টুকরো খবর |
ভাড়া নিয়ে বিবাদ, ‘মার’ বাসকর্মীকে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ভাড়া চাওয়াকে কেন্দ্র করে রবিবার কুলটিতে এক মিনিবাসের কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এলাকার কয়েক জন যুবকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানাতে চালকেরা মিনিবাস চলানো বন্ধ করে দেন। এর জেরে প্রায় পৌনে এক ঘণ্টা আসানসোল-বরাকর রুটে মিনিবাস চলেনি। কুলটি থানায় অভিযোগ দায়ের করেন প্রহৃত বাসকর্মী চাঁদরতন ধীবর। পুলিশের তরফে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হলে বাস চলাচল শুরু হয়। প্রহৃত ওই বাসকর্মী কুলটি থানায় অভিযোগে জানান, বাস নিয়ে বরাকরের দিকে যাচ্ছিলেন তাঁরা। কুলটি কলেজ মোড় থেকে কয়েক জন যুবক বাসে চাপেন। তাঁরা কুলটি নিউরোড মোড়ে নেমে যায়। কন্ডাক্টর হিসেবে তিনি ভাড়া চাইলে নিজেদের স্থানীয় বাসিন্দা জানিয়ে ভাড়া দিতে অস্বীকার করেন ওই যুবকেরা। কিন্তু ওই বাসকর্মী জোর করায় যুবকেরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ। আইএনটিটিইউসি অনুমোদিত বাস কর্মচারী সংগঠনের সম্পাদক রাজু অহলুওয়ালিয়া কুলটি থানায় প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান। তা না হলে তাঁরা আন্দোলনে নামবনে বলে হুমকি দিয়েছেন। তাঁদের অভিযোগ, প্রশাসনিক উদাসীনতায় পরপর কয়েকটি জায়গায় বাসকর্মীরা প্রহৃত হচ্ছেন। সম্প্রতি চিত্তরঞ্জনে অটোচালকদের বিরুদ্ধে বাসকর্মীদের মারধর করার অভিযোগ ওঠে। প্রতিবাদে টানা ৭২ ঘণ্টা চিত্তরঞ্জন-আসানসোল রুটে বাস বন্ধ ছিল। শুক্রবার জামুড়িয়ায় ট্রেকার চালকদের হাতে এক বাসকর্মী প্রহৃত হন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, প্রত্যেকটি ঘটনার তদন্ত চলছে।
|
বাড়িতে ঢুকে হুমকির নালিশ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বাড়িতে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের রামনিবাস বাজাজ লেনে। স্থানীয় বাসিন্দা গণেশ রায় এবং তাঁর প্রতিবেশী ধানাবা খান্ডাল রানিগঞ্জ থানায় শনিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। গণেশবাবু অভিযোগ করেন, তাঁরা মুন্নি বাজাজ ও অনিল বাজাজ নামে এক দম্পতির বাড়িতে দীর্ঘ দিন ধরে বাস করছেন। ২৪ মে মুন্নিদেবী ও তাঁর স্বামী অনিল বাজাজ এক দল লোক নিয়ে গিয়ে তাঁদের বেশ কয়েকটি গাছ কেটে দেন। গণেশবাবুর মা বাধা দিতে গেলে তাঁকে ধাক্কা মারা হয়, এমনকী উচ্ছেদ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। তার কিছুক্ষণ পরেই তৃণমূল নেতা গোপাল আচার্য এক দল লোক নিয়ে গিয়ে মুন্নিদেবীর সঙ্গে হুমকি দিতে থাকেন। প্রতিবেশী ধানাবা খান্ডালরা গণেশবাবুদের হয়ে প্রতিবাদ করতে গেলে তাঁদের বাড়ির মহিলাদেরও ধাক্কা মারা হয়। গণেশবাবুর মা সরস্বতী রায়ের কথায়, “আমরা বিধায়ক সোহরাব আলির কাছে যাই। তিনি থানায় অভিযোগ করতে বলেন।” গোপালবাবু ও মুন্নিদেবীরা অবশ্য অভিযোগ অস্বীকার করেন। বিধায়ক সোহরাব আলি বলেন, “গোপাল আমাদের দলে কোনও পদে নেই। পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।” পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।
|
ডুবে মৃত ছাত্র
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
দামোদরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে এক উচ্চ মাধ্যমিক ছাত্রের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কানাই যাদব (১৮)। তাঁর বাড়ি বার্নপুরের পুরনোহাটে। মৃতের পারিবার সূত্রে পুলিশ জেনেছে, শনিবার দুপুরে কানাই কয়েক জন বন্ধুর সঙ্গে বার্নপুরের কালাঝড়িয়ার কাছে দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে যান। বন্ধুরা প্রতিবেশীদের সে কথা জানান। পরে পুলিশ গিয়ে লোক নামিয়ে দেহটি উদ্ধার করে।
|
বাড়িতে আগুন
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
আগুনে পুড়ে ছাই হল একটি ঘর। রবিবার দুপুরে জামুড়িয়ার তালতোড় গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর তিনটে নাগাদ স্থানীয় বাসিন্দা হিঙ্গুুলি বাউরির বাড়ির একটি ঘর পুড়ে যায়। এলাকার তৃণমূল নেতা কাজল মাজি জানান, প্রতিবেশীরাই জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। দলের পক্ষ থেকে তাঁরা পুড়ে যাওয়া ঘরটি মেরামত করে দেবেন।
|
দামোদরে ডুবে মৃত্যু ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
দামোদরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে এক উচ্চ মাধ্যমিক ছাত্রের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কানাই যাদব (১৮)। তাঁর বাড়ি বার্নপুরের পুরনোহাটে। মৃতের পারিবার সূত্রে পুলিশ জেনেছে, শনিবার দুপুরে কানাই কয়েক জন বন্ধুর সঙ্গে বার্নপুরের কালাঝড়িয়ার কাছে দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে যান। বন্ধুরা প্রতিবেশীদের সে কথা জানান। পরে পুলিশ গিয়ে লোক নামিয়ে দেহটি উদ্ধার করে।
|
বসল সিসিটিভি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জ থানার ‘অতন্দ্র প্রকল্প’ চালু হল। প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক। আসানসোল পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, রানিগঞ্জ থানা এলাকায় পুরভবন-সহ ষোলটি এলাকায় সিসিটিভি বসানো হয়েছে। এছাড়া তিনটি টাওয়ারের মধ্যে একটি রানিগঞ্জ থানায় বসানো হয়েছে। যার মাধ্যমে সারা শহরের ছবি থানা থেকেই দেখা যাবে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
পিকআপ ভ্যানে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। রবিবার ৬০ নম্বর জাতীয় সড়কে জামুড়িয়ার চাকদোলা মোড়ের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হুমায়ুন শেখ (২৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে একটি লিচুভর্তি পিকআপ ভ্যান উল্টে যায়। তাতেই চাপা পড়ে মৃত্যু হয় হুমায়ুনের।
|
মূল্যবৃদ্ধির প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার সালানপুর এলাকায় মিছিল করে তৃণমূল। ডাবর মোড় থেকে মিছিলটি রূপনারায়ণপুর কেব্লস পর্যন্ত যায়। সালানপুর ও বারাবনি ব্লকের যুব তৃণমূল ও তৃণমূলের নেতা-নেত্রীরা এই মিছিলে যোগ দেন। |
|