বার্নপুরে দলের নতুন কার্যালয়ের উদ্বোধন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মৌসম বেনজির নুর। রবিবার ছবিটি তুলেছেন শৈলেন সরকার।
কেন্দ্রের বিরোধিতা না করে রাজ্য সরকারকে পেট্রোলের কর কমানোর অনুরোধ আগেই করেছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। রাজ্য সরকারের বিরুদ্ধে পাল্টা পথে নামারও ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন তাঁরা। কর কমানোর ‘দাবি’তেই রবিবার পথে নামল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস।
বেকবাগান থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত মিছিলের পরে সেখানে আধঘণ্টা মানববন্ধন করেন কংগ্রেস কর্মীরা। যার জেরে গড়িয়াহাট সংলগ্ন রাস্তায় কিছুক্ষণ যানজটও হয়। অন্য দিকে, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার নিজে পথে নামার পরে তাঁরই নির্দেশে এ দিন রাজ্যের ব্লকে ব্লকে পেট্রোলের দাম প্রত্যাহারের দাবিতে মিছিল করেন দলীয় কর্মী-সমর্থকেরা।
দ্বিতীয় বৃহত্তম শরিক হয়েও এ ভাবে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল নেত্রী পথে নামায় যে কংগ্রেস ‘ক্ষুণ্ণ’, তার ইঙ্গিত দিয়ে প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য এ দিন ফের বলেন, “সাম্প্রতিক কিছু বিষয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বেড়েছে। তৃণমূল আসলে যৌথভাবে কংগ্রেসের সঙ্গে কাজ করতে চাইছে না। যে কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল করেছেন।”
এ দিন বর্ধমানের বার্নপুরে দলীয় কর্মিসভায় প্রদীপবাবু শরিক দলকে ‘হুঁশিয়ারি’ দিয়ে বলেন, “এ বার রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আমরাও পথে নামব।” ওই সভাতেই কংগ্রেস নেতা আব্দুল মান্নান আরও একধাপ এগিয়ে বলেন, “তৃণমূল একা হাঁটার সিদ্ধান্ত না ছাড়লে আমরাও একা হাঁটতে শুরু করব।” |