|
|
|
|
|
|
তিনি বলেন
|
রাজারহাট নিউ টাউন এখন গড়ে উঠছে। এই অবস্থায় আমরা সব গভীর নলকূপের উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারি না। |
শোভন চট্টোপাধ্যায় |
প্রসঙ্গ পুর-সম্পত্তি ফিরে পাওয়া |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ১, ২, ৪ ও ৮।
শুভ দিন: বুধ, বৃহস্পতি ও শনি।
শুভ রং: ধূসর, ছাই, কালো, গাঢ় নীল ও লালচে নীল।
শুভ রত্ন: নীলা ও এমেথিস্ট।
বাতে কষ্ট পেতে পারেন। নৈরাশ্য, বিষাদ ও হতাশা থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। অতিরিক্ত উচ্চাশা ত্যাগ করুন। প্রিয়জনের সঙ্গে সাময়িক ভুল বোঝাবুঝি। একাধিক সদুপায়ে উপার্জন। ব্যয় সঙ্কোচন একান্ত জরুরি, নইলে ঋণগ্রস্ত হতে পারেন। ব্যবসায় অগ্রগতি। কর্মচারীদের অসন্তোষ বাড়তে দেবেন না। কোনও দামি জিনিস হারাতে পারেন। প্রিয়জনের বিয়ের কথা চলবে। বন্ধুর সহায়তায় কার্যসিদ্ধি। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
নজরুলের জন্মদিনে
প্রতি বছরের মত এবারেও নজরুল বসেছিলেন টালা পার্ক ফ্ল্যাট বাড়িটার তিনতলার ঘরে। কবি এখন রোগ জর্জর, নির্বাক। বসেছিলেন মেঝেতে নরম বিছানার ওপর। পরণে সিল্কের হাওয়াইয়ান শার্ট ও ধুতি। ললাটে শ্বেত চন্দন। কবির ৬৪ তম জন্মদিন উপলক্ষে ঐ ফ্ল্যাটে গিয়ে শ্রদ্ধা জানালেন তরুণ-তরুণী আর প্রৌঢ়ের দল। কেউ কবির গলায় মালা পরিয়ে দিলেন, কেউ বা ফুলের তোড়া দিলেন। বিড় বিড় করে কবি কথা বললেন, বোঝা গেল না। কবির ভাষা এখন অস্ফুট। হারমোনিয়ম দেখলে এখনও চঞ্চল হন। ঠোঁট থরথর করে কাঁপতে থাকে। আঙুল দিয়ে বারে বারে হারমোনিয়ম দেখান। নজরুলগীতি সুরু হলে অবাক চোখে গায়কের দিকে তাকান আর বিড় বিড় করে যান।
— আনন্দবাজার পত্রিকা, ২৬ মে ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|