চালকের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে বাঁচল হাওড়াগামী ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার। সোমবার সকালে মল্লারপুর স্টেশন ছাড়ার পরপরই বিকট আওয়াজ পেয়ে ওই ট্রেনের চালক বুঝতে পারেন ইঞ্জিনে কোনও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বেগতিক বুঝে গাড়ি থামান তিনি। পরে দেখা যায় ইঞ্জিনের রেডিয়েটরের ফ্যানের কাছে থাকা লোহার জাল ভেঙে পড়েছে। ঘণ্টাখানেক পরে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।
|
মৃত্যু হল জেলার বিশিষ্ট চিকিৎসক সুশীল বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বয়স হয়েছিল ৮৮। রবিবার গভীর রাতে সাঁইথিয়ার বাসগৃহে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সাঁইথিয়া বিবেকানন্দ হোমিওপ্যাথিক কলেজ প্রতিষ্ঠার পেছনে অন্যতম ভূমিকা ছিল এই অ্যালোপ্যাথি চিকিৎসক সুশীলবাবু। তিনি বহুদিন ওই কলেজে বিনা পারিশ্রমিকে ক্লাসও নিয়েছেন। |