|
|
|
|
পাঁচখুরি |
রেশন-দুর্নীতি, গ্রাহকদের বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দুর্নীতির অভিযোগে রেশন দোকান ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী। তাঁদের দাবি মেনে খোলা হল অভিযুক্ত ডিলারের গুদাম। দেখা গেল, সেখানে প্রায় ২০ বস্তা চাল মজুত আছে। অথচ সে কথা ওই ডিলার স্বীকার করছিলেন না বলে অভিযোগ। ভিযোগ খতিয়ে দেখতে ডিলারের ছেলেকে ‘আটক’ করে থানায় নিয়ে আসে পুলিশ। তিনিই রেশন দোকান দেখভাল করতেন। এরপর গ্রামবাসীর ক্ষোভ প্রশমিত হয়। রবিবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর কোতয়ালি থানার পাঁচখুরিতে। জেলা খাদ্য নিয়ামক পার্থপ্রতিম রায় বলেন, “অভিযোগ খতিয়ে দেখে এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপই করা হবে।” |
|
পাঁচখুরিতে আটক ডিলারের ছেলে |
ক’দিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় রেশন-দুর্নীতির অভিযোগ উঠছে। খাদ্যশস্য বিলিতে অনিয়মের অভিযোগে গত বৃহস্পতিবার নারায়ণগড়ের তুতরাঙা থেকে দুই রেশন ডিলারকে গ্রেফতার করে পুলিশ। পাঁচখুরির রেশন ডিলার পশুপতি নন্দীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল। পশুপতিবাবুর বয়স হয়েছে। তাঁর ছেলে মন্টুই রেশন দোকান দেখভাল করেন। স্থানীয় সূত্রে খবর, চলতি সপ্তাহ থেকে এলাকার নতুন বিপিএল গ্রাহকদের জন্য রেশনে খাদ্যশস্য বরাদ্দ হয়েছে। মাথাপিছু ২ টাকা কেজি দরে ২ কেজি চাল ও ৭৫০ গ্রাম আটা পাওয়ার কথা। কিন্তু কম চাল দেওয়া হয়েছে বলে অভিযোগ। যেমন, স্থানীয় মানিক সিংহের পরিবারে ৭টি কার্ড। কিন্তু তিনি ১৪ কেজির বদলে মোট ৮ কেজি চাল পেয়েছেন। সাহেব মুর্মুর পরিবারে ৫টি কার্ড রয়েছে। তিনি চাল পেয়েছেন ৭ কেজি। কেন এমন করা হচ্ছে তা জানতেই এ দিন সকাল থেকে ওই রেশন দোকান ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসী। ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের উপস্থিতিতেই পশুপতিবাবুর গুদাম খুলে দেখা যায়, প্রায় ২০ বস্তা চাল মজুত রয়েছে। এরপরই মন্টুকে ‘আটক’ করে থানায় নিয়ে আসা হয়।
রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ইতিমধ্যে নতুন একটি ব্যবস্থা চালু হয়েছে জেলায়। এক পাতার ‘কাস্টমার ইন্টার্যাকশন ফর্ম’ ছাপানো হয়েছে। নিজের নিজের এলাকার রেশন ব্যবস্থার কী হাল, এই ফর্মে তা জানাতে পারবেন গ্রাহকেরা। জেলার বিভিন্ন প্রান্তে ফর্ম বিলি করা হবে। খাদ্য দফতরের মতে, এর ফলে গ্রাহকদের অভাব-অভিযোগ সহজে জানা যাবে। ডিলারের বিরুদ্ধে অভিযোগ থাকলে পরিকল্পনা মাফিক তল্লাশি চালানো যাবে। এ দিনের ঘটনার পর নতুন বিপিএল গ্রাহকেরা ঠিক মতো রেশনের খাদ্যশস্য পাচ্ছেন কি না, তা আরও গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছে খাদ্য দফতর। |
|
|
|
|
|