বিস্ফোরক-সহ ঝাড়খণ্ডে গ্রেফতার চার |
প্রচুর বিস্ফোরক-সহ চার জনকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ। আজ ভোরে পাকুড় থেকে উদ্ধার হল ১৭ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট। এ দিনই জশিডি থেকে পুলিশ উদ্ধার করেছে হাজার ডিটোনেটরও। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। পুলিশের সন্দেহ, বড় মাপের নাশকতা ঘটানোর জন্যই ওই বিস্ফোরক আনা হচ্ছিল। রাজ্য পুলিশ সূত্রে জানানো হয়েছে, কোনও জঙ্গি সংগঠনের বরাত নিয়ে অ্যামোনিয়াম নাইট্রেট এবং ডিটোনেটরগুলি সরবরাহ করা হচ্ছিল কিনা তার তদন্ত শুরু হয়েছে। পাকুড়ের পুলিশ সুপার ময়ূর পটেল বলেন, “অ্যামোনিয়াম নাইট্রেট বোঝাই ১৭ টি বস্তা পাচার করা হচ্ছিল দু’টি গাড়িতে। গাড়ি দুটি পাকুড়ে এসেছিল প্রতিবেশী রাজ্য পশ্চিমঙ্গের বীরভূম জেলা থেকে। রাজগ্রাম-পাকুড় রোডে মালপাহাড়ি এলাকায় গাড়ি দুটি আটক করা হয়। বমাল পাকড়াও করা হয়েছে সরবরাহকারী দুই যুবককেও। পুলিশ জানায়, পশ্চিমবঙ্গের সীমা লাগোয়া পাকুড় জেলার কয়েকটি এলাকা থেকে মাস খানেকের মধ্যে উদ্ধার হয়েছে প্রচুর বিস্ফোরক তৈরির সরঞ্জাম। মিলেছে কয়েক কুইন্ট্যাল অ্যামোনিয়াম নাইট্রেট এবং হাজার পাঁচেক ডিটোনেটরও। উল্লেখ্য, পাকুড়ের পাথর খাদানেও ডিটোনেটর ব্যবহার করা হয়। সেখান থেকেই এগুলি পাচার করা হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
|
সনিয়াকে দুর্নীতির ‘প্রমাণ’ দিলেন অণ্ণা |
কালো টাকা নিয়ে রামদেবের আন্দোলনের পিছনে বিজেপির মদত নিয়ে যখন কংগ্রেস সোচ্চার হচ্ছে, তখনই উল্টো পথে হাঁটলেন ইউপিএ-র শরিক দল এনসিপির প্রধান শরদ পওয়ার। মঙ্গলবার রামদেবকে কার্যত সরাসরি সমর্থন জানিয়ে পওয়ার দাবি করেছেন, কালো টাকা নিয়ে রামদেবের আন্দোলনের পিছনে কোনও রাজনীতি রয়েছে বলে তিনি মনে করেন না। একই দিনে কংগ্রেসের অস্বস্তি বাড়িতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-সহ ১৪ জন পূর্ণমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ‘প্রমাণ’ দশ জনপদে পৌঁছে দিয়েছে অণ্ণা শিবির। এ দিন বিকেলে সনিয়া গাঁধীর বাড়িতে গিয়ে তাঁর কর্মীদের হাতে কয়েকটি ফাইল তুলে দেন অণ্ণা শিবিরের দুই প্রতিনিধি রাম এবং গোপাল। প্রসঙ্গত, সোমবারই সনিয়া অণ্ণা শিবিরের সব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন, কেন্দ্র ও কংগ্রেসকে বিপাকে ফেলতে এই ষড়যন্ত্র করা হচ্ছে।
|
মুসলিম মেয়েকে ১৫ বছরে বিয়ের অনুমতি |
পনেরো বছরে বয়ঃসন্ধিতে পৌঁছলে মুসলিম মেয়ের বিয়ে করার অধিকার আছে। আজ একটি মামলায় এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। এক যুবককে বিয়ে করে তার সঙ্গে থাকতে শুরু করেছিল ১৬ বছরের এক মুসলিম কিশোরী। ওই যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেন কিশোরীর মা। আদালতের মতে, ১৫ বছরে বয়ঃসন্ধিতে পৌঁছলে কোনও মুসলিম মহিলা বিয়ে করতে পারেন। ১৮ বছর বয়স হলে সেই সম্পর্ক ভেঙে দেওয়ার অধিকারও তাঁর আছে।
|
সামরিক সম্পর্ক নিয়ে পানেত্তা, মনমোহনের কথা |
দক্ষিণ এশিয়ার পরিস্থিতি ও সামরিক সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে আলোচনা করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লিওন পানেত্তা। বৈঠকে হাজির ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননও। দু’দিনের সফরে আজ ভারতে এসেছেন পানেত্তা। আগামী কাল প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির সঙ্গে আলোচনায় বসবেন তিনি। সরকারি সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরে যাওয়ার পরবর্তী পরিস্থিতি নিয়ে পানেত্তার সঙ্গে কথা বলতে চায় ভারত। পাশাপাশি চিন নিয়েও কথা হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট অফিসারদের।
|
ইন্দিরা গাঁধীকে নিয়ে প্রশ্ন মোদীর |
ইন্দিরা গাঁধীর ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে মোদী বলেন, ইন্দিরা গাঁধী অনেক ভুল করেছিলেন। উত্তর-পূর্ব ভারতে ভোটের প্রচারের সময়ে বাইবেল মেনে আইন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মোদীর বক্তব্য, দেশের প্রধানমন্ত্রী এই ধরনের মন্তব্য করেছিলেন। অথচ কেউ তাঁর ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেনি। কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি বলেন, “মোদীর বক্তব্য দুর্ভাগ্যজনক।”
|
ঘুষ নিতে গিয়ে ধৃত রেশনিং অফিসার |
ঘুষ নেওয়ার অভিযোগে আজ সকালে ভিজিল্যান্সের হাতে ধরা পড়ল জামশেদপুরের পোটকা এলাকার এক রেশনিং অফিসার। পুলিশ জানিয়েছে, ওই রেশনিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে মানগো থানা এলাকায় তাঁর বাড়ি থেকে। একটি মহিলা সংস্থার কাছ থেকে ২২ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
|
এটিএম কাউন্টার লুঠের চেষ্টা |
জামশেদপুরের মানগো চকে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম কাউন্টারে গত কাল রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। পূর্ব সিংভূম জেলার এসএসপি অখিলেশকুমার ঝা জানিয়েছেন, দরজা ভেঙে ঢুকে এটিএম কাউন্টার তছনছ করলেও মেশিন ভেঙে টাকা নিতে পারেনি তারা। দুষ্কৃতীদের খোঁজ চলছে। |