বোলপুরে হকারের মৃত্যু
অভিযুক্তের শাস্তি, ক্ষতিপূরণও দাবি
কার স্বপন দাসকে পিটিয়ে খুন করায় অভিযুক্ত আরপিএফ কর্মীকে কড়া শাস্তি দেওয়ার দাবি ক্রমশ জেলার অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ছে। এই দাবিতে মঙ্গলবার সিউড়িতে জেলাশাসকের দফতরের সামনে সারা বাংলা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি একটি পথসভা করে। একই সঙ্গে জেলার বেশ কয়েকটি এলাকায় বিভিন্ন সংগঠন নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তুলেছে। স্থানীয় কাউন্সিলার তথা বোলপুরের পুরপ্রধান সুশান্ত ভকতের সঙ্গে বোলপুর স্টেশনে আরপিএফের ফাঁড়িতে গিয়ে এ দিন ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে এসেছেন নিহত স্বপন ওরফে ফেকনার মা মীরা দাস ও ভাই অরুণ দাস। তবে মঙ্গলবার রাত পর্যন্ত আরপিএফ অভিযুক্ত এএসআই এ কে চৌধুরীকে গ্রেফতার করতে পারেনি। এ দিনও আরপিএফের আধিকারিকেরা তাকে ‘পলাতক’ বলেই দাবি করে এসেছেন।
সোমবার সকালে ওই হকার খুনের ঘটনার জেরে বোলপুর স্টেশন চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। সোমবার রাতেই আরপিএফ-এর ডিআইজি (ইর্স্টান রেল) জিএম ঈশ্বর রাও ও জিআরপি-র ডিআইজি (রেল) স্বপন মাইতি বোলপুরে এসে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন। রেল পুলিশ সূত্রের খবর, সোমবার ঘটনার সময় স্টেশনে কর্তব্যরত জিআরপি ও আরপিএফের কিছু কনস্টেবলকে তাঁরা জিজ্ঞাসাবাদ করেন। এ নিয়ে অবশ্য মন্তব্য করতে চাননি ওই দুই আধিকারিক। তাঁরা বলেন, “অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। ওই ঘটনা নিয়ে আমরা কিছু বলব না।” অভিযুক্ত এএসআই কোথায়, তা নিয়েও আরপিএফের আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন।
স্বাভাবিক ছন্দে ফিরল বোলপুর স্টেশন। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
এ দিকে ওই দুই ডিআইজি তাঁদের সঙ্গে কথা না বলায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার। স্বপনবাবুর মা বলেন, “ওঁরা তদন্ত করতে এলেন। অথচ আমাদের সঙ্গেই কথা বললেন না!” সুশান্তবাবু বলেন, “আরপিএফের বোলপুরের ইন্সপেক্টর ডি বন্দ্যোপাধ্যায়ের কাছে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছি।” বোলপুর ব্যবসায়ী সঙ্ঘের সম্পাদক সুনীল সিংহ ও কোষাধ্যক্ষ সুব্রত ভকত বলেন, “মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য বোলপুর স্টেশন ম্যানেজারকে আমরা লিখিত ভাবে জানিয়েছি।”
সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সমীর ভট্টাচার্যের সঙ্গে একই সুরে বোলপুর স্টেশনের তৃণমূল শ্রমিক ইউনিয়নের হকার সংগঠনের কার্যকরী সভাপতি অশোক সাহানিও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন। সমীরবাবুর বক্তব্য, “আমাদের রেলওয়ে হকার্স ইউনিয়ন বারবার রেলের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছে। সম্প্রতি একটি কনভেনশনে হকারেরা তোলা আদায় নিয়ে আমাদের কাছে অভিযোগও করেছিলেন।” এর পরে রেল হকারদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বলেও তাঁর অভিযোগ। অশোকবাবুর দাবি, “মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.