টুকরো খবর
টোলগের বিরুদ্ধে আদালতে গেল ইস্টবেঙ্গল
টোলগে ওজবে এখন ছুটি কাটাতে মাদ্রিদে। তাঁকে নিয়ে দুই প্রধানের বিতর্ক গড়াল আদালত পর্যন্ত। টোলগে-বিতর্কে এ বার আদালতের দ্বারস্থ হল ইস্টবেঙ্গল। কলকাতা ফুটবলে সাম্প্রতিক কালে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে ভাইচুং বনাম মোহনবাগান যুদ্ধ। সেই বিতর্কে মামলায় যায়নি কেউ। ফয়সালা হয়েছিল এ আই এফ এফের দফতরে। দূর অতীতে নবিদের নিয়ে ইস্টবেঙ্গল বনাম মহমেডান মামলা গড়িয়েছিল আদালতে। সিটি সিভিল কোর্টে টোলগের বিরুদ্ধে মামলা দায়ের করে বলা হয়েছে, “অস্ট্রেলিয়ান ফুটবলার ইস্টবেঙ্গলের টাকা নিয়ে টোকেন দিয়ে গেছে। তাঁকে পাওয়া যাচ্ছে না। ও সই করছে না। আপনারা ব্যবস্থা নিন, যাতে টোলগে আমাদের হয়ে আই এফ এ-তে সই করে আসে।” সোজা বাংলায়, টোলগের বিরুদ্ধে ‘টাকা নিয়ে বেপাত্তা’, জাতীয় মামলা করা হল। মামলার কাগজ আই এফ এতে পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। ক্লাব কর্তা দেবব্রত সরকার বললেন, “আমাদের তরফে মামলা করা হয়েছে। আমাদের আইনজীবীই ব্যাপারটা দেখবেন মামলা উঠলে।” মোহনবাগান কর্মকর্তারা আবার এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। সচিব অঞ্জন মিত্রের কথায়, “বিনাশকালে বুদ্ধিনাশ”। অর্থ সচিব দেবাশিস দত্ত বললেন, “টোলগে আমাদের প্লেয়ার। ও জুন মাসে আমাদের টাকা নিয়ে সই করে পাঠিয়ে দিয়েছে। তা আমরা জমা দিয়ে দিয়েছি আই এফ এতে।” ইস্টবেঙ্গলের মামলার প্রেক্ষাপটে তাঁর মন্তব্য, “ইস্টবেঙ্গলের কি আই এফ এ-র উপর আস্থা নেই? ওরা তা হলে কেন আই এফ এ সিদ্ধান্ত নেওয়ার আগেই মামলা করল?”

সরকারি সিদ্ধান্ত বেআইনি, বলছে জেলা ক্রীড়া সংস্থা
সব জেলা ক্রীড়া সংস্থাকে রাজ্য সরকারের ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে ‘বেআইনি’ বলে দাবি তুললেন সংস্থার কর্তারা। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জেলার কর্মকর্তারা ৭ জুন বৈঠক ডেকেছেন। তাঁদের পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য। বেশ কিছু জেলা সংস্থা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আদালতে যাওয়ার জন্য তৈরি। রাজ্য ক্রীড়া সংস্থার সচিব কল্যাণ ঘোষাল সিউড়ি থেকে বলেন, “কোনও ক্রীড়া সংস্থা কার্যকরী ভূমিকা নিচ্ছে না, এটা কী করে ঠিক হল? একটা-দুটো জেলার বিরুদ্ধে এমন কথা উঠতে পারে। কিন্তু সব জেলার বিরুদ্ধে একসঙ্গে কী করে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠতে পারে?” এই প্রশ্ন নিয়েই বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। আসন্ন সিএবি নির্বাচনের আগে এ ভাবে জেলা ক্রীড়া সংস্থা ভেঙে দেওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ক্রিকেট মহল। ১৮টি ভোট জেলার। যুগ্মসচিব বিশ্বরূপ দে বললেন, “সরকার যাই সিদ্ধান্ত নিক, আমরা জুলাই পর্যন্ত জেলার নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই উন্নয়নের কর্মসূচি চালিয়ে যাব।”

মনোজদের দরকার আরও ১৬৪
ভারত-ওয়েস্ট ইন্ডিজের ‘এ’ দলের মধ্যে প্রথম বেসরকারি টেস্ট জমে উঠেছে। জেতার জন্য শেষ দিন মনোজ তিওয়ারি-ঋদ্ধিমান সাহাদের দরকার আরও ১৬৪ রান। হাতে আছে ৭ উইকেট। কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুতেও ধাক্কা খাওয়ায় ভারত ‘এ’-র কাছে আপাতত টার্গেটটা মোটেও সহজ নয়। জেতার জন্য ১৮৬ তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারত ‘এ’ ২২ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে। আউট হয়েছেন অভিনব মুকুন্দ (দু’ইনিসেই ০), অজিঙ্ক রাহানে (৫) এবং নৈশপ্রহরী হিসেবে নামা রাহুল শর্মা (৩)। ফলে অন্য ওপেনার শিখর ধাওয়ানের (১৩ ব্যাটিং) সঙ্গে ক্রিজে আসতে হয়েছে অধিনায়ক চেতেশ্বর পূজারাকেই (০ নঃআঃ)। আশার কথা একটাই যে, প্রথম ইনিংসে বড় রান পাওয়া মিডলঅর্ডার ব্যাটসম্যানরা সবাই এখনও অক্ষত আছেন। ক্যারিবিয়ান পেসারদের মধ্যে জ্যাসন হোল্ডার ২ উইকেট পান। এখনও বলই হাতে পাননি প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া পেসার জোনাথন কার্টার। এর আগে দ্বিতীয় ইনিংস ৩-০ থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ২১০ রানে অল আউট হয়ে যায়। ভারতীয়দের পেস-স্পিন যুগলবন্দি সফল। ভুবনেশ্বর কুমার ৩টি এবং অনিয়মিত স্পিনার রোহিত শর্মা ৪টি উইকেট নেন। বাংলার সামি আমেদ দ্বিতীয় ইনিংসে ২ উইকেট পেলেও অশোক দিন্দা উইকেট পাননি।

