টুকরো খবর
মনোজ-ঋদ্ধি এগিয়ে রাখলেন দলকে
বার্বেডোজের উইকেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’-র আড়াইশো রান তাড়া করতেও শুরুতে সমস্যায় পড়া ভারত ‘এ’ দলের প্রথম ইনিংসকে টানল মিডল অর্ডার ব্যাটিং। যে উদ্ধার কার্যে অধিনায়ক চেতেশ্বর পূজারা (৫০) এবং রোহিত শর্মার (৯৪) সঙ্গে মানানসই হাত থাকল বাংলার দুই ব্যাটসম্যান মনোজ তিওয়ারি (৪০) এবং ঋদ্ধিমান সাহারও (৫৬)। রোহিত মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি মিস করেন। তবে ভারত ‘এ’ ২৭৭ রানে অল আউট হয়ে ২৫ রানের লিড নিয়েছে। চার দিনের বেসরকারি টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই অভিনব মুকুন্দ (০), শিখর ধাওয়ান (৯) এবং অজিঙ্ক রাহানে (০)-কে দলীয় মাত্র ২১ রানে হারানোর পরে প্রথমে ভারত ‘এ’-র ইনিংসের হাল ধরেন চতুর্থ উইকেটে পূজারা এবং রোহিত। তাঁদের পার্টনারশিপে ৯৩ রান ওঠার পরে ছয় ও সাত নম্বরে নেমে খুব মূল্যবান দুটো ইনিংস খেলেন মনোজ এবং ঋদ্ধি। খদ্ধির ৯২ বলে ছ’টা বাউন্ডারিতে সাজানো ব্যাটিং যদি ধৈর্যশীল ব্যাটিংয়ের প্রমাণ হয়, তা হলে মনোজের ৪৬ বলের ইনিংস (৩X৪, ২X৬) স্পষ্টতই ঝোড়ো। ক্যারিবিয়ানদের পক্ষে সেরা বোলার বছর চব্বিশের পেসার জোনাথন কার্টার (৫-৬৩)। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ বিনা উইকেটে ৩।

ব্রাজিলের হার, স্পেনের জয়
এক দিকে ২০১৪ বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিলকে প্রস্তুতি ম্যাচে মেক্সিকো ২-০ গোলে হারিয়ে দিল। অন্য দিকে ইউরো কাপের আগে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন শেষ প্রস্তুতি ম্যাচে চিনকে ৮৪ মিনিটের গোলে কোনও রকমে ১-০ হারাল। দাভিদ সিলভা গোল করেন। প্রাক বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মেক্সিকোর দুই প্রধান স্ট্রাইকার জিওভানি সান্তোস এবং জেভিয়ার হার্নান্দেজ গোল করেন। ব্রাজিল কোচ মানো মেনেজেস বলেছেন, “প্রথমার্ধে আমাদের আরও ঠান্ডা মাথায় খেলা উচিত ছিল। গোল হওয়ার আগে খেলাটাকে স্লো করে তোলার পাশাপাশি আরও ধৈর্য দেখানো দরকার ছিল। তবে তরুণ ফুটবলারে ঠাসা কোনও টিমের পক্ষে এটাই স্বাভাবিক।” মেক্সিকোর প্রথম গোলটি সেন্টার করতে গিয়ে গোলে ঢুকে যাওয়া নিয়েও মেনেজেস বলেছেন, “ওটা ওদের ভাগ্যের জোরে পাওয়া গোল নয়। স্কোরার আমাদের বক্সে ঢুকে তবেই শটটা নিয়েছে।” স্পেন আবার চিনের গোল লক্ষ্য করে গোটা ম্যাচে ১৮টা শট নিয়েও এক বারের বেশি সফল হয়নি। চোটের জন্য ইউরোর দল থেকে বাদ পড়া দাভিদ ভিয়ার বদলে প্রথম এগারোয় ঢোকা ফেরনান্দো তোরেস ম্যাচের সেরা। তোরেস নিজে ইউরো কাপে তাঁর ক্লাব ফুটবলে বিশ্রী স্মৃতি মুছে ফেলতে মরিয়া। ফাব্রেগাস থেকে শুরু করে জাভি, ইনিয়েস্তা-- সবাই বলছেন, এই টুর্নামেন্টে অন্য তোরেসকে দেখা যাবে। বেশি গোলে না জেতার ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না। কেন না বিশ্বকাপ ও ইউরো কাপ জেতার রাস্তায় বড় ম্যাচে অনেক ক্ষেত্রেই স্পেন এক গোলে জিতেছে।

