টুকরো খবর
রাষ্ট্রপতি-প্রার্থী কে, ভার সনিয়াকেই
রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস তথা ইউপিএ-র তরফে প্রার্থী মনোনয়নের দায়িত্ব আজ আনুষ্ঠানিক ভাবে সনিয়া গাঁধীর হাতে তুলে দিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। তাৎপর্যপূর্ণ যে, এ দিন ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের বর্ষীয়ান নেতা ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে দিয়ে প্রস্তাবটি পেশ করানো হয়। তার পর সেই প্রস্তাবে সম্মতি দেন ওয়ার্কিং কমিটির বাকিরা। শুধু প্রস্তাব পেশ করাই নয়, বৈঠকের পর প্রণবকেই আজ দলের তরফে সাংবাদিক বৈঠক করার দায়িত্ব দেয় কংগ্রেস হাইকম্যান্ড। ফলে প্রণববাবুর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন তৈরি হল বলে মনে করছেন কংগ্রেস নেতারাই। বস্তুত আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে রাজনৈতিক তৎপরতা শুরু হতেই প্রণববাবুর নাম বিভিন্ন শিবির থেকে তোলা হচ্ছিল। আজ সাংবাদিক বৈঠকেও এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়। জবাবে সহাস্য প্রণব বলেন, “কংগ্রেস কেন্দ্রে প্রধান শাসক দল। লোকসভা ও রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ সংখ্যা সব থেকে বেশি। তাই কংগ্রেস স্বভাবতই রাষ্ট্রপতি ভোটে প্রার্থী মনোনয়ন করতে চাইবে। কে প্রার্থী হবেন সে ব্যাপারে কংগ্রেস সভানেত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।” সর্বভারতীয় কংগ্রেসের এক শীর্ষ নেতার বক্তব্য, এর পর প্রণববাবুর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়েই প্রশ্ন রয়ে গেল। কেন না যিনি রাষ্ট্রপতি প্রার্থী হবেন, তাঁকে দিয়েই প্রস্তাব পেশ করা হল এবং সাংবাদিক বৈঠক করানো হল বলেই সন্দেহ দেখা দিচ্ছে। যদিও দলের একটি অংশের মতে, প্রণববাবু দলের অন্যতম বর্ষীয়ান নেতা। তাই তাঁকেই ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে অন্য কোনও মানে খোঁজার চেষ্টা করা অর্থহীন।

উচ্চ মাধ্যমিকে অসমে এগিয়ে মেয়েরাই
উচ্চ মাধ্যমিকের ফলাফলের পাশের হারে অসমের ছেলেদের পিছনে ফেলল মেয়েরা। মোট ২,১৯,১৪০ জন ছাত্রছাত্রীর মধ্যে, ছেলেদের পাশের হার ৭৪.৬০ শতাংশ। মেয়েদের হার ৭৫.৩৫ শতাংশ। বিজ্ঞান ও বাণিজ্য উভয় শাখাতেই ব্রহ্মপুত্র উপত্যকাকে হারিয়ে দিয়েছে বরাক। বিজ্ঞান শাখায় ৪৮২ নম্বর পেয়ে প্রথম হয়েছে শিলচরের রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের ছাত্র সাংখ্য চক্রবর্তী। দ্বিতীয় ডিব্রুগড়ের সল্টব্রুক অ্যাকাডেমির দীক্ষিতা শইকিয়া। তৃতীয় স্থানে পাঠশালার আনন্দরাম বরুয়া কলেজের ছাত্রী মাসুম দাস। কলা শাখায় যুগ্ম প্রথম পাঠশালার কৃষ্ণকান্ত সন্দিকই জুনিয়র কলেজের ছাত্রী মীণাক্ষী কাকতি ও ডিব্রুগড় সল্টব্রুকের অনিন্দিতা চক্রবর্তী। দ্বিতীয় লখিমপুর খেলমাটি জিনিয়াস অ্যাকাডেমির বনজ্যোৎস্না মহন্ত। তৃতীয় ডিব্রুগড় সল্টব্রুকের সুখার্থীনি দেবী। বাণিজ্য শাখায় ফের শিলচর প্রথম। রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের যুগলকিশোর রাঠি ৪৪৬ নম্বর পেয়ে প্রথম। দ্বিতীয় স্থানে রয়েছে গৌহাটি কমার্স কলেজের ছাত্র শুভম ভারতীয়া। তৃতীয় স্থানে শিলচরের রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের ছাত্র শিবম দত্ত।

দিল্লি মেট্রোয় ঝাঁপ
আজ সকালে দিল্লির তিলক নগর মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ৩১ বছর বয়সী এক মহিলা। সকাল ১০টা নাগাদ দ্বারকা থেকে আসা ট্রেনটির সামনে আচমকাই ঝাঁপ দেন ওই মহিলা। এক মাসের মধ্যে দিল্লির মেট্রোয় এটি চতুর্থ আত্মহত্যার ঘটনা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.