টুকরো খবর |
লইডি আলোর কারখানা রাজ্যে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চালু হল পূর্বাঞ্চলের প্রথম ‘এল ই ডি’ আলো তৈরির কারখানা। স্থানীয় সংস্থা জাগওয়ানি প্রজেক্টস ৫ কোটি টাকা বিনিয়োগে উলুবেড়িয়া গ্রোথ সেন্টারে ৩৩ হাজার বর্গ ফুট এলাকা জুড়ে এই কারখানা তৈরি করেছে। প্রথম দফায় পাঁচ হাজার বর্গফুট জায়গায় উৎপাদন শুরু হল। প্রথম বছরে ব্যবসার অঙ্ক ৫০ কোটি টাকা ছোঁবে বলে সংস্থার দাবি। সোমবার কারখানাটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
|
ইমামির বিপণন দূত |
খেলাধূলার জগতে প্রসার বাড়াতে ফাস্ট রিলিফ ব্র্যান্ডের মলমের জন্য পাঁচ খেলোয়াড়কে বিপণন দূত নিযুক্ত করল ইমামি। ক্রিকেটার গৌতম গম্ভীর, কুস্তিগীর সুশীল কুমার, ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল এবং বক্সার বিজেন্দ্র সিংহ ও মেরি কম বিপণন দূত হচ্ছেন। পাশাপাশি, অমিতাভ বচ্চনও এই পণ্যের বিপণন দূত থাকছেন বলে দাবি সংস্থার।
|
সংস্থার শিরোপা |
বিদ্যুৎ ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করার জন্য বিশেষ সম্মান পেল ‘পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থা’। সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী সুশীলকুমার শিন্ডে সংস্থার চেয়ারম্যান অমরেশচন্দ্র সরকারের হাতে এই সম্মানপত্র তুলে দেন। |
|