অবৈধ কয়লার ঠেকে অভিযানে গিয়ে আক্রান্ত হল পুলিশ। সোমবার সন্ধ্যায় কুলটির সবনপুর এলাকার ঘটনা। পাঁচ জন পুলিশকর্মীকে বেধড়ক মারধর করা ছাড়াও দু’জনের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, কুলটি এলাকায় কানাই দাস নামে এক বাসিন্দা দীর্ঘ দিন ধরে অবৈধ কয়লার কারবার চালাচ্ছে বলে অভিযোগ। সোমবার সন্ধ্যায় কুলটি থানার একটি দল ওই অবৈধ কয়লার ঠেকে অভিযানে যান। সেই সময়ে কিছু দুষ্কৃতী পুলিশকে আক্রমণ করে। বাঁশ, রড দিয়ে বেধড়ক মারা হয় পাঁচ জন পুলিশকর্মীকে। অতনু মুখোপাধ্যায় ও জয়ন্ত দাস নামে দু’জনের আগ্নেয়াস্ত্রও ছিনতাই করা হয়। খবর পেয়ে পুলিশ কমিশনারেটের একটি দল ঘটনাস্থলে যায়। আহত পাঁচ পুলিশকর্মীকে উদ্ধার করে আসানসোলের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, দুষ্কৃতীদের খোঁজ চলছে।
|
পাট্টা জমিতে নির্মাণকাজ করার সময়ে তণমূল কর্মীদের বাধা দিতে গেলে তাঁরা জমির মালিক ও তাঁর এক প্রতিবেশীর খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। জামুড়িয়ার পুরাতন জামশোলের ঘটনা। জমির মালিক অক্ষয় মণ্ডল ও প্রতিবেশী ভ্রমর মণ্ডল জামুড়িয়া কেন্দা ফাঁড়িতে অভিযোগ করেন, শনিবার রাত ৮টা নাগাদ তৃণমূল কর্মী নিমাই মণ্ডল, যাদব মণ্ডল, পরেশ মণ্ডল-সহ জনা দশেক তৃণমূল-কর্মী তাঁর ও ভ্রমর মণ্ডলের বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। ওই তৃণমূল কর্মীরা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
|
সদ্য সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া কয়েক জন তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। তৃণমূলের আঞ্চলিক কমিটির সভাপতি দিলীপ সিংহ কেন্দা ফাঁড়িতে অভিযোগে জানান, সদ্য সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া বাপ্পা মণ্ডল, দেবাশিস মণ্ডল-সহ কয়েক জন শনিবার সন্ধ্যায় তাঁকে ফোনে হুমকি দেয়। এর পরে রাত ৮টা নাগাদ বাপ্পা ও দেবাশিসের নেতৃত্বে জনা কয়েক দুষ্কৃতী দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। বাপ্পাবাবুরা অভিযোগ অস্বীকার করেছেন।
|
কাটোয়া
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পদযাত্রা। সকাল ৭টা।
আলোচনা সভা। বিকাল ৪টা। উদ্যোগ: কাটোয়া পৌরসভা।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা। স্টুডেন্ট হেলথ হোম।
বিকাল ৪টা। উদ্যোগ: সেন্ট জনস অ্যাম্বুলেন্স, কাটোয়া শাখা। |