স্কুলের ছাত্রছাত্রী থেকে প্রতিবন্ধী ছেলেমেয়েরা। শিল্প কারখানার প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য, খো খো খেলোয়াড়, বিভিন্ন ফুটবল, ক্রিকেট কোচিং সেন্টারের ছেলেমেয়েরা। মঙ্গলবার উত্তরবঙ্গ জুড়েই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেন তাঁরা। কোথাও পুর কর্তৃপক্ষ, কোথাও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দিনটি পালন করা হয়। এ দিন বাসিন্দাদের পরিবেশ সচেতন করতে উদ্যোগী হয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও। শিলিগুড়ি পুরসভার উদ্যোগে বর্ণাঢ্য র্যালিতে হাঁটেন পড়ুয়া থেকে খেলোয়াড়, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা সকলেই। এ দিন সকালে বাঘা যতীন পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি বার হয়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একাধিক সুসজ্জিত ট্যাবলো তাতে অংশ নেয়। হিলকার্ট রোড সেবক রোড, পানিট্যাঙ্কি মোড়, বিধানরোড হয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে শেষ হয়। র্যালিতে অংশ নেন মেয়র গঙ্গোত্রী দত্ত, ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা, চেয়ারম্যান নান্টু পাল-সহ অন্যান্য মেয়র পারিষদদের একাংশ। |
শিলিগুড়ির উপকন্ঠে দাগাপুরে ‘বসুন্ধরা’-তে কচিকাঁচাদের নিয়ে পরিবেশ দিবস পালনে মেতে ওঠেন কর্মকর্তারা। আগের দিন সোমবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে রোগীদের দিয়ে গাছ লাগানো হয়েছে। পরিবেশ সচেতনতা প্রচারে ট্যাবলো উদ্বোধন করেন মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার সব্যসাচী দাস। এ দিন বিশ্ব পরিবেশ দিবস পালন করেন শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ছাত্ররাও। ভারত স্কাউট অ্যান্ড গাইডের শিলিগুড়ি শাখার উদ্যোগেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্বপরিবেশ দিবস পালনে। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে তারা দিনটি পালন করেন। সেখান থেকে পুরসভার র্যালিতে অংশ নেন কর্মকর্তা এবং সদস্যরা। শিলিগুড়ি পিপ্লস ফর অ্যানিমেলের উদ্যোগে দিনটি পালন করা হয়। প্লাস্টিকের ক্যরিব্যাগ বর্জন, গাছ লাগাতে বাসিন্দাদের আর্জি জানিয়ে তারা ট্যাবলো বার করেন। কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, দুই দিনাজপুর-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এ দিন নানা অনুষ্ঠান হয়। আলিপুরদুয়ার পুরসভা উদ্যোগে র্যালি হয়। পুর চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায়, বিধায়ক দেবপ্রসাদ রায় তাতে অংশ নেন। বিভিন্ন সংগঠন ও স্কুলের ছাত্রছাত্রীরা এই প্লাকার্ড নিয়ে ট্যাবলো সাজিয়ে পরিবেশ রক্ষার আহ্বান জানান। পুরসভার উদ্যোগে ২ হাজার চারা গাছ বিলি করা হয়েছে। |
আলিপুরদুয়ার নেচারক্লাবের উদ্যোগে বক্সা ব্যাঘ্র প্রকল্পের সহযোগিতায় বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে আঁকা প্রতিযোগিতা হয়। ম্যাক উইলিয়াম হাই স্কুলে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। রায়গঞ্জ পুরসভার তরফেও এ দিন বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে র্যালি বার করা হয়। শিলিগুড়ি মোড় এলাকায় বন দফতরের উদ্যোগে গাছ লাগানো হয়েছে। হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরাও দিনটি পালন করেন। ডুয়ার্সের লাটাগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন ‘গ্রিন লেবেল’-এর উদ্যোগে এ দিন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। সংগঠনের সদস্যরা লাটাগুড়িতে বিভিন্ন বাড়িতে গিয়ে জল অপচয় বন্ধ করা এবং গাছ বাঁচানোর আর্জি জানিয়ে লিফলেট বিলি করেন। লাটাগুড়ি গার্লস স্কুলে দেবদারু গাছের চারা লাগানো হয়। পড়ুয়াদের নিয়ে মিছিল করেন। সংগঠনের উদ্যোগে উৎসাহী ছাত্রছাত্রীদের গরুমারার পিলখানায় নিয়ে যাওয়া হয়। পড়ুয়ারা সেখানকার কুনকি হাতিদের হাতে করে খাওয়ায়। মালবাজার মহকুমা জুড়েই এ দিন বিশ্বপরিবেশ দিবস পালিত হয়েছে। ওদলাবাড়িতে পরিবেশপ্রেমী সংগঠন ‘ন্যাস’-এর উদ্যোগে ৩টি স্কুলে ৫০ টি গাছের চারা লাগানো হয়েছে। সংগঠনের পক্ষে নাফসার আলি জানান, ওদলাবাড়ি বাজার এলাকাতে প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধের দাবি তোলা হয়েছে।
|
ছবি: দীপঙ্কর ঘটক ও তরুণ দেবনাথ। |