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের দলে বাংলার সন্দীপন
কুয়ালা লাম্পুরে আগামী ২২ জুন-২ জুলাই অনুষ্ঠেয় অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেটে জাতীয় দলে সুযোগ পেল বাংলার সন্দীপন দাস। এ বছর জাতীয় স্তরে বাংলাকে প্লেট থেকে এলিটে তোলায় বড় ভূমিকা নিয়েছিল অনূর্ধ্ব ১৯ বাংলা দলের অধিনায়ক সন্দীপন। ডান হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান, মিডিয়াম পেস বলও করে সন্দীপন। জগদ্দলের ছেলে সন্দীপনের ক্রিকেটে হাতেখড়ি নৈহাটি স্পোর্টিং ক্লাবের দেবেশ চক্রবর্তীর কাছে। ঐক্য সম্মিলনীর ক্রিকেটারের আদর্শ সচিন ও রাহুল। বেঙ্গালুরুতে তিনটে ট্রায়াল ম্যাচে ৭৪, ৭৮ নট আউট ও ৮০ রানের ইনিংসই জাতীয় দলের দরজা খুলে দিয়েছে বলে ধারণা বাংলার ক্রিকেটমহলের। সন্দীপনের নিজের বক্তব্য, “সুযোগ পেয়ে ভাল লাগছে। কুয়ালা লাম পুরে পারফরম্যান্স করে দেখানোটাই এখন লক্ষ্য।” ও দিকে, অনূর্ধ্ব ১৬ বিভাগে চেন্নাইয়ে বোর্ডের স্পেশালাইজড অ্যাকাডেমিতে ডাক পেল বাংলার তিন ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরন, পার্থ কুণ্ডু ও ঋত্বিক রায়চৌধুরি।

বড় দায়িত্ব সচিনের, বলছেন সানি
শুধু ক্রিকেট বা অন্য খেলার অগ্রগতি নয়, রাজ্যসভার সদস্য হিসেবে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সামগ্রিক ভাল করাই সচিন তেন্ডুলকরের উদ্দেশ্য হতে পারে বলে মনে করছেন সুনীল গাওস্কর। রাজ্যসভার সদস্য হিসেবে আজ শপথ নিয়েছেন সচিন। আজই প্রাক্তন ভারত অধিনায়ক গাওস্কর বলেছেন, “আমার মনে হয় কখনওই ওর শুধু খেলাধুলোর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এটা একটা দুর্দান্ত সুযোগ, এমন একটা মঞ্চ যেখানে সচিনের প্রজন্মের মতামত জানা যাবে। জানা যাবে দেশের ভালর জন্য কী কী করা যেতে পারে।” গাওস্কর যোগ করেছেন, “সচিন কী ভাবে ব্যাপারটাকে দেখছে, সেটা ওর ব্যাপার। কিন্তু এটা একটা দুর্দান্ত মঞ্চ। ও যদি দেশের জন্য কিছু করতে সাহায্য করতে পারে, তার চেয়ে ভাল কিছু হবে না। দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে সচিনের, সে জন্যই রাজ্যসভায় ওর আসাটা ভাল ব্যাপার। আমি আশা করব সচিন ওর এই ইনিংসটা টেস্ট ম্যাচের মতো খেলবে। প্রথমে ভি-এর মধ্যে খেলা, তার পরে নিজের শট খেলা। সচিন যখন কথা বলে, সবাই শোনে। এটা ওর কাছেও বড় দায়িত্ব।” গাওস্কর জানাচ্ছেন, সচিন কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নন বলে কোনও বিষয় নিয়ে বলতে তাঁর সমস্যা হওয়ার কথা নয়।

