|
|
|
|
টুকরো খবর |
জনসমক্ষে নাচায় চার মহিলা খুন পাকিস্তানে |
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
জনসমক্ষে পুরুষদের সঙ্গে নাচার অপরাধে চার মহিলাকে খুন করার অভিযোগ উঠল পাকিস্তানে। যদিও উচ্চপদস্থ সরকারি আমলারা অভিযোগটিকে অস্বীকার করেছেন। পাক সংবাদমাধ্যমের একাংশের খবর, উপজাতি অধ্যুষিত খাইবার-পাখতুনখোয়া প্রদেশের কোহিস্তান জেলায় কোনও একটি বিয়ের অনুষ্ঠানে নাচ করছিলেন ওই চার মহিলা। পরে এই অনুষ্ঠানের একটি মোবাইল ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, ওই চার মহিলার সঙ্গে নাচ করছেন দু’জন পুরুষ। অভিযোগ, ‘আপত্তিকর’ এই দৃশ্যে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ‘জিরগা’ বা ধর্মীয় পরিষদ চার মহিলা ছাড়াও অভিযুক্ত দুই পুরুষকে মৃত্যুদণ্ড দেয়। যার ফলে খুন হতে হয় ওই মহিলাদের।
|
সাসপেন্ড পাক অভ্যন্তরীণ মন্ত্রী |
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
ইউসুফ রাজা গিলানির পরে পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিপাকে পড়লেন অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক। দ্বৈত নাগরিকত্ব থাকায় মালিককে পার্লামেন্টের সদস্যপদ থেকে সাসপেন্ড করেছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি আদালত অবমাননার দায়ে শীর্ষ আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী গিলানি। এক সময়ে ব্রিটেনের নাগরিক ছিলেন রেহমান মালিক। আইন অনুযায়ী, পার্লামেন্টের নির্বাচনে লড়ার আগে তাঁর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করা প্রয়োজন। তিনি সেই শর্ত মেনেছেন কি না তা জানতে চেয়েছিল কোর্ট। এই বিষয়ে ব্রিটেনের অভিবাসনের দায়িত্বপ্রাপ্ত বর্ডার এজেন্সির ঘোষণাপত্র দেখতে চেয়েছিল তিন সদস্যের বেঞ্চ। কিন্তু আজ সেই ঘোষণাপত্র পেশ করতে পারেননি রেহমানের আইনজীবী। ফলে, তাঁকে সাসপেন্ড করার অন্তর্বর্তী আদেশ জারি হয়েছে। |
|
|
|
|
|