উদ্বোধন হওয়ার কথা আগামী ২২শে শ্রাবণ। সেই লক্ষ্যে নিউ টাউনে প্রস্তাবিত রবীন্দ্রতীর্থ গড়ার কাজও ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন। তিনি বলেন, “সকাল ছ’টা থেকে রাত আটটা-ন’টা পর্যন্ত অসম্ভব দ্রুততায় কাজ চলছে। মাত্র ন’মাসের মধ্যে এই কাজ শেষ করা হচ্ছে। প্রায় পাঁচ একর জমির উপরে এই রবীন্দ্রতীর্থে শুধু প্রেক্ষাগৃহ বা প্রদর্শনী কক্ষই নয়, থাকবে রবীন্দ্র-গবেষক পড়ুয়াদের থাকার জায়গাও।” হিডকোর দাবি, ২২শে শ্রাবণের আগেই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।
গত বছর ২২শে শ্রাবণ নিউ টাউনের অ্যাকশন এরিয়া টু-তে নারকেলবাগান মোড়ের কাছে এই প্রকল্পের প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। |
হিডকোর দাবি, রবীন্দ্র সদন বা যে কোনও রকম প্রেক্ষাগৃহের থেকে একেবারেই আলাদা হবে রবীন্দ্রতীর্থ। রবীন্দ্রনাথের উপরে গবেষণারত ছাত্রছাত্রীদের জন্য থাকছে ডর্মিটরি। ছেলে ও মেয়েদের জন্য আলাদা করে মোট ৪০টি ডর্মিটরি তৈরি হচ্ছে। অতিথিদের জন্য রাখা হচ্ছে তিনটি কটেজও। এ ছাড়া, ২০০ আসনবিশিষ্ট প্রেক্ষাগৃহ, মিউজিক সেন্টার, সিনেমা হল, প্রদর্শনী কক্ষ তো থাকছেই। মূল প্রেক্ষাগৃহের সামনে একটি পুকুরে থাকবে রবীন্দ্রনাথের ব্রোঞ্জের মূর্তি। হিডকো সূত্রে খবর, পুরো প্রকল্পে খরচ হচ্ছে ২০ কোটি টাকা। |