রানের পাহাড়ে কালীঘাট
সেঞ্চুরির পরে শ্রীবৎস। সোমবার ইডেনে।-নিজস্ব চিত্র
এ এন ঘোষ ট্রফির ফাইনালে আগে ব্যাট করে রানের পাহাড় গড়ল কালীঘাট। প্রতিপক্ষ মোহনবাগানে একগাদা ভারী নাম, কিন্তু ইডেনে টস জিতে আগে ব্যাট করে ৮৫ ওভারে কালীঘাট তুলল ৪০১-৭। চমৎকার সেঞ্চুরি পেলেন শ্রীবৎস গোস্বামী (১০৫ বলে ১০৪)। তিনি দ্রুত রান তুললেন বলেই কালীঘাটের স্কোর ৪০০ পেরোয়। এ ছাড়া সুদীপ চট্টোপাধ্যায় করেন ৯৮, অলোকেন্দু লাহিড়ির অবদান ৮২ নট আউট। সন্দীপ যাদব করেন ৩৫, মহেশ তিওয়ারি ৩৮। মোহনবাগানের হয়ে সঞ্জীব সান্যাল নেন ৬৮ রানে পাঁচ উইকেট। একটি করে উইকেট নেন লক্ষ্মীরতন শুক্ল ও অভিষেক ঝুনঝুনওয়ালা। খেলা চলবে। অন্য দিকে, সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে লিগ সেমিফাইনালে ইস্টবেঙ্গল এ দিন গতকালের ২৫২-৫ থেকে শুরু করে শেষ পর্যন্ত তোলে ৩৯৬। ঋতম পোড়েল করেন ১৬২, শুভজিৎ বন্দ্যোপাধ্যায় ৫৮। টাউনের হয়ে সফলতম বোলার রণদেব বসু নেন ৬২ রানে চার উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে টাউন করেছে ৯৪-৩। আজ মঙ্গলবার খেলার শেষ দিন।

বিজেন্দ্রর প্রেরণা লিয়েন্ডার
বেজিং অলিম্পিকে নিজের ভুলে ফাইনালে উঠতে পারেননি বক্সার বিজেন্দ্র সিংহ। আসন্ন লন্ডন অলিম্পিকে সেই ভুলটা আর করতে চান না তিনি। বেজিংয়ের ব্রোঞ্জ পদক নিয়ে দেশে যতই তাঁকে নিয়ে হইচই হোক না কেন ওই পদক মোটেই মন ভরাতে পারেনি বিজেন্দ্রর। এ দিন বললেন “ওই বছর আমি যে রকম ফর্মে ছিলাম, অনেকেই ভেবেছিল আমি ফাইনালে যাব। কিন্তু সেমিফাইনালে আমার নিজের কয়েকটি ভুলে সেই সুয়োগটা হারাই। লন্ডন থেকে সোনার মেডেলটা আমার যে কোনও প্রকারে চাই এ বার।” লিয়েন্ডার পেজের ধারাবাহিকতাই বিজেন্দ্রর প্রেরণা। “দেখুন লিয়েন্ডারকে দেখি আর ভাবি। লোকটা হাসতে হাসতে এই বয়েসেও একের পর এক গ্র্যান্ড স্লাম জিতে চলেছে। ভাবা যায়। তবে ওর লড়াকু ভাবটাকেই আমি শ্রদ্ধা করি এবং নিজেও সেটাকে অনুসরণ করি।”

ফুটবল মরসুম শুরু নিঃশব্দে
তীব্র গরমে ময়দানে ফুটবল মরসুম শুরু হল নিঃশব্দে। সোমবার কলকাতা লিগের পঞ্চম ডিভিশনের খেলা ছিল। ময়দানের বিভিন্ন মাঠে খেলাগুলি হয়। তবে টুকরো অভিযোগ এসেছে সব ক’টি মাঠেই ঠিকঠাক সাদা দাগ না থাকার। গ্রিয়ার মাঠে অ্যাম্বুলেন্স ছিল না। তবে চোট-জনিত কোনও সমস্যার সামনে পড়তে হয়নি ফুটবলারদের। প্রথম ডিভিশনের ক্লাবগুলি লিগ শুরুর আগে খেলবে ট্রেডস কাপে। যা শুরু হবে শুক্রবার। চতুর্থ ডিভিশনও শুরু ওই দিন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.