পরিবহণকর্মীর মৃত্যুতে ক্ষোভ আসানসোলে |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কলকাতা থেকে আসানসোল আসার পথে অসুস্থ হয়ে সোমবার রাতে মৃত্যু হল মহম্মদ সেলিম (৪৫) এসবিএসটিসির (দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম) নামে এক বাসচালকের। এর জেরে মঙ্গলবার আসানসোলের এসবিএসটিসির ডিপোতে বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসি অনুমোদিত দুর্গাপুর ও আসানসোল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের কর্মীরা। সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া জানান, তাঁরা এই ম্যানেজািং ডিরেক্টর তথা আসানসোলের অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত আইকতের কাছে মৃতের পরিবারের একজনকে চাকরি ও এসবিএসটিসির কর্মীদের চিকিৎসার সুযোগের দাবি করেছেন। জয়ন্তবাবু জানান, দাবিগুলি বিবেচনা করা হবে। রাজুবাবু জানান, সোমবার দুপুর ১২টা নাগাদ বাস চালিয়ে কলকাতা থেকে আসানসোল আসছিলেন সেলিম। পানাগড়ের কাছে এসে তিনি অসুস্থ হন। তাঁকে কাঁকসা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
|
প্রয়াত লীলা মুখোপাধ্যায় |
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল হিরাপুরের প্রাক্তন সিপিএম বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন মেয়র বামাপদ মুখোপাধ্যায়ের স্ত্রী লীলা মুখোপাধ্যায়ের (৮০)। মঙ্গলবার দুুপুর সাড়ে চারটে নাগাদ মৃত্যু হয় তাঁর। গত ১০ মে বার্নপুরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তাঁর ছেলে অর্পণ মুখোপাধ্যায়। দু’দিন আগে তাঁর মৃত্যুর খবর লীলাদেবীকে দেওয়া হয়েছিল। |