|
|
|
|
তৃণমূল-আরএসপি সংঘর্ষে ধৃত ২২ |
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
তৃণমূল এবং আরএসপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমাবাজি এবং বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বাসন্তীর লেবুখালি থেকে শনিবার রাতে মোট ২২ জনকে গ্রেফতার করল পুলিশ। রাতেই দু’পক্ষ পরস্পরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছু দিন ধরেই ওই এলাকায় দু’পক্ষের মধ্যে গোলমাল চলছিল। সম্প্রতি আমিরুল খাঁ নামে এক আরএসপি সমর্থকের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল সেই অভিযোগ মানেনি। শুক্রবার এক গ্রামবাসীর মেয়ের বিয়ের আসরেও দু’পক্ষ বচসায় জড়ায়। শনিবার বিকেলে গ্রামে সভা ছিল তৃণমূলের। সেই সভায় আরএসপি-র বিরুদ্ধে কটূক্তি করা হয় বলে অভিযোগ। সভা শেষ হওয়ার পরেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বোমাবাজি হয়। তবে, বোমাবাজিতে কেউ জখম হননি আগুন ধরিয়ে দেওয়া হয় অন্তত ৭টি বাড়িতে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বাসন্তীর বিধায়ক আরএসপি-র সুভাষ নস্করের অভিযোগ, “পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল এলাকা দখলে রাখতে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। পরিকল্পিত ভাবে শনিবার হামলা চালিয়েছে। ওদের মারে আমাদের ৫ সমর্থক জখম হন। ৪ সমর্থকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।” অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের পাল্টা অভিযোগ, “শনিবার সভার পরে ওরাই আমাদের কর্মীদের উপরে হামলা করে। ওদের মারে আমাদের ৪ জন গুরুতর জখম হন। আমাদের তিন কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিজেরা গোলমাল করে আমাদের নামে মিথ্যা অভিযোগ তুলেছে।”
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতেই দু’পক্ষের ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। |
|
|
|
|
|