টুকরো খবর |
ল্যান্ড-মাইন, বন্দুক উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফের ল্যান্ডমাইন উদ্ধার হল পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকার জঙ্গলঘেরা বাঘঘোরা থেকে। এক সময়ে এই এলাকায় মাওবাদী-জনগণের কমিটির অবাধ গতিবিধি ছিল। শুক্রবার যৌথ বাহিনীর রুটিন টহলের সময়ে মোরাম রাস্তার নীচে মাইন পোঁতা আছে বলে মেটাল ডিটেক্টরে ধরা পড়ে। শনিবার বম্ব স্কোয়াড গিয়ে মাটি খুঁড়ে মাইনটি উদ্ধার করার পরে তা নিষ্ক্রিয় করে। এ দিনই গড়বেতার লাপুরিয়ার একটি পুকুর থেকে তিনটি একনলা বন্দুক ও দু’টি ব্যাগে ভর্তি প্রায় এক হাজার গুলি উদ্ধার করেছে পুলিশ। পুকুরটির মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রামের সোনামুখী জঙ্গল থেকে সিআরপি একটি একনলা বন্দুক, একটি পাইপগান, ৩০ রাউন্ড তাজা কার্তুজ, কয়েকটি মাইন, বিস্ফোরক, বোমা এবং বেশ কিছু মাওবাদী পুস্তিকা ও নথিপত্র উদ্ধার করেছিল। সিআরপি-র দাবি, মাওবাদীরাই জঙ্গলের এক জায়গায় ঝোপঝাড়ের আড়ালে মাটিচাপা দিয়ে সেগুলি লুকিয়ে রেখেছিল। |
ছোট আঙারিয়ার মামলায় ফের জট
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এগারো বছর আগের সেই ছোট আঙারিয়া মামলায় দীর্ঘ দিন ফেরার থেকে যাওয়া অন্যতম অভিযুক্ত সিপিএম কর্মী দিল মহম্মদ গত বছর ধরা পড়ার পরে গত ১৪ মে নতুন করে চার্জ-গঠন হয়েছিল। মেদিনীপুরের পঞ্চম অতিরিক্ত জেলা-দায়রা বিচারক ইন্দ্রনীল ভট্টার্চাযের এজলাসে শনিবার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক হওয়ার কথা ছিল। কিন্তু খুন ও অস্ত্র আইনের ধারায় চার্জ-গঠন নিয়ে আপত্তি তুলে অভিযুক্তপক্ষ ইতিমধ্যে হাইকোর্টের শরণাপন্ন হওয়ায় দায়রা আদালতে মামলাটি আপাতত মুলতুবি হয়ে গেল। মেদিনীপুর আদালতে ফের আগামী ৩ জুলাই মামলার দিন ঠিক হয়েছে। কিন্তু হাইকোর্টে নিষ্পত্তি না-হলে মেদিনীপুরেও দায়রা-বিচার শুরু হতে পারবে না। |
ছাত্রের মৃত্যু |
নিখোঁজ ঝাড়গ্রামের সাঁকরাইলের এক কলেজ ছাত্রের দেহ উদ্ধার হল শুক্রবার, সাঁকরাইলেরই লাউদহ অঞ্চলের একটি শুকনো খাল থেকে। পাপুন মাহাতো (২১) নামে ওই তরুণ সাঁকরাইলের কুলটিকরি কলেজের ইতিহাস অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি স্থানীয় কাশীডাঙা-বড়দা গ্রামে। |
|