গিলানি-মামলায় আর্জি জানাবে না পাক সরকার |
প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে রায় নিয়ে সুপ্রিম কোর্টে আর কোনও আর্জি জানাবে না পাক সরকার। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে ঘুষের মামলা ফের শুরু করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, সেই নির্দেশ মানেনি গিলানি সরকার। ফলে, আদালত অবমাননার দায়ে প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করেছিল শীর্ষ আদালত। গিলানি দোষী সাব্যস্ত হলে তাঁকে আইনসভার সদস্যপদ হারাতে হতে পারে বলে জানিয়েছিলেন সাংবিধানিক বিশেষজ্ঞরা। কিন্তু, সম্প্রতি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার। বিষয়টি নিয়ে আলোচনা করেন গিলানির আইনি ও রাজনৈতিক পরামর্শদাতা।
|
বেয়োন্সে হওয়ার ইচ্ছে মিশেলের |
যদি সুযোগ পেতাম বেয়োন্সের মতো গায়িকা হতাম। আজ পপ গায়িকা বেয়োন্সে নোলেস প্রসঙ্গে এ কথা বললেন বারাক ওবামার পত্নী মিশেল ওবামা। এক সাক্ষাৎকারে মিশেলকে এক জন আদর্শ মা হিসেবে সম্বোধন করেন বেয়োন্সে। এর পরেই মিশেলের এই বক্তব্য। তাঁর মতে, গায়িকা হওয়ার অনেক মজা। যেটা প্রেসিডেন্ট পত্নী হয়েও অতটা পাননি বলেই জানিয়েছেন তিনি।
|
ন্যাটো-হামলায় নিহত ছয় শিশু ও বাবা-মা |
ন্যাটোর হামলায় প্রাণ হারালেন একই পরিবারের বাবা-মা এবং তাঁদের ছয় শিশু। গত কাল রাতে পূর্ব আফগানিস্তানের পাকিতা প্রদেশে এই ঘটনা ঘটে। ন্যাটোর মুখপাত্র জানান, এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একটি চুক্তি সাক্ষর করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। ন্যাটো বাহিনীর হামলায় একের পর এক সাধারণ আফগান নাগরিকদের মৃত্যু গোটা দেশে আমেরিকা সম্পর্কে বিরূপ মনোভাব তৈরি করছে বলেও তখন জানিয়েছিলেন কারজাই। তার পরেও গত কাল ন্যাটো-হামলায় বাবা-মা সহ ছয় শিশুর মৃত্যুর ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
|
বাহরাইনে অগ্নিদগ্ধ হয়ে মৃত ১০ বাংলাদেশি |
বাড়িতে আগুন লেগে বাহরাইনের রিফায় প্রাণ হারালেন দশ জন বাংলাদেশি নাগরিক। সে দেশে নিযুক্ত বাংলাদেশি ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মহম্মদ ইব্রাহিম জানান, মৃত দশ জনই কুমিল্লার বাসিন্দা। শর্ট-সার্কিট হয়ে বাড়িটিতে আগুন লাগে। সেই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই মারা যান তাঁরা। ওই বাড়িতে হাওয়া চলাচলের বিশেষ বন্দোবস্ত না থাকাতেই এই দুর্ঘটনা ঘটে। দমকল পৌঁছে দেহগুলি উদ্ধার করে। |