টুকরো খবর
সম্মেলনে অভিযোগ
জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় বারোশো প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে অপূর্ব রায় সমিতি সভাপতি, বিজয়গোপাল চক্রবর্ত্তী সম্পাদক নির্বাচিত হয়েছেন। ক্ষুদ্র চা চাষিদের সরকারি ছাড়পত্র দেওয়ার দাবি জানানো হয়েছে সম্মেলনে। কৃষি আয়কর এবং সেস মকুব করার দাবি জানানো হয়েছে। চায়ের জন্য পৃথক অধিকরণ তৈরির দাবি জানানো হয়েছে। রাজ্যের নতুন সরকারের শিল্পমন্ত্রীর কাছে বারবার ক্ষুদ্র চা চাষীদের দাবি জানানো হলেও কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ করা হয়েছে। সমিতির সম্পাদক বিজয়গোপালবাবু বলেন, “জলপাইগুড়ি জেলায় ত্রিশ হাজার হেক্টর জমিতে ক্ষুদ্র চা বাগান রয়েছে। জেলায় ক্ষুদ্র চা চাষির সংখ্যা ১০ হাজারেরও বেশি। প্রতি বছর গড়ে জেলায় ২০ কোটি কেজি চা পাতা উৎপাদন করা হয়। সরকারি সুযোগ সুবিধে পাওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র চাষিরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত।”

আন্দোলনে পদযাত্রা
একশো দিনের কাজ চালু, পঞ্চায়েতের মাধ্যমে রেশন কার্ডের ব্যবস্থা, জন্ম ও মৃত্যুর শংসাপত্র পঞ্চায়েতের মাধ্যমে বিলি-সহ একগুচ্ছ দাবিতে আন্দোলনে নেমেছে সিপিএমের ফুলবাড়ি লোকাল কমিটি। রবিবার ওই দাবিতে সিপিএম এলাকায় পদযাত্রা করেন। পরিস্রুত পানীয় জলের প্রকল্পের কাজ শেষ করে দ্রুত চালু, বিদ্যুৎহীন এলাকায় বিদ্যুদায়ন, গ্রামের রাস্তার বর্ষার আগেই সংস্কার ও আয়ব্যয়ের হিসাব পেসে দাবিও জানান তাঁরা। লোকাল কমিটির সম্পাদক তফিজুল ইসলাম বলেন, “১১ জুন একই দাবিতে পঞ্চায়েত অফিসের গণ অবস্থান হবে।”

অস্বাভাবিক মৃত্যু
আদিবাসী মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে কুকুরজান অঞ্চলের ধনতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নাম সুখানি ওঁরাও (২৭)। এ দিন সকালে তাঁর বাড়ির লোকেরা অচৈতন্য অবস্থায় তাঁকে স্থানীয় রাজগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষাণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ঘর ছাই
একই পরিবারের ৪টি ঘর ছাই হয়ে গিয়েছে। রবিবার ভোরে আমবাড়ি ফাঁড়ির বিন্নাগুড়ির রাঙালিভিটা এলাকায় ঘটনাটি ঘটেছে। শিলিগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্ত্বে আনে। দুটি শোওয়ার, একটি রান্না ও একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার স্পষ্ট কোনও কারণ জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সেমিনার
নর্থ বেঙ্গল ট্যাক্স আডভোকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার জলপাইগুড়িতে কর সংক্রান্ত বিষয়ে সেমিনার হয়। কদমতলার একটি হোটেলে এদিনের সেমিনারে বাণিজ্যিক কর বিভাগের কমিশনার বিনোদ কুমার উপস্থিত ছিলেন। এদিনের সেমিনারে ভ্যাট সংক্রান্ত নিয়মকানুন এবং ইন্টারনেটের মাধ্যমে কর প্রদান নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিবাদ
পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার নকশালবাড়িতে প্রতিবাদ মিছিল করল তৃণমূল ব্লক সভাপতি গৌতম কীর্তনিয়া। একই সময়ে মাটিগাড়ায় প্রতিবাদ মিছিল হয় ব্লক সভাপতি বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে। মিছিলে মাটিগাড়া ছাড়াও চম্পাসারি, পাথারঘাটা ও মেডিক্যাল এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা অংশ নেন।

ছাত্রী নিখোঁজ
এক স্কুল ছাত্রীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফাঁসিদেওয়ার চটহাট এলাকায়। নিখোঁজের নাম নাজমা খাতুন। চটহাট হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের ওই ছাত্রীকে ২১ মে থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিযোগ করে পরিবারের লোকেরা থানায় অভিযোগ জানিয়েছেন।

শিবির
এসইউসির জেলা কমিটি পরিচালনায় রাজনৈতির শিক্ষা শিবির হল। রবিবার ফুলবাড়ি হাই স্কুলে ওই শিক্ষা শিবির পরিচালনা করেন রাজ্য কমিটির সদস্য চণ্ডী ভট্টাচার্য।

বসে আঁকো
রাজ্য সরকারের এক বছর পূর্তিতে রবিবার ১৫ নম্বর ওয়ার্ডের আঁকা প্রতিযোগিতা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.