টুকরো খবর
মেয়াদ শেষ, বাতিল হল বৈধ টিকিট
চুক্তির মেয়াদ ফুরানোর পরেও পদাতিক এক্সপ্রেসে ‘গোল্ডেন কোচ’-এ সফরের জন্য যাত্রীদের টিকিট দেয় বরাত পাওয়া সংস্থা। তাতেই বিপত্তি ঘটে। সোমবার ওই কোচে কলকাতা যাওয়ার টিকিট কেটে যেতে পারলেন না ১৫ জন যাত্রী। এ ভাবে দুর্ভোগে পড়তে হওয়ায় ক্ষুব্ধ ওই যাত্রীরা। রেল সূত্রেই জানা গিয়েছে, ৩ জুন পর্যন্ত ওই কোচ ভাড়া নিয়েছিল একটি ভ্রমণ সংস্থা। সে দিনের পরে গোল্ডেন কোচের টিকিট কেন বিলি করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংস্থার কর্ণধার শ্যাম শর্মা বলেছেন, “৩ জুন পর্যন্ত পদাতিক এক্সপ্রেসে গোল্ডেন কোচের বরাত আমরা পেয়েছিলাম। যাত্রীদের মধ্যে ভাল সাড়া পেয়ে আরও বাড়তি সময়ের জন্য বরাত দেওয়ার আবেদন করা হয়েছিল। আধিকারিকদের সঙ্গে কথা বলে আশা করেছিলাম আমাদের বাড়তি সময় দেওয়া হবে। তবে ২৯ মে জানতে পারি, বাড়তি সময় বরাত পাব না। তবে এর মধ্যেই ৪ এবং ৫ জুন কলকাতা যাওয়ার জন্য যাত্রীদের টিকিট দেওয়া হয়েছিল। ফোন করে যাত্রীদের সে কথা জানানো হয়েছে। সংস্থার কর্মীদের ভুলে কিছু যাত্রীর ফোন নম্বর রাখা ছিল না তাদের খবর দেওয়া যায়নি। তাই সমস্যা হয়েছে। ফোন নম্বর না থাকায় মঙ্গলবারের ৫ যাত্রীকেও খবর দেওয়া যায়নি। তাঁরা যাতে সমস্যা না পড়েন তা সংস্থার তরফে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।”

শো-কজ
খুনের মামলায় অভিযুক্তকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এসটিডি বুথ থেকে ফোন করতে দেখা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনার তদন্তের নির্দেশ দেন শিলিগুড়ি স্পেশাল জেলের সুপার টি আর ভুটিয়া। যে কারারক্ষী বন্দিকে হাসপাতালে নিয়ে যান, তাঁকে শোকজ করা হয়েছে। এই ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী। কারামন্ত্রী বলেন, “অভিযোগ গুরুতর এবং উদ্বেগজনক। জেল সুপারের কাছে রিপোর্ট তলব করা হবে। রিপোর্ট পেলে ব্যবস্থা নেব।” শিলিগুড়ি স্পেশাল জেলের সুপার টি আর ভুটিয়া বলেন, “ওই জেল কর্মী অন্যায় করেছেন। বিচারাধীন বন্দি খোলা জায়গায় ঘুরে বেড়াতে পারেন না। ঘটনাটি জানতে পেরেই কর্মীকে শোকজ করা হয়েছে।” এ দিন এক স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিনিধি মেডিক্যাল কলেজ হাসপাতালের মেন গেটের সামনে এমন ঘটনা দেখে জেল সুপারকে ফোন করেন।

মিলন মেলা
বনবস্তিবাসীদের সংস্কৃতি নিয়ে শুরু হল দু’দিনের মিলন মেলা। সোমবার কালচিনির রাজাভাতখাওয়া পঞ্চায়েত এলাকার গারো বস্তিতে ওই মেলার উদ্বোধন করেন আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায়। মেলার উদ্যোক্তা উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চ ও নেসপন নামে দুটি সংগঠন। বিধায়ক বলেন, “মিলন মেলায় এসে মানুষ জনজাতিদের হারিয়ে যাওয়া সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।” উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চ সূত্রে জানা যায়, দার্জিলিং থেকে কুমারগ্রাম পর্যন্ত বিস্তীর্ণ এলাকার বনবস্তির বাসিন্দারা মিলন মেলায় অংশগ্রহণ করেছেন। বনবস্তিবাসীর অধিকারের দাবিতে মেলার আয়োজন হলেও সেখানে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর সাংস্কৃতিক বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। শ্রমজীবী মঞ্চের উত্তরবঙ্গের আহ্বায়ক লালসিংহ ভুজেল বলেন, “মেলায় যোগ দিয়ে জঙ্গলের বাসিন্দারা একে অন্যকে জানতে পারবেন। শহরবাসীরাও জঙ্গলের জীবন সম্পর্কে ধারণা পাবেন।”

হয়রানির অভিযোগ
ফোনে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে প্রবীণদের হয়রান করার অভিযোগ উঠেছে। শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির এলাকায় ঘটনাটি ঘটেছে। সম্প্রতি এলাকায় গ্রাহকদের সুবিধার জন্য দ্বিতীয় একটি এজেন্সিকে গ্যাস সিলিন্ডার সরবরাহের দায়িত্ব দিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তার পরে হয়রানি বাড়ে বলে অভিযোগ। শিবমন্দিরেই রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও লাগোয়া এলাকার গ্রাহকদের অনেকেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিসার রণজিৎ কুন্ডু বলেন, “আমাদের মতো যাঁরা ফোনে বুকিং করতে অভ্যস্ত, তাঁদের সমস্যা হচ্ছে।” রণজিৎবাবুর অভিযোগ, মাঝেমধ্যেই সকাল থেকে গ্যাস সরবরাহকারী সংস্থার ফোন বেজে গেলেও অধিকাংশ সময়ে কেউ ধরেন না। দু-একবার ফোন তুললেও ‘কিছু শোনা যাচ্ছে না’ বলে অন্য প্রান্ত থেকে রেখে দেওয়া হয়। এজেন্সির বাগডোগরার সদর দফতরে ফোন করা হলেও দুর্ব্যবহার করার অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রাহকদের অনেকেই।

দুঃস্থ পড়ুয়াদের পাশে মন্ত্রী
উত্তরবঙ্গের ছয় জেলার দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। সোমবার দফতরের মন্ত্রী গৌতম দেব এই কথা জানান। ছয় জেলাশাসককে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই দুঃস্থ মেধাবীদের সাধ্যমতো সাহায্য করা হবে। এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে কুমারগ্রামের অনিতা মণ্ডু-সহ ৪ জনের হাতে ৭২ হাজার টাকার চেক দেন মন্ত্রী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.