পরের বারের পরীক্ষা শুরু হবে ১৩ মার্চ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ বারের ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সোমবার আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্টও ঘোষণা করেছে। পরের বারের পরীক্ষাসূচি: ১৩ মার্চ: বাংলা (এ) ও বাংলা (বি), হিন্দি (এ) ও হিন্দি (বি), নেপালি (এ) ও নেপালি (বি), সাঁওতালি, উর্দু, তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া, মরাঠি, গুজরাতি, পঞ্জাবি, অসমিয়া, আধুনিক তিব্বতি, অল্টারনেটিভ ইংরেজি। ১৫ মার্চ: ইংরেজি (এ) ও ইংরেজি (বি), পরিবেশ শিক্ষা (বেলা ২.৩০-৩.৩০)। ১৬ মার্চ: রাশিবিজ্ঞান, ধ্রুপদী ভাষা (সংস্কৃত, পালি, পার্সি, আরবি), আধুনিক বিদেশি ভাষা (ফরাসি), কৃষিবিজ্ঞান। ১৮ মার্চ: পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, শিক্ষাবিজ্ঞান, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ১৯ মার্চ: রাষ্ট্রবিজ্ঞান, ভূতত্ত্ব, সমাজবিজ্ঞান। ২০ মার্চ: গণিত, দর্শন। ২১ মার্চ: মনস্তত্ত্ব, ভূগোল, অর্থনৈতিক ভূগোল। ২৩ মার্চ: নৃতত্ত্ব, অর্থনীতি, চারুকলা, সঙ্গীত (দু’ঘণ্টার পরীক্ষা)। ২৫ মার্চ: জীববিদ্যা, হোম ম্যানজমেন্ট অ্যান্ড হোম নার্সিং, বাণিজ্যিক অর্থশাস্ত্র ও বাণিজ্যিক গণিত। ২৬ মার্চ: কম্পিউটার সায়েন্স ও মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। |
বিদ্যুতেও মুশকিল আসান তথ্যপ্রযুক্তি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত যে-কোনও অভিযোগের দ্রুত সমাধানের জন্য তথ্যপ্রযুক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। ই-মেলের মাধ্যমে বা সংস্থার ওয়েবসাইটে কোনও অভিযোগ এলে বিদ্যুৎকর্মীরা যাতে দ্রুত গ্রাহকদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন, তার জন্য একটি বিশেষ সেল গঠন করা হচ্ছে। অভিযোগ করলে গ্রাহককে একটি বিশেষ নম্বরও দেওয়া হবে। বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত জানান, এখন গ্রাহকেরা লিখিত অভিযোগ করেন। ধাপে ধাপে এই ব্যবস্থা তুলে দেওয়া হবে। তার পরিবর্তে তথ্যপ্রযুক্তি
এবং টেলিকম পরিষেবার মাধ্যমে দ্রুত পৌঁছে যাওয়ার চেষ্টা হবে গ্রাহকদের কাছে। |
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে প্রথম বর্ষের ভর্তির ফর্ম মিলছে অনলাইনে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জন্য www.presiuniv.ac.in, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়ের জন্য www.vidyamandira.ac.in ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জন্য www.rkmcnarendrapur.org। সুরেন্দ্রনাথ কলেজের জন্য www.sncadmissions.com ও www.collegeadmission.in দেখতে হবে। মৌলানা আজাদ কলেজের ওয়েবসাইট www.maulanaazadcollege.in ও বারাসত রাষ্ট্রীয় মহাবিদ্যালয়ের জন্য দেখতে হবে www.bgc.org.in। |