টেমসে হাজার নৌকোর রাজকীয় যাত্রার পরে এ বার জনতার সঙ্গে নিজের প্রাসাদের বাগানে মুখোমুখি হচ্ছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। আজ তাই বাকিংহাম প্যালেসের দরজা খুলছে ১০ হাজার মানুষের জন্য।
গত কাল বৃষ্টি আর ঠান্ডা উপেক্ষা করে বজরায় রানিকে দেখতে এসেছিলেন অসংখ্য মানুষ। আজ অবশ্য ঝলমলে সকাল। আগে ভোটে অংশ নিয়ে বিনামূল্যে রাজপ্রাসাদে প্রবেশের টিকিট জিতেছেন যে ১০ হাজার জন, তাঁরাই আজ রানির আয়োজন করা ‘পিকনিক’-এ যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। |
বাকিংহাম প্যালেসের বাইরে মানুষের ঢল। সোমবার লন্ডনে। ছবি- এ এফ পি |
পাশাপাশি রয়েছেন রাজপরিবারেরই দু’হাজার অতিথি। রানির তরফে এই ১২ হাজার অতিথির জন্য উপহার, খাবারে সাজানো সুন্দর বাস্কেট। যাতে ছিল, ‘ডায়মন্ড জুবিলি চিকেন’, স্মোকড স্যামন, কেক, পুডিং, শ্যাম্পেন। ভারতের বিয়ারও বিশেষ জায়গা করে নিয়েছে এই বাস্কেটে। প্রত্যেকটি খাবার রানি নিজে আগে চেখে দেখেছেন। ছ’মাস ধরে এই ‘মেনু’ তৈরির পরে রানির কাছ থেকে রীতিমতো সম্মতির সিলমোহর আদায় করতে হয়েছে বাকিংহাম প্যালেসের দুই ‘শেফ’ মার্ক ফ্ল্যানাগান এবং হেস্টন ব্লুমেন্থালকে।
খাওয়াদাওয়ার পাট চুকলে প্রাসাদের বাইরে কুইন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ধারে বসল গানের আসর। জেমস বন্ড খ্যাত ‘ডায়মন্ডস আর ফরএভার’ ছবিতে শার্লি বেসির গাওয়া ওই নামের গানটিই বেসির সঙ্গে নতুন ভাবে
গাইলেন এলটন জন, ক্লিফ রিচার্ড, টম জোনস, রবি উইলিয়ামসের মতো শিল্পীরা।
রাতের দিকে মঞ্চে উঠলেন রানি। নকশা কাটা বিশেষ পাত্রে একটি হিরে নিজে হাতে রেখে জ্বালালেন জাতীয় মশাল। |
|
|
বাকিংহাম প্যালেসের বাইরে গানের আসরে ক্লিফ রিচার্ড (বাঁ দিকে)
ও রবি উইলিয়ামস। ছবি- -এএফপি |
|
অভিষেকের ৬০ বছর উপলক্ষে এমন আরও ৪২০০ মশাল জ্বলবে বিশ্ব জুড়ে।
উদ্যাপনের শেষ দিন, কাল। রাজপরিবারের দু’হাজার অতিথিকে নিয়ে সেন্ট পল্স ক্যাথিড্রালে থ্যাঙ্কসগিভিং-এর অনুষ্ঠান হবে কাল সকালবেলা। তার পরে ম্যানসন হাউসে যাবেন রানি। সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সঙ্গে যাওয়া হচ্ছে না স্বামী ডিউক এফ এডিনবরার। সেখানে রানিকে অভ্যর্থনা জানাবেন লন্ডনের মেয়র। তার পরে ফের গান এবং ওয়েস্টমিনস্টার হল-এ খাওয়াদাওয়া। দুপুর আড়াইটে নাগাদ লন্ডনের পথে পথে নজরকাড়া ঘোড়ার গাড়িতে ঘুরবেন রানি।একেবারে শেষে বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে সপরিবার এসে দাঁড়াবেন রানি। রয়্যাল এয়ার ফোর্স-এর একঝাঁক বিমান উড়ে যাবে রাজপরিবারের সম্মানে। তার পরে প্রথামাফিক গুলি ছুড়ে শেষ হবে জমকালো ‘উইকএন্ড’।
এ বারের মতো শেষ হলেও লন্ডনে কিন্তু এখন থেকেই রানির অভিষেকের ‘প্ল্যাটিনাম জুবিলি’ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। অনুষ্ঠানে আসা এক উৎসাহী দর্শক বলেই ফেললেন, “দশ বছর দেখতে দেখতে কেটে যাবে। আর আমাদের রানি তো দিব্য আছেন!” |