পুরভোটে নজরবন্দি পাঁশকুড়া

ওয়ার্ড ৯ বাহারগ্রাম ও সুরানানকারের কিছু এলাকা নিয়ে ৯ নম্বর ওয়ার্ড। এ বার মোট ভোটার সংখ্যা ১৭৬৩। বুথ ২টি।
রাস্তা কেমন প্রায় সব রাস্তা পাকা। বাহারগ্রাম বস্তি এলাকায় রাস্তাঘাট ভেঙে গিয়েছে। আরও কিছু রাস্তা ভগ্নপ্রায়।
জলের হাল ৭টি সাব-মার্সিবল পাম্প আছে। তবে, ট্যাপকলের সংখ্যা কম হওয়ায় জলের সমস্যা আছে।
পথবাতি পাঁশকুড়া স্টেশন রোড-সহ কিছু এলাকায় পথবাতি আছে। কিছু এলাকা একেবারেই অন্ধকারে।
নিকাশি নিকাশি নালাগুলি কিছু পাকা হয়েছে, কিছু কাঁচা। বাহারগ্রাম বস্তিতে বেহাল নিকাশি।
সাফাই জঞ্জাল সাফাইয়ের কোনও বন্দোবস্ত নেই। যত্রতত্র নোংরা-আবর্জনা পড়ে থাকে।
বিশেষ চাহিদা নিকাশি ব্যবস্থার উন্নয়নই এলাকার প্রধান চাহিদা।
নাগরিকের চোখে গত পাঁচ বছরে তেমন কাজ হয়নি। বস্তির কোনও উন্নয়ন হয়নি।
হাবিবুল রহমান, ইলেকট্রিক মিস্ত্রি।
কাউন্সিলর বলেন রাস্তা, জল ছাড়াও বস্তিতে ১৮টা বাড়ি তৈরি হয়েছে। যথাসাধ্য কাজ করেছি।
সুমিতা হালদার, তৃণমূল।
বিরোধী মত কাউন্সিলর সক্রিয় নন। রাস্তা, নিকাশির কাজে অবহেলা হয়েছে। বস্তির উন্নতি হয়নি।
শেখ আমির আলি, সিপিআই।

৯ নম্বর ওয়ার্ডে বদ্ধ নিকাশিনালায় জন্মেছে আগাছা।

ওয়ার্ড ১০ দক্ষিণ, মধ্য সুরানানকার, বাহারগ্রামের দক্ষিণ-পূর্ব অংশ নিয়ে ওয়ার্ড। এ বার ভোটার ২৫৫১, বুথ ৪টি। মহিলা সংরক্ষিত আসন।
রাস্তা কেমন মূল রাস্তা ঢালাইয়ের। এলাকার প্রায় ৬০ শতাংশ রাস্তা কংক্রিটের। বাকি রাস্তা মোরাম, ইটের।
জলের হাল ৬টি সাব-মার্সিবল পাম্প ও যথেষ্ট ট্যাপকল থাকা সত্ত্বেও জল সরবরাহ নিয়ে অভিযোগ রয়েছে।
পথবাতি মূল রাস্তা-সহ এলাকার অধিকাংশ রাস্তায় পথবাতি রয়েছে।
নিকাশি বেহাল নিকাশি। সুরার খাল দীর্ঘ দিন সংস্কার হয়নি। নিকাশি নালা অধিকাংশ কাঁচা।
সাফাই জঞ্জাল সাফাইয়ের ব্যবস্থা নেই। সুরারখালে আবর্জনা জমে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে।
বিশেষ চাহিদা নিকাশির পাশাপাশি জঞ্জাল সাফাইয়ের বন্দোবস্ত।
নাগরিকের চোখে কাউন্সিলর যথেষ্ট চেষ্টা করেছেন। মোটামুটি ভাল কাজ হয়েছে।
বীণা মাইতি, বিমাকর্মী
কাউন্সিলর বলেন প্রচুর কাজ করেছি। আরও অনেক কাজ বাকি রয়ে গিয়েছে।
কল্যাণ রায়, তৃণমূল।
বিরোধী মত কাউন্সিলর এই ওয়ার্ডের বাসিন্দা নন। তাই উন্নয়নের কাজে গুরুত্ব দেননি।
মায়া মাইতি (দাস), সিপিএম।

১০ নম্বর ওয়ার্ডে মন্ত্রী সৌমেন মহাপাত্রের বাড়ির সামনে আবর্জনার স্তূপ।

ওয়ার্ড ১১ বারাঙ্গা বাজার, গুমাই, মদনমোহনপুর, প্রতাপপুরের উত্তর অংশ, কেশিয়াড়ি ভুঁইয়াবাড়ের উত্তর অংশ নিয়ে ওয়ার্ড। ভোটার ২৬২৭। বুথ ৪টি।
রাস্তা কেমন রাজ্য সড়ক থেকে বারাঙ্গা বাজার পিচরাস্তা। কিছু রাস্তা কংক্রিটের। অর্ধেক রাস্তা মোরাম, ইটের।
জলের হাল ২০টি সাব-মার্সিবল পাম্প রয়েছে। দু’টি ডিপ-টিউবওয়েল। তবুও জলের সমস্যা হয়।
পথবাতি নারায়ণদিঘি-সহ চারটি পাড়ার রাস্তায় পথবাতি রয়েছে। অধিকাংশ এলাকায় পথবাতি নেই।
নিকাশি নিকাশি নালার অল্প অংশই পাকা হয়েছে। বাকি নর্দমাগুলি কাঁচা।
সাফাই জঞ্জাল সাফাইয়ের কোনও বন্দোবস্ত নেই। যত্রতত্র নোংরা-আবর্জনা পড়ে থাকে।
বিশেষ চাহিদা পানীয় জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন।
নাগরিকের চোখে কাউন্সিলর কাজের চেষ্টা করেছেন। তবে, রাস্তা হলেও জলের সমস্যা মেটেনি।
আমেনা বিবি, বধূ।
কাউন্সিলর বলেন পাকা রাস্তা, পানীয় জল ও বস্তির উন্নয়নে প্রচুর কাজ করেছি।
রিয়াজুল খান, নির্দল।
বিরোধী মত বাম পুরবোর্ডের আমলেই যা কাজ হয়েছে। এই কাউন্সিলর ব্যাপক দুর্নীতি করেছেন।
সুধাংশ শাসমল, সিপিআই

১১ নম্বর ওয়ার্ডে এবড়োখেবড়ো রাস্তা।

ছবি: পার্থপ্রতিম দাস।
তথ্য: আনন্দ মণ্ডল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.