|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
আলোকচিত্র উত্তীর্ণ হয় চিত্রীয় বৈভবে |
মৃণাল ঘোষ |
শম্ভু দাসের আলোকচিত্রের ‘বিয়ন্ড দ্য লেন্স’ শীর্ষক দ্বিতীয় একক প্রদর্শনী অনুষ্ঠিত হল সম্প্রতি অ্যাকাডেমির ওয়েস্ট গ্যালারিতে। পেশায় শিক্ষক এই শিল্পী আলোকচিত্র নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেছেন। স্বাভাবিকতাকে উপস্থাপিত করাই যে আলোকচিত্রের একমাত্র দায় নয়, প্রকৃতির সত্তার গভীরে প্রবেশ করে তা যে অনেক অজানা রহস্যকে উদ্ভাসিত করতে পারে, তাঁর ছবি দেখলে এটা অনুধাবন করা যায়। অভিব্যক্তিবাদী আলোকচিত্রের বিশেষ ধারাটিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ক্যামেরাকে রং-তুলির বিকল্প হিসেবে ব্যবহার করে আলোকচিত্রকে তিনি চিত্রীয় বৈভবে উত্তীর্ণ করতে পেরেছেন। |
|
প্রদর্শনী
চলছে
সিমা: সঞ্জীব, সন্তোষ, তুষার প্রমুখ ৩০ জুন পর্যন্ত।
অ্যাকাডেমি: শ্রীপর্ণা, সোমনাথ, রিনি, প্রশান্ত ৫ জুন পর্যন্ত।
মিহির কয়াল ৫ জুন পর্যন্ত।
গ্যালারি গোল্ড: ‘এলো মেলো তুলির টানে’ ৫ জুন পর্যন্ত।
গগনেন্দ্র প্রদর্শশালা: জয়ন্ত বেরা ৭ জুন পর্যম্ত।
গ্যাঞ্জেশ আর্ট: পার্থ শাহ, অনিতা গোপাল প্রমুখ ১০ জুন পর্যন্ত। |
|
|
|
|
|