সিপিএমের ‘হাত শক্ত’ হয়, এমন কোনও কাজ করা উচিত নয় বলে মন্তব্য করলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী সাবিনা ইয়াসমিন। রবিবার দেগঙ্গায় বেড়াচাঁরা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ে এক কর্মিসভায় এসেছিলেন তিনি। রাজ্যে সাম্প্রতিক সময়ে একের পর ঘটনায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যে ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের বিরুদ্ধে সরব হচ্ছেন, তার প্রেক্ষিতে রাজ্য মন্ত্রিসভার কংগ্রেস সদস্যের এই মম্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহল। এ দিন মঞ্চে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দেবী ঘোষাল, বাদুড়িয়ার বিধায়ক কাজি আবদুল গফফর, ছাত্র পরিষদ নেতা রাহুল রায়-সহ অনেকে। তাঁদের সামনেই মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে সাবিনা বলেন, “উনি দুর্নীতিমুক্ত হয়ে কাজ করছেন। আমরা ওঁকে শ্রদ্ধা করি। ওঁর কাজে সব সময়ে সহযোগিতা করব।” পাশাপাশি সিপিএমের কড়া সমালোচনা করে মন্ত্রীর বক্তব্য, “এমন কোনও কাজ করব না, যাতে সিপিএমের হাত শক্ত হয়, তারা আবার ক্ষমতায় ফিরে আসে।” |
অন্য দিকে, রবিবার সন্ধ্যায় কুপার্স ক্যাম্প নোটিফায়েড এলাকায় ভোটের প্রচারে গিয়ে কংগ্রেস নেতা তথা মন্ত্রী মানস ভুঁইয়া নাম না করে এলাকার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কটাক্ষ করলেন। তিনি এই দিন বলেন, “স্থানীয় বিধায়ক হলেন দেশের একমাত্র বিধায়ক, যিনি তাঁর এলাকার উন্নয়নের টাকা আটকে দিয়েছেন। এর ফলে এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে।” স্থানীয় রানাঘাট দক্ষিণের বিধায়ক তৃণমূলের আবীররঞ্জন বিশ্বাস অবশ্য বলেন, “আমি উন্নয়নের টাকা আটকাইনি। উন্নয়নের টাকা লুঠ হয়ে যাচ্ছিল, আমি বরং তা আটকেছি।” কুপার্সে ভোট সামনের ৩ জুন। এখানে কংগ্রেস ও তৃণমূলের জোট হয়নি। |