রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি বসল চন্দননগরে |
বিপ্লবী রাসবিহারী বসুর ১২৭ তম জন্মদিবস উপলক্ষে চন্দননগরের ফটকগোড়ায় তাঁর আবক্ষ মূর্তি স্থাপিত হল।
ফটকগোড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি তাঁদের পুজো প্রাঙ্গণে ওই মূর্তি স্থাপন করল। শুক্রবার এক অনুষ্ঠানে মূর্তির আবরণ উন্মোচন করেন বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী। উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত জাপানের উপ-
|
নিজস্ব চিত্র। |
রাষ্ট্রদূত মিৎসু তাকে লুমা হাতা, হুগলি জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, বিধায়ক অশোক সাউ প্রমুখ।
পুজো কমিটির সাধারণ সম্পাদক প্রণব রায় জানান, কমিটির হীরক জয়ন্তী বর্ষ উদ্যাপনের অঙ্গ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
চন্দননগরের বিঘাটির পালারা গ্রামে মামাবাড়িতে রাসবিহারী বসু জন্মগ্রহণ করেন। ফটকগোড়ায় তাঁর পৈতৃক বাড়ি। এখানেই তাঁর বাল্য এবং কৈশোরের দিনগুলি অতিবাহিত হয়। তাঁর বিপ্লবী জীবনের অনেকটা সময় কাটে জাপানে। মৃত্যু হয় টোকিওতে।
এ দিন ‘চন্দননগর হেরিটেজ’-এর পক্ষ থেকেও পৃথক শোভাযাত্রা বেরোয় শহরে। চন্দননগর হেরিটেজের সম্পাদক কল্যাণ চক্রবর্তী বলেন, “এ শহরের সঙ্গে রাসবিহারী বসুর নিবিড় সম্পর্ক ছিল। অথচ তাঁর নামে এখানে কোনও স্মৃতিফলক এত দিন ছিল না। অবশেষে এই আক্ষেপ ঘুচল। তবে সরকারেরও এ ব্যাপারে ভাবা উচিত।” কল্যাণবাবু জানান, এই বছরটি ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের হীরক জয়ন্তী। সেই কথা মাথায় রেখে অনুষ্ঠানে ফটকগোড়ায় রাসবিহারী বসুর পৈতৃক বাড়িকে কেন্দ্র করে ভারত-জাপান সাংস্কৃতিক কেন্দ্র তথা সংগ্রহশালা ও জাপানি ভাষা শিক্ষাকেন্দ্র গড়ার দাবি ওঠে। |