বধূ-নির্যাতনেও রাজনীতির রং |
স্ত্রীকে খুনের হুমকি, খুনের চেষ্টা, নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন পশ্চিম মেদিনীপুরে সিপিএম পরিচালিত দাঁতন-১ পঞ্চায়েত সমিতির গাড়ি-চালক রাজু সিংহ। তিনি নিজেও সিপিএম কর্মী। সমিতির মহিলা সভাপতির সঙ্গে ‘বিবাহ-বহির্ভূত সম্পর্কে’ জড়িয়েই রাজু তাঁর উপর নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ স্ত্রী প্রতিমাদেবীর। ছ’বছর আগে রাজুর সঙ্গে তাঁর বিয়ে হয়। দু’টি বাচ্চাও রয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাতী সিংহের অবশ্য দাবি, গাড়ি-চালকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রতিমাদেবীর অভিযোগ একেবারেই মিথ্যা। তবে বিতর্কের পরিস্থিতিতে দলীয় নেতৃত্বের কাছে তিনি পদত্যাগের ইচ্ছা-প্রকাশ করেছেন বলেও খবর। যদিও তফসিলি উপজাতি সংরক্ষিত সভাপতি পদে প্রভাতীদেবীর বিকল্প নেই সিপিএমে। পুরো ঘটনায় বিড়ম্বিত সিপিএম নেতৃত্ব। দলের দাঁতন জোনাল সম্পাদক অনিল পট্টনায়কের বক্তব্য, “প্রতিমাদেবীর অভিযোগ সত্যি হলে গুরুতর বিষয়। রাজুর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অবশ্য আমরাও জেনেছি।” রাজুকে পঞ্চায়েত সমিতির অস্থায়ী গাড়ি-চালকের কাজ থেকে সরিয়ে দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে বলে সিপিএম সূত্রের খবর। এই ঘোলাজলে আবার মাছ ধরতে নেমেছে তৃণমূল। পঞ্চায়েত সমিতির সভাপতিকেও গ্রেফতারের দাবি তুলে সোমবার থেকে সমিতি কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করবে বলে জানিয়েছে তারা।
|
বাংলার দুই প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজি নজরুল ইসলামের জন্মদিন পিঠোপিঠি। সম্প্রতি রেলশহরের ঝাপেটাপুরে আয়োজন করা হয় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীর। আয়োজক ‘প্রগতি জন চেতনা কেন্দ্র’। দুই কবির স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। যোগ দেন আয়োজক সংস্থার ছাত্রছাত্রীরাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুখরঞ্জন মৃধা, কেয়া শীট-সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠান পরিচালনা করেন মৃণাল মজুমদার। সঞ্চালনার দায়িত্বে ঝর্না হেমব্রম।
|