টুকরো খবর |
দুই পরিবারের বিবাদ আরামবাগে
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
নিখোঁজ হাঁসকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে রক্তারক্তি কাণ্ড ঘটল। ৬ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের রতনপুরে। দুই পরিবারের তরফেই অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সনাতন দাস ও উত্তম দাস দুই ভাই। দু’জনে থাকেন পাশাপাশি বাড়িতে। সম্পতত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দু’পক্ষের গোলমাল চলছিল। রবিবার সনাতনের একটি হাঁস ঘরে ফেরেনি। সে দিনই উত্তমের বাড়িতে আত্মীয়-স্বজন আসায় মাংস রান্না হয়েছিল। সোমবার সকাল থেকে চিৎকার-চেঁচামিচি শুরু করেন সনাতনবাবু। কারও নাম না করেও তাঁর অভিযোগ, হাঁসটি মেরে কে বা কারা তার মাংস খেয়ে ফেলেছে। রাতে ফের এই নিয়ে তুলকালাম শুরু করেন সনাতন। জ্যাঠার আচরণের প্রতিবাদ করেন উত্তমের বড় ছেলে প্রবীর। এর পরে দু’পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। সনাতনবাবু, তাঁর ছেলে অনুপ-সহ কয়েক জন জখম অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। |
দু’জনের অপমৃত্যু আরামবাগের গ্রামে
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
দু’টি ভিন্ন ঘটনায় আরামবাগ মহকুমায় সোমবার রাতে দু’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় গোঘাটের কুমুড়শা গ্রামের গৃহবধূ সীমা দে’র (২২) ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন। অন্য দিকে, খানাকুলের মাইনানের বাসিন্দা ফেলা ঘড়ুই (৭৫)-এর দেহ উদ্ধার হয়। এ ক্ষেত্রেও পারিবারিক অশান্তির কারণে ওই বৃদ্ধা বিষ খান বলে অনুমান। |
গরমে অসুস্থ ১২
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
গরমে অসুস্থ হয়ে সোম ও মঙ্গল দু’দিনে আরামবাগ হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে মঙ্গলবার এক জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের সুপার নির্মাল্য রায় অবশ্য জানান, ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, মস্তিষ্কে রক্ত ক্ষরণের জন্য ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে, গরমের কারণে ওই ঘটনা কিনা, সে ব্যাপারে নিশ্চিত জানাতে পারেননি। তিনি বলেন, “ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।” গরমে অসুস্থ হয়ে যাঁরা চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের মধ্যে তিন মহিলাও রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, গরমে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন রোগীরা সকলেই সুস্থ রয়েছেন। |
দেহ উদ্ধার |
নদী থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হল। সোমবার খানাকুলের বালিপুরের বাসিন্দা দিনুবালা কোটাল (৭২) নামে ওই বৃদ্ধা মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান। |
|