কাশ্মীরে ডাক মোহনবাগানের
প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুরোধ এল মোহনবাগানে। কাশ্মীরে একটি ম্যাচ খেলার জন্য। ফেডারেশনের মাধ্যমে শ্রীনগরে খেলার আমন্ত্রণ পাওয়ার পরে মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত বলেন, “জুলাইয়ের শেষে বা অগস্টের শুরুতে আমাদের খেলতে সমস্যা নেই। প্রধানমন্ত্রীর দফতর থেকে মোহনবাগান একমাত্র দল হিসেবে এই আমন্ত্রণ পেয়েছে। আমরা খেলবই।”

বাগান অ্যাকাডেমিতে ঘানার তিন ফুটবলার
অভিনব ঘটনা। মোহনবাগান ফুটবল অ্যাকাডেমিতে ট্রেনিং নিতে হাজির ঘানার তিন ফুটবলার। আরও তিন জন আসছেন কিছু দিন বাদে। মোহনবাগান সচিব অঞ্জন মিত্র বললেন, “ঘানা ফুটবল সংস্থার অনুরোধে এঁদেরকে নেওয়া হচ্ছে। মাস তিনেক এঁরা ‘ট্রেনিং নেওয়ার পাশাপাশি ভারতের ফুটবল বাজারও দেখবে।”

মহমেডানে চার বিদেশি
পরের মরসুমের জন্য তাদের চার বিদেশি ঠিক করে নিল অলোক মুখোপাধ্যায়ের মহমেডান। পুরনো দলের অ্যালফ্রেড ছাড়া সবাইকে বাদ দিয়ে দেওয়া হল। নেওয়া হচ্ছে ভিভা কেরলের সানডে, হ্যালের স্টপার ফেনিকে। এশীয় বিদেশি হিসেবে নেওয়া হচ্ছে শিলংয়ে খেলা কোরিয়ান হোজুনকে। পুরনো ফুটবলারদের মধ্যে জয়ন্ত সেন, অসীম বিশ্বাস,গৌরাঙ্গ দত্ত, সোমনাথ খাঁড়া, গৌতম দেবনাথকে নিচ্ছে তারা।

আই লিগে পেশাদার রেফারি
আগামী মরসুমে দু’জন রেফারিকে পেশাদার হিসেবে নিয়োগ করতে চলেছে এ আই এফ এফ। মাসিক চল্লিশ হাজার টাকায়। এঁরা শুধু ফেডারেশনের নির্দেশে ম্যাচ খেলাবে। আই লিগে পেশাদার রেফারি নিয়োগের পথে এটা প্রথম পদক্ষেপ। আই লিগে এ বার সেরা রেফারি হলেন শ্রীকৃষ্ণ (তামিলনাড়ু), সেরা সহকারী রেফারি কামিল (দিল্লি)।

গেইল জাতীয় দলে
ক্রিস গেইল ১৫ মাস পর ফিরতে চলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের এক দিনের সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি। সাউদাম্পটনে ১৬ জুন প্রথম ওয়ান ডে। গেইল জাতীয় দলের হয়ে শেষ খেলেছিলেন ২০১১ বিশ্বকাপে।

জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় পুরুলিয়ার চার কিশোর-কিশোরী
কাজল রজক।
অনিমা মাহাতো।
জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলা দলের প্রতিনিধিত্ব করল পুরুলিয়ার চার কিশোর-কিশোরী। ঝালদা ১ ব্লকের জারগো গ্রামের বাসিন্দা অনিমা মাহাতো ও কাজল রজক নামের দুই কিশোরী নিতান্ত দিন মজুর পরিবার থেকে উঠে এসেছে। তবে দারিদ্র দমাতে পারেনি তাদের। কৃতিত্বের সঙ্গেই তাঁরা খেলাধূলা করছে। পুরুলিয়া জেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সম্পাদক সনাতন খাঁ বলেন, “সম্প্রতি হিমাচল প্রদেশের বিলাসপুরে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা হয়েছে। সাবজুনিয়র বিভাগে বাংলা দলে স্থান পেয়েছিল তারা।” এ ছাড়া মিনি বয়েজ জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলা দলের হয়ে যোগ দেয় এই জেলারই দুই কিশোর। ঝালদা ২ ব্লকের রিগিদ গ্রামের ঠাকুরদাস টুডু এবং মেঘনাদ কিস্কু-ও দরিদ্র দিনমজুর পরিবারের। এই ক্রীড়া প্রতিভাদের আর্জি, উপযুক্ত পরিকাঠামো ও সহায়তা পেলে এই জেলারই দরিদ্র ঘর থেকে অনেক ক্রীড়া প্রতিভা উঠে আসার সম্ভাবনা রয়েছে।

তীব্র গরমে আপাতত বন্ধ কলকাতা লিগ
তীব্র গরমের জন্য রবিবার পর্যন্ত কলকাতা ফুটবল লিগের সমস্ত খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আইএফএ। পঞ্চম ডিভিশন, নার্সারি লিগ এবং মেয়েদের লিগের খেলাসবই বন্ধ থাকছে। ট্রেডস কাপ শুরু হওয়ার কথা ছিল শুক্রবার। যেটা পিছিয়ে গিয়ে শুরু হবে আগামী সোমবার থেকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.