উত্তরবঙ্গ |
তৃণমূল নেতার বাড়ি
ভাঙচুর, আক্রান্ত পুলিশও |
অরিন্দম সাহা, চিলকিরহাট (কোচবিহার): শ্লীলতাহানিতে অভিযুক্ত এক ব্যক্তিকে ‘আশ্রয়’ দিয়েছেন অভিযোগে কোচবিহারের চিলকিরহাটে খোকন নারায়ণ নামে এক তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করল উত্তেজিত জনতা। সোমবার দুপুরে এই ঘটনার পরে পুলিশও জনতার ক্ষোভের মুখে পড়ে। পুলিশকে লক্ষ করে শুরু হয় ইটবৃষ্টি। বেশ কয়েকটি বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। স্থানীয় এক বাসিন্দার মোটরসাইকেলও পুড়িয়ে দেয় ক্ষুব্ধ জনতা। অবস্থা সামাল দিতে পুলিশ লাঠি চালায় ও কাঁদানে গ্যাস ছোড়ে। |
|
নিজস্ব সংবাদদাতা, চাঁচল: কোথাও যেতে হবে না। নথিপত্রের প্রয়োজন নেই। পাঁচ থেকে দশ হাজার টাকা দিতেই মিলছে তফসিলি জাতি, উপজাতি অথবা ওবিসির শংসাপত্র। মালদহের চাঁচল মহকুমা জুড়ে এ ভাবেই জমে উঠেছে জাল শংসাপত্রের কারবার। বিষয়টি নজরে আসতে প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। চাঁচলের মহকুমাশাসক পলাশ সেনগুপ্ত বলেন, “জাল শংসাপত্রগুলি হুবহু আসলের মতো দেখতে। |
৫ হাজারে
শংসা-পত্র |
|
গাজলের চার ছাত্র নিখোঁজ |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
বৈঠকে সহমত সব দলই |
|
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: আলিপুরদুয়ার মহকুমার ৬টি ব্লক নিয়েই নতুন জেলা গঠনের প্রস্তাব গৃহীত হল দ্বিতীয় দফার সর্বদলীয় বৈঠকে। সোমবার জলপাইগুড়ির জেলাশাসকের দফতরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে সর্বদল বৈঠকের ওই সিদ্ধান্তে সহমত হন সব দলের প্রতিনিধিরা। ওই সিদ্ধান্ত রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সীমানা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলে নতুন জেলা গঠন করতে বিচারবিভাগ, জেলা পরিষদ, পুলিশ বিভাগের প্রশাসনিক বিন্যাস নিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: গ্রাহকদের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর টাকা নিয়ে আত্মসাতের মামলায় আরও ৮ কর্মীকে সাসপেন্ড করলেন ইউকো ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সোমবার জোনাল ম্যানেজার উমেশ সিংহ ওই কথা জানান। তিনি জানান, ব্যাঙ্কের বর্ধমান রোড শাখায় গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ নিয়ে ওই শাখার ১৪ কর্মীর মধ্যে ৫ জন গ্রেফতার হয়েছেন। তাঁদের আগেই সাসপেন্ড করা হয়েছে। এদিন বাকি ৯ জনের মধ্যে ৮ জনকে সাসপেন্ড করা হয়। |
সাসপেন্ড ৮
ব্যাঙ্ককর্মীকে |
|
আন্দোলনের
ডাক |
আজ শুরু
প্রশিক্ষণ শিবির |
|
টুকরো খবর |
|
|
|
|