টুকরো খবর
শিলিগুড়িতে ফোটন
শিলিগুড়িতে ‘ফোটন প্লাস’ ব্রডব্যান্ড পরিষেবা চালু করল টাটা ডোকোমো। মঙ্গলবার থেকে শিলিগুড়িতে ওই পরিষেবা চালু করা হল বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। শিলিগুড়ি-সহ রাজ্যের ১৭ টি সার্কেলে তারা এই পরিষেবা দিচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, যে কোনও জায়গায়, যে কোনও সময় এই পরিষেবা পেতে পারবেন গ্রাহকেরা। শুধু ই-মেল নয়, তাঁরা বিভিন্ন টিভি অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার, প্রচুর তথ্য-সহ বড় ‘ফাইল’, ছবি, ভিডিও ফুটেজ ‘ডাউনলোড’ বা ‘আপলোড’ করতে পারবেন। ‘প্রি-পেড’ বা ‘পোস্ট পেড’-এর গ্রহকেরা কে কী পরিমান পরিষেবা নেবেন সেই মতো তাঁরা বিভিন্ন ‘ট্যারিফ ভাউচার’ ব্যবহার করতে পারবেন।

গৃহঋণ আগাম শোধ করলে জরিমানা নয়
পরিবর্তনশীল সুদে নেওয়া গৃহঋণের টাকা গ্রাহক মেয়াদ শেষের আগেই শোধ দিলে জরিমানা নিতে পারবে না বাণিজ্যিক ব্যাঙ্ক। পূর্বঘোষিত এই সিদ্ধান্ত অবিলম্বে সমস্ত ব্যাঙ্ককে কার্যকর করতে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্কের দাবি, সুদ কমলে পুরনো গ্রাহকরা যাতে পূর্ণমাত্রায় তার সুবিধা নিতে পারেন, সেটা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। এতে গ্রাহক টানার স্বার্থে প্রতিযোগিতার ভিত্তিতে সুদ স্থির করতে হবে সব ব্যাঙ্ককে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ইতিমধ্যেই কয়েকটি ব্যাঙ্ক এই জরিমানা তুলে দিয়েছে। গত বছর এই একই নির্দেশ জারি করে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক।

স্পেকট্রাম নিলাম শুরু ৬ অগস্ট
আগামী ৬ অগস্ট শুরু হবে টুজি স্পেকট্রামের নিলাম পর্ব। আজ প্রণব মুখোপাধ্যায়ের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি অন্তত ৮টি ভাগে ১০ মেগাহার্ৎজ স্পেকট্রাম নিলামের বিষয়টিও এ দিন চূড়ান্ত হয় বলে সরকারি সূত্রের খবর। তবে স্পেকট্রামের ন্যূনতম দর নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। বৈঠকের পরে টেলিকম মন্ত্রী কপিল সিব্বল অবশ্য বলেন, “কিছু সিদ্ধান্ত হয়েছে। পরে জানাব।” প্রসঙ্গত, ট্রাই নিলামের যে ন্যূনতম দরের সুপারিশ করেছিল, তা চড়া বলে আপত্তি জানিয়েছে টেলিকম শিল্প। বিষয়টি কয়েক দিনেই চূড়ান্ত হবে বলে ইঙ্গিত মিলেছে এ দিন।

বীরভূমের সমবায় ব্যাঙ্কে নিষেধাজ্ঞা
বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে সব ধরনের অ্যাকাউন্ট খোলায় নিষেধাজ্ঞা জারি করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। পুরনো অ্যাকাউন্টগুলিতে অবশ্য লেনদেন একই রকম ভাবে চলবে। আরবিআইয়ের দাবি, লাইসেন্স সংক্রান্ত সমস্যার জন্যই ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইনে সমবায় ব্যাঙ্কটিকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাদের বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়েছে, এটি ব্যাঙ্ক গুটিয়ে নেওয়ার নির্দেশ নয়। ব্যাঙ্কটির অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মানস কুমার চৌধুরী বলেন, “লাইসেন্সের ব্যাপারে আমার কিছু জানা নেই।”

মর্গ্যান স্ট্যানলির পূর্বাভাস
চলতি অর্থবর্ষের জন্য ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৫.৮% করল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক মরগ্যান স্ট্যানলি। আগে তা ছিল ৬.৩%।

গয়নার বিপণি
হাওড়া ময়দানে রিজেন্ট সিটি শপার্স মলে বিপণি খুলল বিনোদ বিহারী দত্ত। এটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। নতুন বিপণিতে ১০ জুন পর্যন্ত সোনা ও হিরের গয়নার মজুরিতে যথাক্রমে ২৫% ও ৫০% ছাড় দিচ্ছে সংস্থা।

নতুন নিয়োগ
স্বাতী পিরামল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড বোর্ড অফ ওভারসিয়ার্স-এর সদস্য হলেন। এটি ৩৫০ বছরেরও বেশি পুরনো। স্বাতী পিরামল হেল্থ কেয়ারের ডিরেক্টর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.