টুকরো খবর |
উচ্চ মাধ্যমিকে ভাল ফল আল-আমিনের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করেছেন মেদিনীপুরের আল-আমিন মিশন অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা। এখান থেকে এ বার ৪৭ জন ছাত্রছাত্রী উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। প্রত্যেকে ৬০ শতাংশের উপরে নম্বর পেয়েছেন। ১৭ জন ৮০ শতাংশের উপরে নম্বর পেয়েছেন। তাঁদের মধ্যে ৪ জন আবার ৮৫ শতাংশ নম্বর পেয়েছেন। পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও কৃতিত্বের দাবি রাখে এই মিশন। ১৮ জন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সাফল্য পেয়েছেন। তাঁদের মধ্যে এক জন মেডিক্যালে এবং ১৭ জন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পাবেন। মিশনের পরিচালন সমিতির সদস্য শেখ ইস্রাফিল বলেন, “ভবিষ্যতে মিশনের ছাত্রছাত্রীরা আরও ভাল ফল করবে বলে আমরা আশাবাদী। এত দিন পরিকাঠামোগত কিছু সমস্যা ছিল। তা-ও দূর করার চেষ্টা চলছে। ফলে ছাত্রছাত্রীরা আরও অনেক বেশি সুযোগ-সুবিধা পাবে।” প্রথমে মিশনটি মেদিনীপুর শহরের ধর্মার কাছে একটি ভাড়া বাড়িতে চলত। আর্থিক ভাবেও দুর্বল ছিল। পরবর্তীকালে মিশনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের দায়িত্ব নেওয়ার পাশাপাশি নানা ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিভিন্ন বিষয়ের স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে এসে আলোচনাসভারও আয়োজন করা হয়েছিল। বহু সহৃদয় ব্যক্তিও সাহায্যের হাত বাড়িয়ে দেন। মিশনের এখন নিজস্ব জমি ও ভবন হয়েছে মেদিনীপুর শহরঘেঁষা ইলাহিগঞ্জে। সেখানেই ছাত্রছাত্রীদের পৃথক হস্টেল হয়েছে। সেই সঙ্গে বিশিষ্ট শিক্ষকদের দিয়ে বিশেষ কোচিংয়েরও ব্যবস্থা হয়েছে। আরও ভাল ফলের আশায় কর্তৃপক্ষ।
|
শিক্ষানুরাগী মনোনয়নেও তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষ |
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
এ বার স্কুলের পরিচালন সমিতিতে শিক্ষানুরাগী মনোনয়ন ঘিরেও গোষ্ঠী-সংঘর্ষে জড়াল তৃণমূল। এ ঘটনা পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ে। মঙ্গলবার ক্ষীরপাই হাইস্কুলের শিক্ষানুরাগী মনোনয়নকে কেন্দ্র করেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ব্লক তৃণমূল সভাপতি চিত্ত পাল-সহ ১৬ জন জখম হন। ৪ জনের আঘাত গুরুতর। তাঁদের ঘাটাল মহকুমা হাসপাতলে ভর্তি করা হয়। বাকিদের চিকিৎসা চলছে ক্ষীরপাই ব্লক হাসপাতালে। ৮ জন তৃণমূল সমর্থককে গ্রেফতারও করেছে পুলিশ। এলাকায় চলছে পুলিশি টহল। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “ওই এলাকার নেতৃত্বকে বহু বার সতর্ক করা সত্ত্বেও কোন্দল বন্ধ হয়নি। দাসপুরের ভোট মিললেই বিষয়টি নিয়ে আলোচনায় বসা হবে।” নিয়মানুয়ায়ী, প্রতিটি স্কুলেই একজন শিক্ষানুরাগী থাকেন। স্কুলের পরিচালন কমিটিই তাঁকে মনোনীত করে। কিন্তু ক্ষীরপাই হাইস্কুলে শিক্ষানুরাগী পদপ্রার্থী ছিলেন দু’জন। তৃণমূলের দুই গোষ্ঠী দু’জনের পক্ষ নেয়। স্কুলের প্রধান শিক্ষক সুব্রত পাত্র বলেন, “মোট ৯ জন সদস্য উপস্থিত থাকলেও ভোট দেন ৭ জন। তাতে চণ্ডীচরণ ঘোষ মাত্র এক ভোটে জয়ী হন।” এর পরেই বাইরে মারামারি শুরু হয়। শহরের হাসপাতাল মোড়, বিডিও অফিস চত্বর, হালদারদিঘি-সহ গোটা শহরেই তাণ্ডব চালায় শাসকদলের দুই গোষ্ঠীর সমর্থকেরা। আতঙ্কে শহরবাসী বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন। বন্ধ হয়ে যায় দোকানপাট। চার ঘণ্টা ধরে তাণ্ডব চলে।
