গ্র্যাজুয়েট রেকর্ড এগজামিনেশন
মেরিকা, কানাডা সহ বিশ্বের বহু দেশের গ্র্যাজুয়েট প্রতিষ্ঠানগুলিতে মাস্টার্স এবং পিএইচ ডি স্তরে ভর্তি হতে ‘গ্র্যাজুয়েট রেকর্ড এগজামিনেশন’ বা জি আর ই পরীক্ষা দিতে হয়। এডুকেশনাল টেস্টিং সার্ভিস বা ই টি এস নামক সংস্থাটি এই পরীক্ষা পরিচালনা করে। ২০১১ সালের অগস্ট মাস থেকে এই পরীক্ষার ধরনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।
জি আর ই পরীক্ষা দু’রকমের জেনারেল এবং সাবজেক্ট টেস্ট। গ্র্যাজুয়েট স্কুলগুলিতে মোটামুটি জি আর ই জেনারেল টেস্ট-এর স্কোরই চাওয়া হয়। জি আর ই রিভাইসড জেনারেল টেস্টটি দু’ভাবে দেওয়া যায়:
১) কম্পিউটারে নয়তো
২) হাতেকলমে। ভারতে এর কম্পিউটার বেসড ফরম্যাটই চালু রয়েছে। সারা বছর যে কোনও দিন নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা দেওয়া যায়। আগে থেকে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে হয়।
জি আর ই (জেনারেল)-এর তিনটি বিভাগ থাকে:
১) অ্যানালিটিক্যাল রাইটিং;
২) ভার্বাল রিজনিং; এবং
৩) কোয়ান্টিটেটিভ রিজনিং। কম্পিউটার বেসড জি আর ই-তে মোট সময় লাগে প্রায় তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট। মোট ছ’টি সেকশন থাকে। অ্যানালিটিক্যাল রাইটিং-এ দুটি আলাদা টাস্ক থাকে একটা হল ‘অ্যানালাইজ অ্যান ইসু’ টাস্ক আর অন্যটি ‘অ্যানালাইজ অ্যান আর্গুমেন্ট’ টাস্ক। প্রতি টাস্ক-এর জন্য আধ ঘন্টা সময় দেওয়া হয়। ভার্বাল রিজনিং-এ দুটো বিভাগে আনুমানিক ২০টি করে প্রশ্ন থাকে প্রতি বিভাগে। এখানেও এক একটি বিভাগের জন্য সময় থাকে সেই আধ ঘন্টা করে। কোয়ান্টিটেটিভ রিজনিং-এর দুটি বিভাগে আনুমানিক কুড়িটি করে প্রশ্নের ক্ষেত্রে সময় দেওয়া হয় পঁয়ত্রিশ মিনিট করে। অ্যানালিটিক্যাল রাইটিং-এর বিভাগই সব সময়ে প্রথমে থাকে এই পরীক্ষার, তার পর বাকি বিভাগগুলি ক্রমানুসারে আসে। কোনও কোনও ক্ষেত্রে একটি অতিরিক্ত ‘আনস্কোরড ভার্বাল রিজনিং অথবা কোয়ান্টিটেটিভ রিজনিং’ বিভাগ থাকে। জি আর ই নতুন ধাঁচের বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে প্রার্থী কোনও বিভাগের কোনও প্রশ্নের উত্তর ইচ্ছে মতো বদলাতে পারবে; কোনও প্রশ্নকে মার্ক অ্যান্ড রিভিউ করে রাখতে পারে ছেলেমেয়েরা যাতে পরে সেই প্রশ্নে ফিরে আসা যায়; কোয়ান্টিটেটিভ রিজনিং বিভাগের জন্য অনস্ক্রিন ক্যালকুলেটরের ব্যবস্থা রয়েছে; কোনও বিভাগে প্রিভিউ এবং রিভিউ করার সুযোগ আছে ইত্যাদি। তা ছাড়া, কোয়ান্টিটেটিভ রিজনিং এবং ভার্বাল রিজনিং-এ বাস্তব পরিস্থিতি থেকে নতুন ধরনের প্রশ্ন থাকবে।
প্রতি ষাট দিন অন্তর জি আর ই (সিবিটি) পরীক্ষায় বসা যায়। তবে বারো মাসের মেয়াদে ছাত্রছাত্রীরা পাঁচ বারের বেশি দিতে পারবে না। সাধারণত ভারতীয় ছাত্ররা দ্বিতীয়বারের পর আর এই পরীক্ষায় বসে না।

ভারতীয় ছাত্রছাত্রীরা জি আর ই রিভইজ্ড জেনারেল
টেস্টটি শুধুমাত্র কম্পিউটার বেসড ফরম্যাটেই দিতে পারে।
প্রতি ষাট দিন অন্তর জি আর ই (সিবিটি) পরীক্ষায় বসা যায়।
কোর্সের কম্পিউটার বেসড জি আর ই-র আনুষ্ঠানিক স্কোর পরীক্ষা
দেওয়ার পর আনুমানিক দশ থেকে পনেরো দিনের মধ্যে পাওয়া যায়।

জি আর ই-র স্কোর পাঁচ বছর পর্যন্ত বৈধ থাকে। কম্পিউটার বেসড জি আর ই-র আনুষ্ঠানিক স্কোর পরীক্ষা দেওয়ার পর আনুমানিক দশ থেকে পনেরো দিনের মধ্যে পাওয়া যায়। পরীক্ষা হয়ে যাওয়ার পর ছাত্রছাত্রীদের সুযোগ থাকে সর্বাধিক চারটি গ্র্যাজুয়েট স্কুল বা ফেলোশিপ স্পনসর বেছে নেওয়ার যাদের কাছে তারা তাদের স্কোর এমনিই পাঠাতে পারে। তবে জুলাই মাস থেকে ছেলেমেয়েদের সুবিধের জন্য স্কোর পাঠাবার নতুন পদ্ধতি চালু করা হচ্ছে (নিউ স্কোর সিলেক্ট)। ছাত্রছাত্রীরা তো একাধিক বার জি আর ই দিতে পারে। কখনও রেজাল্ট ভাল হতে পারে, আবার কোনও কোনও সময়ে হয়তো খারাপ ফলও হয়। আগে নির্বাচিত প্রতিষ্ঠানের কাছে প্রার্থীর ভাল, খারাপ সব ফলই চলে যেত। যার ফলে অনেক সময়ের ছেলেমেয়েদের হয়তো ভাল কিংবা পছন্দের প্রতিষ্ঠানে নির্বাচিত হতে অসুবিধে হত। কিন্তু নতুন পদ্ধতিতে ছেলেমেয়েরা খারাপ ফলগুলি লুকিয়ে ভাল ফলগুলিই পাঠাতে সক্ষম হবে। জি আর ই-র রিভাইজ্ড টেস্ট-এর ক্ষেত্রে খরচ পড়ে ১৯০ ডলার।
পরীক্ষার বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করতে হবে ইউসিয়েফ কলকাতায় (ফোন: ৩৯৮৪-৬৩১০)।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.