রবিবার শুরু ফরাসি ওপেনে পুরুষ সিঙ্গলসে জকোভিচের দিকে ফেডেরার এবং নাদালের দিকে অ্যান্ডি মারে পড়লেন। ফলে রাফা বনাম রজার ফের গ্র্যান্ড স্লাম ফাইনাল হতে পারে। মেয়েদের ‘ড্র’-এর লটারি আবার নাদাল করলে একই অর্ধে পড়েছেন শারাপোভা ও সেরেনা উইলিয়ামস।
শীর্ষ বাছাই জকোভিচ রোলাঁ গারোর লাল সুরকির কোর্টে নামছেন ১৯৬৯-এ রড লেভারের ৪৩ বছর পর প্রথম একই সঙ্গে চারটে গ্র্যান্ড স্লামই নিজের ঝুলিতে ভরার লক্ষ্যে। দ্বিতীয় বাছাই তথা গত বারের চ্যাম্পিয়ন নাদালের সেখানে লক্ষ্য বিয়র্ন বর্গের সর্বাধিক ৬ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ভেঙে ৭ বার ক্লে কোর্ট মেজর জয়। জকোভিচ-ফেডেরার সম্ভাব্য সেমিফাইনাল লড়াইয়ের আগে বিশ্বের এক নম্বর সার্বিয়ানের সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিদ্বন্দ্বী সঙ্গা। তৃতীয় বাছাই কিন্তু এ মরসুমে সবচেয়ে ধারাবাহিকতা থাকা (৩১ ছুঁইছুঁই টেনিস কিংবদন্তির ২০১২-এ জয়-পরাজয় ৩১-৪, ২টি মাস্টার্স-সহ খেতাব ৪টি) ফেডেরার সেখানে শেষ আটে পেতে পারেন টমাস বার্ডিচ বা দেল পোত্রোকে।
|
ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসা রিডিং এফ সি ইস্টবেঙ্গলের সঙ্গে বিনিময় প্রথা চালু করায় আগ্রহ দেখাল। অতীতে লেস্টার সিটির সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি হলেও বেশি দিন কাজ করেনি। এ বার কী হয় সেটা দেখার। এ দিকে টোলগে ওজবেকে নিয়ে প্রাথমিক জট খুলতে পারে মঙ্গলবার। কারণ, আইএফএ-র প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভা বসছে ওই দিন। সে দিন ঠিক হবে, কাদের কবে ডাকা হবে। তার আগেই টোলগেকে সাসপেন্ড করার কথা ভাবছেন ইস্টবেঙ্গল কর্তারা। এ দিকে, ভিয়েতনামে খেলতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছে ইস্টবেঙ্গল।
|
টাইব্রেকারের বিকল্প খুঁজতে শুরু করল ফিফা। টাইব্রেকারের বিরোধিতা করে ফিফা প্রেসিডেন্ট শেপ ব্লাটার সেই দায়িত্ব তুলে দিচ্ছেন ফ্রাঞ্জ বেকেনবাউয়ারের কাঁধে। বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট বেকেনবাউয়ার বর্তমানে ফিফার ফুটবল টাস্ক ফোর্স ২০১৪-এর প্রধান। এই টাস্ক ফোর্সই খুঁজবে টাইব্রেকারের বিকল্প।
|
আজলান শাহ হকিতে শেষ মিনিটের গোলে দক্ষিণ কোরিয়াকে ২-১ হারাল ভারত। সন্দীপ সিংহের পেনাল্টি কর্নারে ১১ মিনিটে ভারত এগিয়ে গেলেও হিয়ুন উ সমতা ফেরান। জয় নিশ্চিত হয় উথাপ্পার গোলে। ভারত নিউজিল্যান্ডের কাছে ১-৫ হেরেছিল। |