|
মহিলাদের বিক্ষোভ জেলাশাসকের অফিসে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ছবি: রামপ্রসাদ সাউ |
নারী নির্যাতন বন্ধ করা, মাদক ব্যবসা বন্ধ, নতুন করে মদের কারখানা খোলার অনুমতি না দেওয়া-সহ বেশ কিছু দাবিতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরের সামনে, কালেক্টরেট মোড়ে বিক্ষোভ দেখায় সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা কমিটি। নেতৃত্ব দেন স্মৃতি দাস, কল্পনা মজুমদার, সুনীতা গুপ্ত প্রমুখ। জেলাশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।মহিলা সাংস্কৃতিক সংগঠনের বক্তব্য, এ জেলাতেও নারী নির্যাতন, ধর্ষণ, নারী পাচারের মতো ঘটনা বেড়ে চলেছে। পাল্লা দিয়ে মাদক-দ্রব্যের ব্যবসাও বাড়ছে। শহরের নানা এলাকায় মাদক-দ্রব্য বিক্রি হচ্ছে। অথচ, পুলিশ উদাসীন। মেয়েদের উপর নানা ভাবে আক্রমণ নেমে এসেছে। বিক্ষোভকারীদের মধ্যে স্মৃতি দাস, ঝর্ণা জানা, কল্পনা মজুমদাররা বলেন, “রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তা থাকছে না। অপরাধীদের প্রশয় দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশকে আরও তৎপর হতে হবে।” মঙ্গলবার সকালে শহরের এলআইসি-চকে প্রথমে এক সভা হয়। সভা শেষে মিছিল শুরু হয়। পরে কালেক্টরেট মোড়ে বিক্ষোভ-কর্মসূচিতে সামিল হন নেতৃবৃন্দ। জেলা প্রশাসন দাবি খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে।
|
চালু ওয়েবসাইট, ই-মেলে নালিশ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গড়বেতা-৩ পঞ্চায়েত সমিতির (চন্দ্রকোনা রোড) নিজস্ব ওয়েবসাইট চালু হল মঙ্গলবার। পঞ্চায়েত সমিতির বিভিন্ন কাজ সম্পর্কে এলাকার মানুষ ওয়েবসাইট থেকেই জানতে পারবেন। এই উপলক্ষে এ দিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক সুরজিৎ রায়, গড়বেতা-৩ ব্লকের বিডিও অমৃতা বর্মন রায় প্রমুখ। ব্লক প্রশাসন সূত্রে খবর, এ বার এই ওয়েবসাইট থেকেই বিভিন্ন নোটিস, টেন্ডার নোটিস, সার্কুলারের খবর জানতে পারা যাবে। পঞ্চায়েত সমিতির অধীনে থাকা বিভিন্ন দফতরেরও তথ্য থাকবে এখানে। এলাকায় কোনও সমস্যা থাকলে ই-মেল মারফৎ বিডিও-কে তা সরাসরি জানানোও যাবে। এ দিন পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এই ওয়েবসাইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক। তিনি বলেন, “সমিতির এই নিজস্ব ওয়েবসাইট চালু হওয়ায় এলাকার মানুষ উপকৃত হবেন।” ওয়েবসাইটির ঠিকানা: www.bdogarhbeta3.in।
|
মহড়া চলাকালীন অগ্নিদগ্ধ জওয়ান |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মহড়া চলাকালীন আগুন লেগে গেল এক জওয়ানের গায়ে। