উত্তরপাড়া থানার উদ্যোগে এবং পুরসভার সহযোগিতায় দু’দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। গত শনি ও রবিবার উত্তরপাড়া জয়কৃষ্ণ সাধারণ পাঠাগারের মাঠে ‘ফ্রেন্ডশিপ ফুটবল’ নামে ওই প্রতিযোগিতা হয়। থানার সদ্যপ্রাক্তন আইসি অসিত সাউ জানান, উত্তরপাড়া-কোতরং পুরসভার ১৬টি ওয়ার্ড ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। চ্যাম্পিয়ন হয় ২১ নম্বর ওয়ার্ড। রবিবার নৈশালোকে ফাইনালে তারা ১-০ গোলে হারায় ১০ নম্বর ওয়ার্ডকে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রাক্তনীদের মধ্যে প্রদর্শনী ম্যাচ হয়। ইস্টবেঙ্গল ৩-২ গোলে মোহনবাগানকে হারিয়ে দেয়। সাংবাদিকদের সঙ্গে থানা এলাকার গ্রামরক্ষী বাহিনীর মধ্যেও একটি প্রদর্শনী ম্যাচ হয়। খেলাটি ২-২ গোলে ড্র হয়।
|
পুকুরে ডুবে মারা গেল দাদা-ভাই। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতার গাজিপুর গ্রামে। পুলিশ জানায়, মৃত শুভ ঘোষ (১০) এবং অমিত ঘোষের (১৬) বাড়ি কলকাতার কাঁকুড়গাছিতে। পুলিশ সূত্রের খবর, গাজিপুরে শুভর মামার বাড়িতে প্রতি বছর কালীপুজো হয়। এ বছরও কালীপুজো ছিল শনিবার রাতে। বাবা অসীম ঘোষ এবং মা শম্পার সঙ্গে কালীপুজো দেখতে এসেছিল শুভ। তাদের সঙ্গে ছিল শুভর জেঠতুতো দাদা অমিত। সে এ বার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সাঁতার না জানলেও এ দিন ওই দু’জন শুভর মামাবাড়ির সামনের পুকুরে নেমেছিল। পরে পুকুর থেকেই তাদের দেহ মেলে। |