অন্ধ্রপ্রদেশের পেনুকোন্ডার পর এবার উত্তরপ্রদেশের জৈনপুরে মেহরুহা রেল স্টেশনের কাছে খেত্রাসরাইয়ে লাইনচ্যুত হল হাওড়া-দেরাদুনগামী এক্সপ্রেস। দুটি আংশিক ও পাঁচটি কামড়া সম্পূর্ণ ভাবে উল্টে যায়। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে মৃতের সংখ্যা ৭ এবং আহত ৫০। এর মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। দুপুর ১ টা নাগাদ মেহরুহা স্টেশন ছেড়ে লক্ষ্ণৌ যাওয়ার পথে লাইনচ্যুত হয় ট্রেনটি। এখনও পর্যন্ত সঠিক কারণ জানা না গেলেও সিগনালিং ব্যবস্থার ত্রুটির জন্যই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।
উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে পৌঁছায় মেডিক্যাল রিলিফ ও উদ্ধারকারী ট্রেন। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় মানুষ ও প্রশাসন। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছেন রেলমন্ত্রী মুকুল রায়। ইতিমধ্যেই ঘটনায় নিহতদের পরিবারপিছু পাঁচ লক্ষ ও আহতদের পরিবারপিছু এক লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।
হেল্পলাইন নম্বর:
• রাইটার্স বিল্ডিং: ০৩৩-২২৫৪৪৪৭৮ • ব্যান্ডেল: ০৩৩-২৬৩১৬৩৭৭
• বর্ধমান: ০৩৪২২৫৬১৬০১
• হাওড়া: ০৩৩-২৬৪০২২৪১/৪২৪৩
• লক্ষ্মৌ: ০৫২২২৬৩৫৮৪৪ |
• হাওড়া সংলগ্ন ইস্ট ওয়েস্ট বাইপাসে একটি বাসে আগুন ধরিয়ে দেয় বনধ সমর্থকেরা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন হয় পুলিশবাহিনী। অন্যদিকে হাওড়া ব্রিজে অবরোধ করে বনধ সমর্থকারীরা। গোটা এলাকায় যানবাহন বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষেরা আতঙ্কিত হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গেলে উপস্থিত পুলিশদের সঙ্গে হাতাহাতি বেধে যায়।
• দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ে মিছিল করে ট্রাম আটকানোর চেষ্টা করে সমর্থনকারীরা। এর পর পুলিশ আসে ও পরিস্থিতি স্বাভাবিক হয়।
• বনধের প্রভাব পড়েছে সল্টলেকের করুণাময়ী অঞ্চলেও। প্রায় মিনিট তিন চারেক ধরে রাস্তা অবরুদ্ধ থাকে। পরে বনধ সমর্থকারীরা সেক্টর ৫ এর দিকে মিছিল করে চলে যায়।
• আজ মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান বাম সমর্থকদের সহায়তায় বিজেপি সমর্থকরা বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায়। পোড়ানো হয় বেশ কিছু বাস ও সরকারি সম্পত্তি। মুখ্যমন্ত্রী জানান ভবিষ্যতে এই ধরণের পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্য সরকার আইন আনার কথা ভাবছে। আইনানুযায়ী বাস বা যে কোনও সম্পত্তির ক্ষতি করলে দোষি ব্যক্তি বা তিনি যে দলের সঙ্গে যুক্ত তাদের মাধ্যমে ক্ষতিপুরণের ব্যবস্থা করা হবে। |
বারাসতে তাণ্ডব চালায় সমর্থকেরা। জোর করে দোকানপাট বন্ধ করে দেয় আবার কোথাও বা ভাঙচুর করে। ইতিমধ্যে প্রায় চারটি বাসে আগুন লাগাবার চেষ্টা করে তারা। এছাড়া পুলিশের সঙ্গেও বিরোধ হয়। ইতিমধ্যে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। |
বর্ধমানে সকাল থেকেই স্বাভাবিক থাকে ট্রেন ও যান চলাচল। কিন্তু মন্তেশ্বর, মেমারি-সহ বেশ কিছু এলাকায় বনধ সমর্থকেরা বিক্ষিপ্ত ভাবে পথ অবরোধ ও জোর করে দোকান বন্ধ করে তা সফল করার চেষ্টা করে। পূর্বাস্থলী থেকে ১১২ জন ও মেমারি থেকে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় সমর্থনকারীরা। এদের মধ্যে ১০ জনকে আটক করে পুলিশ। |
দেশ জুড়ে বনধের মিশ্র প্রভাব |
• পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এনডিএ ডাকা বনধে দেশ জুড়ে ব্যাপক ভাবে প্রভাব প়ডেছে। দিল্লিতে ব্যহত স্বাভাবিক জনজীবন। দোকানপাট, যানবাহন প্রায় সবই বন্ধ। তাই যাত্রীদের একমাত্র ভরসা মেট্রো। বিভিন্ন জায়গায় অবরোধও হয়েছে।
• উত্তর প্রদেশ, ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যে রেল অবরোধ করে অবরোধকারীরা। পাটনায় শরদ যাদব ও মুক্তার আব্বাস নাকভীকে গ্রেফতার করা হয়। অভিযোগ জোর করে বনধ সফল করার চেষ্টা করেন তারা। এমনকি প্রধান মন্ত্রীকে পদত্যাগ করার কথাও বলেন শরদ যাদব।
• অন্যদিকে দিল্লি-চন্ডীগড়গামী ট্রেন থামিয়ে দেয় অবরোধকারীরা। প্রায় ৮০০ সমর্থক গ্রেফতার হয়। |
প্রাক্তন সংসদ রাধিকারঞ্জন প্রামাণিকের স্ত্রীর মঞ্জুলিকা প্রামাণিকের হার ছিনতাই করল এক যুবক। ঘটনাটি ঘটে সল্টলেকের এএ ব্লকে। সকাল ১১টা নাগাদ মঞ্জুলিকাদেবী স্ত্রী এডি মাকেটে বাজার করতে গেলে, ঠিক সেই সময় এক যুবক আসে ও তাঁর গলা থেকে হারটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।তাঁর চিত্কারে লোকজন জমায়েত হলেও যুবকটি পালাতে সক্ষম হয়। পলাতক যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ। |