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হলেন আরও ৬ জন। মঙ্গলবার দুপুরে শালবনির কেয়াকুলে দুর্ঘটনাটি ঘটে। এখানে সিআরপি-র ৬৬ নম্বর ব্যাটালিয়নের একটি ক্যাম্প রয়েছে। ক’দিন ধরেই এখানে জওয়ানদের প্রশিক্ষণ চলছে। এ দিন দুপুরে মহড়ায় যোগ দেন কয়েক জন জওয়ান। শত্রুপক্ষ কী ভাবে অতর্কিতে আক্রমণ করে এবং কী ভাবে পাল্টা আক্রমণ করতে হবে, তা নিয়েই মহড়া। জানা গিয়েছে, মহড়া চলাকালীন একটি ছোট বোমা ফেটে এক জওয়ানের পোশাকে আগুন লেগে যায়। তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বাঁচাতে গিয়ে আরও ৬ জন আহত হন। তাঁদের মধ্যে ৩ জনকে শালবনি হাসপাতালে ভর্তি করা হয়। ৪ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের নাম এস পি সাহা, জিতেন্দ্র কুমার, রসন লাল ও দাসমল সিদ্ধার্থ। তাঁদের মধ্যে ২ জনকে পরে কলকাতার হাসপাতালেও স্থানান্তরিত করতে হয়। সিআরপিএফের আইজি বিবেক সহায় জানান, এক জন জওয়ানকে বাঁচাতে গিয়েই বাকিরা আহত হন। আহতদের চিকিৎসা চলছে। মহড়া চলাকালীন বোমা ফেটে শুরুতে দাসমলের গায়েই আগুন লাগে।
|
অঙ্ক নিয়ে কর্মশালা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
অঙ্কের কর্মশালা, মেদিনীপুর কলেজিয়েট স্কুলে। |
জাতীয় অঙ্ক-বর্ষ উদ্যাপন উপলক্ষে অঙ্কের এক কর্মশালা হয়ে গেল মেদিনীপুর কলেজিয়েট স্কুল ক্যাম্পাসে। মেদিনীপুর সায়েন্স সেন্টারের উদ্যোগে এই কর্মশালা। অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণির বেশ কয়েক জন ছাত্রছাত্রী এতে যোগ দেয়। হাতেকলমে প্রশিক্ষণ নেয়। গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজমের ১২৫ তম জন্মবর্ষ উপলক্ষে এ বার দেশ জুড়ে জাতীয় অঙ্ক-বর্ষ উদ্যাপন হচ্ছে। কাগজ ভাঁজ করে কী ভাবে তাকে বিভিন্ন জ্যামিতিক আকার দেওয়া যায়, কর্মশালায় তাও-ও শেখানো হয়। গত রবিবার থেকে শুরু হয়েছিল এই কর্মশালা। শেষ হয়ে মঙ্গলবার। উপস্থিত ছিলেন সায়েন্স সেন্টারের সম্পাদক সুচাঁদ পান, অন্যতম সদস্য মধুসূদন গাঁতাইত প্রমুখ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আশিস কারক, সবিতা মান্না।
|
দাসপুরে প্রচারে রাহুল |
নিজস্ব সংবাদদাতা • দাসপুর |
দাসপুর বিধানসভার উপ-নিবার্চনে দলীয় প্রার্থী অশোক মালের সমর্থনে জনসভা করলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। সোমবার সন্ধ্যায় দাসপুরের গোপীগঞ্জ বাজারে বিজেপির ওই সভায় শতাধিক দলীয় সমর্থক উপস্থিত ছিলেন। রাহুলবাবু বলেন, “বর্তমান মুখ্যমন্ত্রী এক বছরেই সব কাজ করে ফেলেছেন বলে প্রচার করছেন। আসলে উনি প্রতিশ্রুতি দিতে ভালবাসেন। এক বছরে প্রতিশ্রুতিই দিয়েছেন শুধু। কাজের কাজ কিছুই হয়নি।” এ দিনের জনসভায় রাহুলবাবু ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী অশোক মাল, দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়-সহ স্থানীয় নেতারা।
|
মহিলাদের বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নারী নির্যাতন বন্ধ করা, মাদক ব্যবসা বন্ধ, নতুন করে মদের কারখানা খোলার অনুমতি না দেওয়া-সহ বেশ কিছু দাবিতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরের সামনে, কালেক্টরেট মোড়ে বিক্ষোভ দেখায় সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা কমিটি। নেতৃত্ব দেন স্মৃতি দাস, কল্পনা মজুমদার, সুনীতা গুপ্ত প্রমুখ। জেলাশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।
|
দোকানে আগুন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মঙ্গলবার ভোরে মেদিনীপুরের শহরের স্কুলবাজার এলাকার ৩ টি দোকানে আগুন লেগে যায়। আগুনে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। প্রামথিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট- সার্কিট থেকেই এই ঘটনা। তদন্ত শুরু হয়েছে। |
|