মাড্ডা পঞ্চায়েত অফিস ঘেরাও করে সোমবার দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত বিক্ষোভ চলে। অভিযোগ, একশো দিনের কাজ করলেও টাকা মিলছে না। পঞ্চায়েত প্রধান সিপিএমের নাজমুন্নাহর বেগম বলেন, “বিডিও শ্রমিকদের টাকা দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করায় এই বিক্ষোভ।”পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। বেলডাঙা-১ এর বিডিও সঞ্জয় বিশ্বাস বলেন, “কাজ শেষ না হলে টাকা দেওয়া যায় না। সব কাজ শেষ হলে তবেই আমরা টাকা দেওয়া হবে।”
|
মঙ্গলবার সন্ধ্যায় ফরাক্কার বল্লালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে অনুপ মণ্ডল (৩২) নামে এক যুবকের। বাড়ি ধুলিয়ানের চর শোভাপুরে। |